গড়বেতায় রেললাইনে বিস্ফোরণ

- আপডেট : ৪ অগাস্ট ২০২৫, সোমবার
- / 23
পুবের কলম ওয়েবডেস্ক : ওড়িশার পর বাংলা। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল জঙ্গলমহলের গড়বেতা রেললাইন। অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস। পুরো ঘটনায় মাও যোগ রয়েছে বলেই অভিযোগ। স্বাভাবিকভাবেই এলাকায় শোরগোল পড়েছে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার বিকেলবেলায় গড়বেতা স্টেশন সংলগ্ন শিলাই হল্টের কাছে হঠাৎ করেই থমকে দাঁড়ায় ট্রেনটি। আর তার পরেই পেছন থেকে ভেসে আসে এক তীব্র বিকট শব্দ। সকলে বুঝতে পারে যে এটি বিস্ফোরণ। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে যে এটি মাওবাদীদের কাজ হতে পারে।
প্রত্যক্ষদর্শীদের কথায় জানা গেছে, রেলের যিনি গার্ড ছিলেন তিনিই সর্বপ্রথম আওয়াজটি শুনতে পায়। তারপরে তা স্থানীয় স্টেশন কর্তৃপক্ষকে জানানো হয়। এরপরে রাতের দিকে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন ও বিষয়টি খতিয়ে দেখেন। তবে এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া জানায়নি স্থানীয় প্রশাসন। এখনই বিস্ফোরণের কারণ নিয়ে মুখ খুলতে নারাজ তারা। এর আগেও ওড়িশার সীমান্তবর্তী জেলা সুন্দরগড়ে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।
রেল সূত্রে জানা গিয়েছে, ফরেনসিক দল এসে নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে। বিস্ফোরণে কী ধরনের উপাদান ব্যবহৃত হয়েছিল তা পরীক্ষা করার জন্য।
সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে স্থানীয় এক বাসিন্দা জানান, প্রচুর ভয় লাগছে। শুনতে পাচ্ছি পুরো ঘটনায় মাওযোগ রয়েছে। এই ঘটনা সত্যি হলে, আমাদের শান্তির দিন শেষ হয়ে যাবে।
গত ২৮ জুলাই থেকে ৩ অগস্ট পর্যন্ত ‘শহিদ সপ্তাহ’ পালনের জন্য মাওবাদী সংগঠনগুলির তরফ থেকে ডাক দেওয়া হয়েছিল। সেই উপলক্ষে একাধিক জায়গায় বনধ পর্যন্তও ডাকা হয়েছিল। কিন্তু ‘শহিদ সপ্তাহ’ পালনের শেষদিনেই এই ধরণের ঘটনা ঘটলো। কার্যত পরিস্থিতিকে ঘিরে একপ্রকার উদ্বেগ বেড়েছে রেল ও নিরাপত্তা বিভাগে।