১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আবার কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি পেল বারুইপুর মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতাল

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বারুইপুর : কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আবার স্বীকৃতি পেল বারুইপুর মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতাল। এই নিয়ে তিনবার কেন্দ্রীয় সরকারের শংসাপত্র পেল এই হাসপাতাল।এবার কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকের জাতীয় গুণমান নিশ্চিন্তিকরণ পরীক্ষায় দক্ষিণ ২৪ পরগনার মধ্যে বারুইপুর মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতাল ১৭ টি বিভাগে সসম্মানে উন্নীত হয়েছে ৯১ শতাংশের বেশি নাম্বার পেয়ে। এসেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শংসাপত্র।

গত জুন মাসে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তিনজনের একটি পর্যবেক্ষক দল হাসপাতালে ১৭ টি বিভাগে নজরদারি চালায়। পর্যবেক্ষকদের দল রোগীর পরিবার, চিকিৎসক, নার্স, রোগীদের, সাফাই কর্মী, গ্ৰুপ ডি কর্মীর কাছে পরিষেবা রিপোর্ট নেয়।এই কাজের এক মাসের মধ্যে এল স্বীকৃতি।

আরও পড়ুন: বিসিসিআই ও কেন্দ্রীয় সরকারের নির্দেশেই করমর্দনে না করেছিলেন পাইক্রফট 

বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতাল ও মহকুমা হাসপাতালের ১৭ টি বিভাগের মধ্যে নবজাতকদের পরিচর্যা বিভাগ প্রথম স্থান পেয়েছে। তারপরই প্রসূতি বিভাগ আছে দ্বিতীয় স্থানে। প্রসঙ্গত, ২০২৩ এর মার্চ মাসে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকের লক্ষ্য প্রকল্পে প্রসূতি বিভাগ ও ২০২৩ এর জুন মাসে মুসকান প্রকল্পে শিশু ও নবজাতকদের বিভাগ পুরস্কৃত হয়েছিল।

আরও পড়ুন: জিএসটি কাঠামোয় বদল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব অমিত মিত্র

পেয়েছিল শংসাপত্র। হাসপাতালের সুপার ডঃ ধীরাজ রায় তিনবার কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি আসার পরে জানান, এই সম্মানের পরে খুব চ্যালেঞ্জ এর মধ্যে পড়ে গেল আমাদের কাজ। হাসপাতালের পরিষেবার সার্বিক উন্নয়নের উপর আরও দায়িত্ববোধ বাড়লো। আর এই সাফল্য হাসপাতালের সামগ্রিক টিমের।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে আবাসিক এলাকাগুলো থেকে সেনা সরানো হচ্ছে, দায়িত্বে থাকবে সিআরপিএফ

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

অঙ্কিতা ভাণ্ডারি হত্যাকাণ্ড: রাজ্যজুড়ে “উত্তরাখণ্ড বন্ধ”-এর ডাক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আবার কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি পেল বারুইপুর মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতাল

আপডেট : ২ অগাস্ট ২০২৫, শনিবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বারুইপুর : কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আবার স্বীকৃতি পেল বারুইপুর মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতাল। এই নিয়ে তিনবার কেন্দ্রীয় সরকারের শংসাপত্র পেল এই হাসপাতাল।এবার কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকের জাতীয় গুণমান নিশ্চিন্তিকরণ পরীক্ষায় দক্ষিণ ২৪ পরগনার মধ্যে বারুইপুর মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতাল ১৭ টি বিভাগে সসম্মানে উন্নীত হয়েছে ৯১ শতাংশের বেশি নাম্বার পেয়ে। এসেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শংসাপত্র।

গত জুন মাসে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তিনজনের একটি পর্যবেক্ষক দল হাসপাতালে ১৭ টি বিভাগে নজরদারি চালায়। পর্যবেক্ষকদের দল রোগীর পরিবার, চিকিৎসক, নার্স, রোগীদের, সাফাই কর্মী, গ্ৰুপ ডি কর্মীর কাছে পরিষেবা রিপোর্ট নেয়।এই কাজের এক মাসের মধ্যে এল স্বীকৃতি।

আরও পড়ুন: বিসিসিআই ও কেন্দ্রীয় সরকারের নির্দেশেই করমর্দনে না করেছিলেন পাইক্রফট 

বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতাল ও মহকুমা হাসপাতালের ১৭ টি বিভাগের মধ্যে নবজাতকদের পরিচর্যা বিভাগ প্রথম স্থান পেয়েছে। তারপরই প্রসূতি বিভাগ আছে দ্বিতীয় স্থানে। প্রসঙ্গত, ২০২৩ এর মার্চ মাসে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকের লক্ষ্য প্রকল্পে প্রসূতি বিভাগ ও ২০২৩ এর জুন মাসে মুসকান প্রকল্পে শিশু ও নবজাতকদের বিভাগ পুরস্কৃত হয়েছিল।

আরও পড়ুন: জিএসটি কাঠামোয় বদল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব অমিত মিত্র

পেয়েছিল শংসাপত্র। হাসপাতালের সুপার ডঃ ধীরাজ রায় তিনবার কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি আসার পরে জানান, এই সম্মানের পরে খুব চ্যালেঞ্জ এর মধ্যে পড়ে গেল আমাদের কাজ। হাসপাতালের পরিষেবার সার্বিক উন্নয়নের উপর আরও দায়িত্ববোধ বাড়লো। আর এই সাফল্য হাসপাতালের সামগ্রিক টিমের।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে আবাসিক এলাকাগুলো থেকে সেনা সরানো হচ্ছে, দায়িত্বে থাকবে সিআরপিএফ