০৩ নভেম্বর ২০২৫, সোমবার, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ধৃত সন্ন্যাসিনীদের মুক্তি চেয়ে সংসদের বাইরে বিক্ষোভে প্রিয়াঙ্কা

ইমামা খাতুন
  • আপডেট : ৩০ জুলাই ২০২৫, বুধবার
  • / 136

পুবের কলম ওয়েবডেস্ক : ছত্তিসগড় পুলিশের হাতে গ্রেফতার কেরলের দুই খ্রিস্টান সন্ন্যাসিনীর বিরুদ্ধে ভুয়ো বদনাম দেওয়ার অভিযোগ করে বুধবার সংসদ ভবনে বিক্ষোভ দেখালেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ওয়াধেরা। তাঁর সঙ্গে কয়েকজন বিরোধী সাংসদও ছিলেন। এদিন লোকসভা শুরুর আগে প্রিয়াঙ্কা, কংগ্রেসের বেণুগোপাল, আর এস পির সাংসদ এন কে প্রেমচন্দ্রন, এবং কেরলের আরও কয়েকজন সাংসদ সংসদের মকর দ্বারের সামনে বিক্ষোভ দেখান।

প্রীতি মেরি, বন্দনা ফ্রান্সিস এবং সুকমন মান্ডবীকে গ্রেফতার করে দুর্গ জেলে রাখা হয়েছে। অভিযোগ, বজরং দলের স্থানীয় এক নেতার প্ররোচনায় এবং তার হুমকিতে ওই সন্ন্যাসিনীদের বিরুদ্ধে মিথ্যে বিবৃতি দিতে বাধ্য হয় এক যুবতী, যাকে আগ্রায় কনভেন্টে রান্নার কাজে চাকরি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। অন্য দুই যুবতী মিথ্যে বিবৃতি দিতে অস্বীকার করে। ওই যুবতীদের বাবা-মায়েরা পাছে সত্য বলে দেন তাই তাঁদেরও থানাগারদে রেখে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ফিলিস্তিনের সংহতিতে শহরে বিক্ষোভ

এই প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, ওই সন্ন্যাসিনীরা যে কাজ করেননি সেই অভিযোগে ওঁদের গ্রেফতার করে গুরুতর ধারায় মামলা দেওয়া হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের উপর এই নির্যাতন বারে বারে হয়ে চলেছে। এর শেষ দেখতে চাই। সন্ন্যাসিনীদের সঙ্গে এরকম ব্যবহার করা যায় না। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। কেন্দ্রে এমন এক সরকার ক্ষমতাসীন এখন, যারা আত্মপ্রচার আর জনসংযোগ ভালো করে করা ছাড়া আর কিছুই জানে না, জানতে চায় না।

আরও পড়ুন: ধর্মতলায় বিক্ষোভে ধুন্ধুমার, আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি আটক

প্রিয়াঙ্কা বলেন, আমি জানি বিজেপি সরকার কিছু করবে না এই ব্যাপারে। আমাদের চাপ দিয়ে ওঁদের মুক্ত করতে হবে। মঙ্গলবার কংগ্রেসের এক প্রতিনিধিদল দুর্গ জেলে গিয়ে দুই সন্ন্যাসিনীর সঙ্গে দেখা করে কথা বলে এসেছে। ওই প্রতিনিধিরা মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাইয়ের সঙ্গেও কথা বলে ওঁদের মুক্তির আবেদন জানিয়েছেন।

আরও পড়ুন: বিরোধীদের বিক্ষোভ, বিকেল ৩টা পর্যন্ত মুলতবি লোকসভা অধিবেশন 

মুখ্যমন্ত্রী তাঁদের আশ্বাস দিয়েছেন, তিনি বিষয়টি তদন্ত করে দেখবেন। অথচ গতকালই মুখ্যমন্ত্রী এক্স হ্যাণ্ডেলে ওই সন্ন্যাসিনীদের বিরুদ্ধে লিখেছিলেন। এদিকে কেরলের ওয়েনাড়ে প্রাকৃতিক দুর্যোগের পর কেন্দ্র যে সাহায্য দিয়েছিল, তা এখন ঋণ বলে জানিয়ে টাকা শোধ দিতে বলা হয়েছে। প্রিয়াঙ্কা এই সিদ্ধান্তেরও প্রতিবাদ করে বলেন, সাহায্য হঠাৎ ঋণ হয়ে গেল? কী করে গরিব মানুষ টাকা ফেরত দেবেন?

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ধৃত সন্ন্যাসিনীদের মুক্তি চেয়ে সংসদের বাইরে বিক্ষোভে প্রিয়াঙ্কা

আপডেট : ৩০ জুলাই ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক : ছত্তিসগড় পুলিশের হাতে গ্রেফতার কেরলের দুই খ্রিস্টান সন্ন্যাসিনীর বিরুদ্ধে ভুয়ো বদনাম দেওয়ার অভিযোগ করে বুধবার সংসদ ভবনে বিক্ষোভ দেখালেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ওয়াধেরা। তাঁর সঙ্গে কয়েকজন বিরোধী সাংসদও ছিলেন। এদিন লোকসভা শুরুর আগে প্রিয়াঙ্কা, কংগ্রেসের বেণুগোপাল, আর এস পির সাংসদ এন কে প্রেমচন্দ্রন, এবং কেরলের আরও কয়েকজন সাংসদ সংসদের মকর দ্বারের সামনে বিক্ষোভ দেখান।

প্রীতি মেরি, বন্দনা ফ্রান্সিস এবং সুকমন মান্ডবীকে গ্রেফতার করে দুর্গ জেলে রাখা হয়েছে। অভিযোগ, বজরং দলের স্থানীয় এক নেতার প্ররোচনায় এবং তার হুমকিতে ওই সন্ন্যাসিনীদের বিরুদ্ধে মিথ্যে বিবৃতি দিতে বাধ্য হয় এক যুবতী, যাকে আগ্রায় কনভেন্টে রান্নার কাজে চাকরি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। অন্য দুই যুবতী মিথ্যে বিবৃতি দিতে অস্বীকার করে। ওই যুবতীদের বাবা-মায়েরা পাছে সত্য বলে দেন তাই তাঁদেরও থানাগারদে রেখে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ফিলিস্তিনের সংহতিতে শহরে বিক্ষোভ

এই প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, ওই সন্ন্যাসিনীরা যে কাজ করেননি সেই অভিযোগে ওঁদের গ্রেফতার করে গুরুতর ধারায় মামলা দেওয়া হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের উপর এই নির্যাতন বারে বারে হয়ে চলেছে। এর শেষ দেখতে চাই। সন্ন্যাসিনীদের সঙ্গে এরকম ব্যবহার করা যায় না। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। কেন্দ্রে এমন এক সরকার ক্ষমতাসীন এখন, যারা আত্মপ্রচার আর জনসংযোগ ভালো করে করা ছাড়া আর কিছুই জানে না, জানতে চায় না।

আরও পড়ুন: ধর্মতলায় বিক্ষোভে ধুন্ধুমার, আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি আটক

প্রিয়াঙ্কা বলেন, আমি জানি বিজেপি সরকার কিছু করবে না এই ব্যাপারে। আমাদের চাপ দিয়ে ওঁদের মুক্ত করতে হবে। মঙ্গলবার কংগ্রেসের এক প্রতিনিধিদল দুর্গ জেলে গিয়ে দুই সন্ন্যাসিনীর সঙ্গে দেখা করে কথা বলে এসেছে। ওই প্রতিনিধিরা মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাইয়ের সঙ্গেও কথা বলে ওঁদের মুক্তির আবেদন জানিয়েছেন।

আরও পড়ুন: বিরোধীদের বিক্ষোভ, বিকেল ৩টা পর্যন্ত মুলতবি লোকসভা অধিবেশন 

মুখ্যমন্ত্রী তাঁদের আশ্বাস দিয়েছেন, তিনি বিষয়টি তদন্ত করে দেখবেন। অথচ গতকালই মুখ্যমন্ত্রী এক্স হ্যাণ্ডেলে ওই সন্ন্যাসিনীদের বিরুদ্ধে লিখেছিলেন। এদিকে কেরলের ওয়েনাড়ে প্রাকৃতিক দুর্যোগের পর কেন্দ্র যে সাহায্য দিয়েছিল, তা এখন ঋণ বলে জানিয়ে টাকা শোধ দিতে বলা হয়েছে। প্রিয়াঙ্কা এই সিদ্ধান্তেরও প্রতিবাদ করে বলেন, সাহায্য হঠাৎ ঋণ হয়ে গেল? কী করে গরিব মানুষ টাকা ফেরত দেবেন?