প্রত্যেক দিনের সমন্বয়ের দায়িত্বে থাকবেন কাকলি ঘোষ দস্তিদার
লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়

- আপডেট : ৪ অগাস্ট ২০২৫, সোমবার
- / 9
পুবের কলম প্রতিবেদক: সামনে বিধানসভা নির্বাচন তার আগে ক্রমশঃ দায়িত্ব বাড়ছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবার লোকসভায় তৃণমূলের সংসদীয় দলকে নেতৃত্বে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার দলের সব সাংসদদের নিয়ে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকেই জানিয়ে দিলেন, লোকসভার অভ্যন্তরে দলের কার্যকলাপ এবার থেকে দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এতদিন পর্যন্ত দলনেতা হিসেবে দায়িত্ব সামলাতেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তিনি অসুস্থ থাকায় এই দায়িত্ব দেওয়া হল ডায়মন্ড হারবারের সাংসদকে।
এদিন তৃণমূল নেত্রী জানিয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় সুস্থ না হওয়া পর্যন্ত লোকসভায় দলকে নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া প্রত্যেক দিনের সমন্বয়ের দায়িত্বে থাকবেন কাকলি ঘোষ দস্তিদার। সোমবার দিল্লিতে রাজেন্দ্র প্রসাদ রোডে তৃণমূলের নতুন পার্টি অফিসে মমতার ভার্চুয়াল বৈঠক ছিল। সেখানে উপস্থিত ছিলেন সব সাংসদরা। উপস্থিত সাংসদদের এই বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল কংগ্রেসের নিয়ে দলীয় এই বৈঠকে লোকসভার সাংসদদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, রাজ্যসভার কাজ ভাল হচ্ছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ, সৌগত রায়ও অসুস্থ। এই পরিস্থিতিতে সিনিয়র নেতারা না থাকার কারণে লোকসভায় সাংসদদের পারফরম্যান্স ঠিক নয় বলে মন্তব্য করেন মমতা। তাই লোকসভার অভ্যন্তরে সাংসদদের কো-অর্ডিনেশন দেখার দায়িত্ব দেওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অবর্তমানে সাংসদদের মধ্যে সমন্বয়ের দায়িত্বে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই দায়িত্ব থেকেও সরানো হয়েছে শ্রীরামপুরের সাংসদকে। এদিনের বৈঠকে তৃণমূল নেত্রী জানিয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় সুস্থ না হওয়া পর্যন্ত লোকসভায় দলকে নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রত্যেক দিনের সমন্বয়ের দায়িত্বে থাকবেন কাকলি ঘোষ দস্তিদার।
অভিষেককে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, অভিষেক দক্ষ সাংসদ, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। উনি দক্ষতা ও সাফল্যের পরিচয় দিয়েছেন সংসদের ভিতরে ও বাইরে। অভিষেক দুরন্ত বক্তা। হিন্দি, বাংলা, ইংরেজিতে কথা বলেন।
পহেলগাঁও টিম-এর সফলতম সংসদ উনি। কুণাল ঘোষের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের তাঁকে দলনেতা করার সিদ্ধান্ত সঠিক ও সময়োপযোগী। এই সিদ্ধান্ত বিজেপির জন্য আতঙ্কের হয়ে দাঁড়াবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার দলনেতা হওয়ায় স্বাভাবিকভাবে খুশি তৃণমূল নেতৃত্ব।