০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
কোচবিহার বিশ্ববিদ্যালয়ে সঞ্চারী মুখোপাধ্যায়

রবীন্দ্রভারতীর উপাচার্য হচ্ছেন সোনালি চক্রবর্তী

ইমামা খাতুন
  • আপডেট : ১ অগাস্ট ২০২৫, শুক্রবার
  • / 43

পুবের কলম প্রতিবেদক : রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে অধ্যাপক সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের নাম সুপারিশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্যপাল অনুমোদন দেননি। তাঁর যুক্তি ছিল, সোনালি অন্য একটি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে রয়েছেন। তাই তাঁকে রবীন্দ্রভারতীর উপাচার্য পদে নিয়োগ করা যাবে না।

এ রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতিরা সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করার জন্য আচার্য তথা রাজ্যপালকে নির্দেশ দেন। আগামী ৪ সপ্তাহর পর এই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে।

আরও পড়ুন: ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রথম দিনেই ৬৩২ শিবিরে কাজ শুরু, ট্যুইট করে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বর্তমানে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের বর্তমান পদে ইস্তফা দিয়ে রবীন্দ্রভারতীয়তে উপাচার্য পদে যোগ দিতে পারবেন। পাশাপাশি সঞ্চারী মুখোপাধ্যায়কে কোচবিহার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: ডিসেম্বরে কলকাতায় মেসি

রাজ্যের ১৫টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আচার্য তথা রাজ্যপালের যে মতবিরোধ চলছে, তার সমাধান করবেন প্রাক্তন প্রধান বিচারপতি উদয় ললিতের হাই পাওয়ার সিলেকশন কমিটি। বিচারপতি ললিত নিজে বাছাই করবেন ১৫টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তার পরে জানাবেন সুপ্রিম কোর্ট কে। এ দিন এমনই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ।

আরও পড়ুন: চলতি মাসেই উত্তরবঙ্গে যাওয়ার সম্ভাবনা মুখ্যমন্ত্রীর

রাজ্যের ১৭টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে জট খানিক কাটল। শুক্রবার রাজ্যের দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাছাই করে বাকি ১৫টি সিলেকশন কমিটির হাতেই তুলে দিল শীর্ষ আদালত। বাংলায় ৩৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে। যার মধ্যে ১৯টি উপাচার্য নিয়োগ সম্পন্ন হয়েছে। সমস্যা তৈরি হয়েছিল বাকি পড়ে থাকা ১৭টি বিশ্ববিদ্যালয় নিয়ে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কোচবিহার বিশ্ববিদ্যালয়ে সঞ্চারী মুখোপাধ্যায়

রবীন্দ্রভারতীর উপাচার্য হচ্ছেন সোনালি চক্রবর্তী

আপডেট : ১ অগাস্ট ২০২৫, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক : রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে অধ্যাপক সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের নাম সুপারিশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্যপাল অনুমোদন দেননি। তাঁর যুক্তি ছিল, সোনালি অন্য একটি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে রয়েছেন। তাই তাঁকে রবীন্দ্রভারতীর উপাচার্য পদে নিয়োগ করা যাবে না।

এ রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতিরা সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করার জন্য আচার্য তথা রাজ্যপালকে নির্দেশ দেন। আগামী ৪ সপ্তাহর পর এই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে।

আরও পড়ুন: ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রথম দিনেই ৬৩২ শিবিরে কাজ শুরু, ট্যুইট করে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বর্তমানে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের বর্তমান পদে ইস্তফা দিয়ে রবীন্দ্রভারতীয়তে উপাচার্য পদে যোগ দিতে পারবেন। পাশাপাশি সঞ্চারী মুখোপাধ্যায়কে কোচবিহার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: ডিসেম্বরে কলকাতায় মেসি

রাজ্যের ১৫টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আচার্য তথা রাজ্যপালের যে মতবিরোধ চলছে, তার সমাধান করবেন প্রাক্তন প্রধান বিচারপতি উদয় ললিতের হাই পাওয়ার সিলেকশন কমিটি। বিচারপতি ললিত নিজে বাছাই করবেন ১৫টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তার পরে জানাবেন সুপ্রিম কোর্ট কে। এ দিন এমনই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ।

আরও পড়ুন: চলতি মাসেই উত্তরবঙ্গে যাওয়ার সম্ভাবনা মুখ্যমন্ত্রীর

রাজ্যের ১৭টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে জট খানিক কাটল। শুক্রবার রাজ্যের দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাছাই করে বাকি ১৫টি সিলেকশন কমিটির হাতেই তুলে দিল শীর্ষ আদালত। বাংলায় ৩৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে। যার মধ্যে ১৯টি উপাচার্য নিয়োগ সম্পন্ন হয়েছে। সমস্যা তৈরি হয়েছিল বাকি পড়ে থাকা ১৭টি বিশ্ববিদ্যালয় নিয়ে।