সিরাজের নবাবিয়ানায় ওভালে ঐতিহাসিক জয় ভারতের

- আপডেট : ৪ অগাস্ট ২০২৫, সোমবার
- / 30
পুবের কলম ওয়েবডেস্ক : ওভালে ইতিহাস তৈরি করল ভারত। ৬ রানে ইংল্যান্ডকে হারিয়ে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি ড্র করল শুভমান গিলের ভারত। পাঁচ উইকেট নিয়ে ম্যাচের মহানায়ক হয়ে গেলেন মুহাম্মদ সিরাজ। ওভালে পঞ্চম দিন ইংল্যান্ডের জয়ের জন্য ৫০ রানেরও কম রান দরকার ছিল।
জেমি স্মিথ আউট হয়ে যাওয়ার পরই ইংল্যান্ডের ব্যাটিংয়ে কাঁপন ধরে যায়। তাঁকে ফেরালেন মুহাম্মদ সিরাজ। এরপর প্রসিধ কৃষ্ণার দুর্দান্ত ডেলিভারিতে ফিরে গেলেন জোস টাঙ। অ্যাটকিনসন শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন। ভাঙা হাত নিয়েও মাঠে নেমেছিলেন ক্রিস ওকস।
কিন্তু শেষ রক্ষা হল না ইংল্যান্ডের। জয়-পরাজয়ের মাঝখানের দোদুল্যমান অবস্থায় ইংরেজদের কফিনে শেষ পেরেকটা মারলেন সিরাজ। অ্যাটকিনসনকে ফিরিয়ে দিয়ে শেষ পর্যন্ত ভারতের মুখে হাসি ফেরালেন হায়দরাবাদি সিরাজ। সিরিজে ২-২ ড্র করে আপাতত ইংল্যান্ড থেকে এই টেস্ট সিরিজ অপরাজেয় হয়ে ফিরছে টিম ইন্ডিয়া।