০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
মুখ্যমন্ত্রীর যুগান্তকারী সিদ্ধান্ত বলে মন্তব্য আনিসুর রহমানের

রাস্তাঘাট, ড্রেন ও লাইটের সমস্যার কথা আমাদের পাড়া আমাদের সমাধানে

ইমামা খাতুন
  • আপডেট : ২ অগাস্ট ২০২৫, শনিবার
  • / 186

রফিকুল হাসান, শাসন: উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা ব্লকের বেড়াচাপা ২ গ্রাম পঞ্চায়েতের অধীন ১৫৭, ১৫৮ ও ১৫৯ বুথ এর সমস্যা নিয়ে বসেছিল আমাদের পাড়া আমাদের সমাধান। এদিন ১৫৮ নম্বর বুথ থেকে সমস্যা জানাতে এসেছিলেন বীথিকা হালদার। তিনি বলেন মন্দিরের সামনে জল জমছে। তার স্থায়ী সমাধানের পাশপাশি পাড়ায় লাইটের ব্যবস্থা করলে ভালো হয়। ওই একই বুথের বাসিন্দা দীপক সাধুখা আবার বলেন জল নিকাশির জন্য পাকা ড্রেনের ব্যবস্থা করতে হবে।

আর এলাকাবাসীর সেই সমস্ত সমস্যার কথা লিপিবদ্ধ করছিলেন খোদ দেগঙ্গা ব্লকের বিডিও ফাহিম আলম সহ প্রশাসনিক আধিকারিকরা। বিডিওর সঙ্গে উপস্থিত ছিলেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আনিসুর রহমান বিদেশ। মূলত মানুষজন এলাকার রাস্তাঘাট, জল নিকাশির জন্য ড্রেনের সমস্যা ও পাড়ায় লাইটের সমস্যার কথা জানিয়েছেন বলে জানান দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আনিসুর রহমান বিদেশ।

আরও পড়ুন: আমাদের পাড়া আমাদের সমাধানে সাধারণ মানুষের সমস্যা শুনলেন মহকুমাশাসক ও বিধায়ক

রাস্তাঘাট, ড্রেন ও লাইটের সমস্যার কথা আমাদের পাড়া আমাদের সমাধানে

আরও পড়ুন: ভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর নির্যাতন, মৃত্যু, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, পথে তৃণমূল কংগ্রেস

তিনি আরো বলেন কোনো নেতার মাধ্যমে নয় পাড়ার মানুষ তাদের পাড়ার সমস্যার কথা নিজেরাই জানাক। এটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী যুগোপযোগী ভাবনা। সেইমতো পাড়ার প্রবীণ মানুষজনের পাশাপাশি সবস্তরের মানুষ তাদের সমস্যার কথা জানিয়েছেন। বিশেষকরে বাড়ির মা বোনেরাও এসে তাদের পাড়ার সমস্যার কথা জানিয়েছেন। সব নথিভুক্ত করা হয়েছে। আশাকরি মুখ্যমন্ত্রীর কথা মতো ঠিক সময়েই সব কাজ সম্পন্ন হবে।

আরও পড়ুন: বাসন্তীতে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

এ ব্যাপারে দেগঙ্গা ব্লকের বিডিও ফাহিম আলম বলেন এখন আর অফিসে বসে নয়, বুথে বুথে গিয়ে মানুষের সমস্যার কথা শোনা হয়েছে। রাজ্য সরকার এর এই উদ্যোগে সাধারণ মানুষজন খুশি। তাঁরা তাঁদের সমস্যার কথা জানিয়েছেন। আমরা লিপিবদ্ধ করেছি। আশাকরি খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে।

রাস্তাঘাট, ড্রেন ও লাইটের সমস্যার কথা আমাদের পাড়া আমাদের সমাধানে

অন্যদিকে আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠিত হয় বারাসাত দুই ব্লকের কেমিয়া খামার পাড়া গ্রাম পঞ্চায়েতের তিনটি বুথে। সেখানে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পুরো প্রকল্পের বিষয়টি তুলে ধরেন বারাসাত দুই ব্লকের বিডিও শেখর সাই। উপস্থিত ছিলেন বারাসাত দুই পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, কেমিয়া খামারপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান স্মৃতিকনা অধিকারী সহ প্রশাসনিক আধিকারিকরা।

পাশাপাশি এই ব্লকের ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের তিনটি বুথে বসে এই আমাদের পাড়া আমাদের সমাধান। উপস্থিত ছিলেন বারাসাত দুই পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মেহেদী হাসান, ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখী মন্ডল, উপপ্রধান নজিবুর রহমান মনু, জেলা পরিষদের সদস্য সাবিনা খাতুন সহ অন্যান্য জনপ্রতিনিধিরা।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুখ্যমন্ত্রীর যুগান্তকারী সিদ্ধান্ত বলে মন্তব্য আনিসুর রহমানের

রাস্তাঘাট, ড্রেন ও লাইটের সমস্যার কথা আমাদের পাড়া আমাদের সমাধানে

আপডেট : ২ অগাস্ট ২০২৫, শনিবার

রফিকুল হাসান, শাসন: উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা ব্লকের বেড়াচাপা ২ গ্রাম পঞ্চায়েতের অধীন ১৫৭, ১৫৮ ও ১৫৯ বুথ এর সমস্যা নিয়ে বসেছিল আমাদের পাড়া আমাদের সমাধান। এদিন ১৫৮ নম্বর বুথ থেকে সমস্যা জানাতে এসেছিলেন বীথিকা হালদার। তিনি বলেন মন্দিরের সামনে জল জমছে। তার স্থায়ী সমাধানের পাশপাশি পাড়ায় লাইটের ব্যবস্থা করলে ভালো হয়। ওই একই বুথের বাসিন্দা দীপক সাধুখা আবার বলেন জল নিকাশির জন্য পাকা ড্রেনের ব্যবস্থা করতে হবে।

আর এলাকাবাসীর সেই সমস্ত সমস্যার কথা লিপিবদ্ধ করছিলেন খোদ দেগঙ্গা ব্লকের বিডিও ফাহিম আলম সহ প্রশাসনিক আধিকারিকরা। বিডিওর সঙ্গে উপস্থিত ছিলেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আনিসুর রহমান বিদেশ। মূলত মানুষজন এলাকার রাস্তাঘাট, জল নিকাশির জন্য ড্রেনের সমস্যা ও পাড়ায় লাইটের সমস্যার কথা জানিয়েছেন বলে জানান দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আনিসুর রহমান বিদেশ।

আরও পড়ুন: আমাদের পাড়া আমাদের সমাধানে সাধারণ মানুষের সমস্যা শুনলেন মহকুমাশাসক ও বিধায়ক

রাস্তাঘাট, ড্রেন ও লাইটের সমস্যার কথা আমাদের পাড়া আমাদের সমাধানে

আরও পড়ুন: ভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর নির্যাতন, মৃত্যু, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, পথে তৃণমূল কংগ্রেস

তিনি আরো বলেন কোনো নেতার মাধ্যমে নয় পাড়ার মানুষ তাদের পাড়ার সমস্যার কথা নিজেরাই জানাক। এটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী যুগোপযোগী ভাবনা। সেইমতো পাড়ার প্রবীণ মানুষজনের পাশাপাশি সবস্তরের মানুষ তাদের সমস্যার কথা জানিয়েছেন। বিশেষকরে বাড়ির মা বোনেরাও এসে তাদের পাড়ার সমস্যার কথা জানিয়েছেন। সব নথিভুক্ত করা হয়েছে। আশাকরি মুখ্যমন্ত্রীর কথা মতো ঠিক সময়েই সব কাজ সম্পন্ন হবে।

আরও পড়ুন: বাসন্তীতে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

এ ব্যাপারে দেগঙ্গা ব্লকের বিডিও ফাহিম আলম বলেন এখন আর অফিসে বসে নয়, বুথে বুথে গিয়ে মানুষের সমস্যার কথা শোনা হয়েছে। রাজ্য সরকার এর এই উদ্যোগে সাধারণ মানুষজন খুশি। তাঁরা তাঁদের সমস্যার কথা জানিয়েছেন। আমরা লিপিবদ্ধ করেছি। আশাকরি খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে।

রাস্তাঘাট, ড্রেন ও লাইটের সমস্যার কথা আমাদের পাড়া আমাদের সমাধানে

অন্যদিকে আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠিত হয় বারাসাত দুই ব্লকের কেমিয়া খামার পাড়া গ্রাম পঞ্চায়েতের তিনটি বুথে। সেখানে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পুরো প্রকল্পের বিষয়টি তুলে ধরেন বারাসাত দুই ব্লকের বিডিও শেখর সাই। উপস্থিত ছিলেন বারাসাত দুই পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, কেমিয়া খামারপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান স্মৃতিকনা অধিকারী সহ প্রশাসনিক আধিকারিকরা।

পাশাপাশি এই ব্লকের ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের তিনটি বুথে বসে এই আমাদের পাড়া আমাদের সমাধান। উপস্থিত ছিলেন বারাসাত দুই পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মেহেদী হাসান, ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখী মন্ডল, উপপ্রধান নজিবুর রহমান মনু, জেলা পরিষদের সদস্য সাবিনা খাতুন সহ অন্যান্য জনপ্রতিনিধিরা।