ডিসেম্বরে নির্বাচন
৪ বছর পর মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার

- আপডেট : ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 43
পুবের কলম,ওয়েবডেস্ক: মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার। দীর্ঘ টালবাহানার পর অবশেষে জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জান্তা সরকার। বৃহস্পতিবার প্রশাসনের তরফে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া নির্বাচনের তারিখও ঘোষণা করেছে তারা।
জানা গেছে, আগামী ডিসেম্বরের মধ্যে মিয়ানমারে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে দেশটির জান্তা সরকার। যদিও বিরোধী দলগুলো ইতিমধ্যেই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। অভিযোগ, এই নির্বাচনের উদ্দেশ্য মূলত সেনাবাহিনীর ক্ষমতা আরও শক্তিশালী করা।
উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির বেসামরিক সরকারকে উৎখাত করে জরুরি অবস্থা জারি করে জান্তা সরকার । ফলস্বরূপ দেশজুড়ে শুরু হয় গৃহযুদ্ধ। প্রাণ হারান হাজার হাজার মানুষ।
ঘটনাপ্রসঙ্গে, দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভি জানিয়েছে, মিন অং হ্লাইং অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তিনিই নির্বাচন তত্ত্বাবধান করবেন। মিয়ানমারের জান্তা সরকার দেশটিতে নির্বাচন আয়োজনের জন্য সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে ১১ সদস্যের একটি কমিশন গঠনের ঘোষণা দিয়েছে। নির্বাচনের নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি।