২২ অক্টোবর ২০২৫, বুধবার, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হজের আবেদন ৭ আগস্ট পর্যন্ত বাড়াল হজ কমিটি

ইমামা খাতুন
  • আপডেট : ১ অগাস্ট ২০২৫, শুক্রবার
  • / 491

আবদুল ওদুদ : ২০২৬ সালের হজযাত্রার জন্য অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছিল। বৃহস্পতিবার ৩১ জুলাই ছিল তার শেষ দিন। পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে হজযাত্রীর সংখ্যা এ বছর আশানুরূপ হয়নি। ফলে শুধু পশ্চিমবঙ্গ নয়, অন্যান্য রাজ্যেও এ নিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে। সেদিকে লক্ষ রেখে কেন্দ্রীয় হজ কমিটি আগামী ৭ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত হজযাত্রার জন্য অনলাইনে আবেদনের সময়সীমা বৃদ্ধি করার বিজ্ঞপ্তি প্রকাশ করল।

পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। রাজ্য হজ কমিটির চেয়ারম্যান খলিলুর রহমান জানান, আগামী ৭ আগস্ট পর্যন্ত ২০২৬-এর হজযাত্রার জন্য আবেদন করা যাবে। এখন পর্যন্ত ৩০০০-এর বেশি আবেদনপত্র জমা পড়েছে। এ ছাড়াও চার হাজার রেজিস্ট্রেশন জমা পড়েছে । আশা করা হচ্ছে বাংলা থেকে সব মিলিয়ে ২০২৬-এ, ২০২৫ সালের তুলনায় হজযাত্রীর সংখ্যা বেশি হবে।

সাংসদ তথা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, প্রত্যেক আবেদনকারী ‘হজ সুবিধা’ অ্যাপ-এ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখের পূর্বে ইস্যু করা আন্তর্জাতিক পাসপোর্ট অবশ্যই থাকতে হবে এবং পাসপোর্ট-এর মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বৈধ থাকতে হবে।

তিনি আরও বলেন, যে সমস্ত ইচ্ছুক হজযাত্রী ২০২৬ সালের আবেদন করবেন তাদের জন্য মদিনাতুল হুজ্জাজ নিউ টাউন, হজ হাউস পার্ক সার্কাস ও জেলার সংখ্যালঘুর বিষয়ক কার্যালয় অর্থাৎ ডোমা অফিসে যোগাযোগ করলে তারা সমস্ত রকম সহযোগিতা করবেন। ছুটির দিনেও এই সমস্ত অফিসগুলি খোলা থাকবে বলে চেয়ারম্যান খলিলুর রহমান জানিয়েছেন।

রাজ্য হজ কমিটির চেয়ারম্যান পুবের কলমকে বলেন, আমরা চাই পশ্চিমবঙ্গ থেকে হজযাত্রীর সংখ্যা আরও বাড়ুক এ নিয়ে গোটা রাজ্যজুড়ে সচেতনতা শিবির চলছে। আগামী কয়েক দিন এই সচেতনতা শিবির অনুষ্ঠিত হবে। রাজ্য থেকে যাতে হজযাত্রীর সংখ্যা বাড়ে সেই লক্ষ্যেই রাজ্য হজ কমিটি এগিয়ে চলেছে আপনারা সহযোগিতা করলে পশ্চিমবঙ্গ থেকে দশ হাজারের গণ্ডি পেরোতেই পারে। যদিও রাজ্যের হজযাত্রীর কোটা রয়েছে ১৭ হাজারের কাছাকাছি। রাজ্যের মুসলিমরা যদি বাংলা থেকে হজযাত্রীর সংখ্যা না বাড়ায়, তাহলে এই কোটা ভিন্ন রাজ্যে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

কাজে এখনও এক সপ্তাহ সময় পাওয়া গেছে উমরার দিকে না ঝুঁকে ফরজ হজ করার জন্য আবেদন জানাচ্ছেন খলিলুর রহমান। কেন্দ্রীয় হজ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এতদিন দেশের ১৭টি বিমানবন্দর থেকে হজযাত্রীদের নিয়ে বিমান ছাড়তো এবার আরও একটি বিমানবন্দর যোগ হল। বিজয়ওয়াড়া বিমানবন্দর থেকে ২০২৬ সালের বিমান সউদির উদ্দেশ্যে রওনা হবে।

এখন পর্যন্ত যে সমস্ত হজ যাত্রার জন্য আবেদন করেছেন তারা বিজয়ওয়াড়াকেও তাদের পছন্দের বিমানবন্দর হিসেবে চিহ্নিত করতে পারেন। রাজ্য হজ কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে যারা ২০২৬ সালে হজের জন্য আবেদন করেছেন তাদের আগামী ২০ আগস্ট ২০২৫ সালের মধ্যে ১ লক্ষ ৫২ হাজার ৩০০ টাকা অগ্রিম জমা করতে হবে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হজের আবেদন ৭ আগস্ট পর্যন্ত বাড়াল হজ কমিটি

আপডেট : ১ অগাস্ট ২০২৫, শুক্রবার

আবদুল ওদুদ : ২০২৬ সালের হজযাত্রার জন্য অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছিল। বৃহস্পতিবার ৩১ জুলাই ছিল তার শেষ দিন। পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে হজযাত্রীর সংখ্যা এ বছর আশানুরূপ হয়নি। ফলে শুধু পশ্চিমবঙ্গ নয়, অন্যান্য রাজ্যেও এ নিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে। সেদিকে লক্ষ রেখে কেন্দ্রীয় হজ কমিটি আগামী ৭ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত হজযাত্রার জন্য অনলাইনে আবেদনের সময়সীমা বৃদ্ধি করার বিজ্ঞপ্তি প্রকাশ করল।

পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। রাজ্য হজ কমিটির চেয়ারম্যান খলিলুর রহমান জানান, আগামী ৭ আগস্ট পর্যন্ত ২০২৬-এর হজযাত্রার জন্য আবেদন করা যাবে। এখন পর্যন্ত ৩০০০-এর বেশি আবেদনপত্র জমা পড়েছে। এ ছাড়াও চার হাজার রেজিস্ট্রেশন জমা পড়েছে । আশা করা হচ্ছে বাংলা থেকে সব মিলিয়ে ২০২৬-এ, ২০২৫ সালের তুলনায় হজযাত্রীর সংখ্যা বেশি হবে।

সাংসদ তথা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, প্রত্যেক আবেদনকারী ‘হজ সুবিধা’ অ্যাপ-এ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখের পূর্বে ইস্যু করা আন্তর্জাতিক পাসপোর্ট অবশ্যই থাকতে হবে এবং পাসপোর্ট-এর মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বৈধ থাকতে হবে।

তিনি আরও বলেন, যে সমস্ত ইচ্ছুক হজযাত্রী ২০২৬ সালের আবেদন করবেন তাদের জন্য মদিনাতুল হুজ্জাজ নিউ টাউন, হজ হাউস পার্ক সার্কাস ও জেলার সংখ্যালঘুর বিষয়ক কার্যালয় অর্থাৎ ডোমা অফিসে যোগাযোগ করলে তারা সমস্ত রকম সহযোগিতা করবেন। ছুটির দিনেও এই সমস্ত অফিসগুলি খোলা থাকবে বলে চেয়ারম্যান খলিলুর রহমান জানিয়েছেন।

রাজ্য হজ কমিটির চেয়ারম্যান পুবের কলমকে বলেন, আমরা চাই পশ্চিমবঙ্গ থেকে হজযাত্রীর সংখ্যা আরও বাড়ুক এ নিয়ে গোটা রাজ্যজুড়ে সচেতনতা শিবির চলছে। আগামী কয়েক দিন এই সচেতনতা শিবির অনুষ্ঠিত হবে। রাজ্য থেকে যাতে হজযাত্রীর সংখ্যা বাড়ে সেই লক্ষ্যেই রাজ্য হজ কমিটি এগিয়ে চলেছে আপনারা সহযোগিতা করলে পশ্চিমবঙ্গ থেকে দশ হাজারের গণ্ডি পেরোতেই পারে। যদিও রাজ্যের হজযাত্রীর কোটা রয়েছে ১৭ হাজারের কাছাকাছি। রাজ্যের মুসলিমরা যদি বাংলা থেকে হজযাত্রীর সংখ্যা না বাড়ায়, তাহলে এই কোটা ভিন্ন রাজ্যে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

কাজে এখনও এক সপ্তাহ সময় পাওয়া গেছে উমরার দিকে না ঝুঁকে ফরজ হজ করার জন্য আবেদন জানাচ্ছেন খলিলুর রহমান। কেন্দ্রীয় হজ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এতদিন দেশের ১৭টি বিমানবন্দর থেকে হজযাত্রীদের নিয়ে বিমান ছাড়তো এবার আরও একটি বিমানবন্দর যোগ হল। বিজয়ওয়াড়া বিমানবন্দর থেকে ২০২৬ সালের বিমান সউদির উদ্দেশ্যে রওনা হবে।

এখন পর্যন্ত যে সমস্ত হজ যাত্রার জন্য আবেদন করেছেন তারা বিজয়ওয়াড়াকেও তাদের পছন্দের বিমানবন্দর হিসেবে চিহ্নিত করতে পারেন। রাজ্য হজ কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে যারা ২০২৬ সালে হজের জন্য আবেদন করেছেন তাদের আগামী ২০ আগস্ট ২০২৫ সালের মধ্যে ১ লক্ষ ৫২ হাজার ৩০০ টাকা অগ্রিম জমা করতে হবে।