০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
ইরান থেকে পেট্রোলিয়াম পণ্য ক্রয়, ভারতের ৬টি সংস্থার উপর নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসনের
ইমামা খাতুন
- আপডেট : ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 221
পুবের কলম ওয়েবডেস্ক: ইরান থেকে পেট্রোলিয়াম পণ্য আমদানি করায় ভারতের ছ’টি সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করল ট্রাম্প প্রশাসন। বুধবার আমেরিকার বিদেশ দফতরের তরফে মোট ২০টি সংস্থার উপর উপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানানো হয়। সেগুলির মধ্যে ভারতের ছ’টি সংস্থা রয়েছে।
বলা বাহুল্য, বুধবার ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখানেই থেমে থাকেনি মোদির ‘বন্ধু’। এবার ইরানের থেকে পেট্রোল এবং পেট্রোলিয়ামজাত পণ্য কেনার ‘অপরাধে’ ৬টি ভারতীয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা।
* নিষেধাজ্ঞার শিকার কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ভারতের কিছু বড় পেট্রোকেমিক্যাল ব্যবসাপ্রতিষ্ঠান। এগুলো হলো অ্যালকেমিক্যাল সলিউশনস, গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস, জুপিটার ডাই কেম, রমনিকলাল এস গোসালিয়া অ্যান্ড কোম্পানি, পার্সিসটেন্ট পেট্রোকেম ও কাঞ্চন পলিমার্স।



















































