০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এনআরসি নোটশি এবার পঞ্চায়তে প্রধানকে

মারুফা খাতুন
  • আপডেট : ৬ অগাস্ট ২০২৫, বুধবার
  • / 57

রুবায়েত মোস্তফা, কোচবিহার: এনআরসি নোটিশ এবার নির্বাচিত জন প্রতিনিধিকে। অসমের নলবাড়ি ফরেনার্স ট্রাইবুনাল থেকে একটি সমন এসেছে কোচবিহারের মাথাভাঙা-১ ব্লকের হাজরাহাট ২ গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে। ২০২৫ সালের ২৭ আগস্ট সকাল ১১টায় নলবাড়ির ট্রাইবুনালে প্রধানকে সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে, মিনতি ওরফে মিনালি রায় সংক্রান্ত এক মামলায় রেজিস্টার্ড নথিপত্র-সহ সাক্ষ্য দেওয়ার জন্য।

এক্ষেত্রে প্রধানের নিজের নাগরিকত্বের প্রমাণের জন্য তার কাছে নোটিশ আসেনি। এলাকার ভোটার মিনতির নামের বানানের ভুল থাকার কারনে পঞ্চায়েতের তরফে দেওয়া প্রয়োজনীয় শংসাপত্রের ভেরিফিকেশনের লক্ষ্যেই এই নোটিশ এসেছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: এবার এনআরসি নোটিশ কোচবিহারের মোমিনা বিবিকে

জানা যায়, দক্ষিণ ভাঙামোড়ের বাসিন্দা মিনতির প্রায় ৪০ বছর আগে বিয়ে হয় অসমের নলবাড়ির অধীর রায়ের সঙ্গে। কিন্তু এনআরসি-র সময় নামের বানান বিভ্রাট নিয়ে বিতর্ক ওঠে। মিনতি রায়ের ছেলের দাবি সব নথি জমা দিলেও, বারবার হয়রানি করা হচ্ছে। আতঙ্কে ভুগছেন তারা।

আরও পড়ুন: ইন্ডিয়া জোটে যোগ দিচ্ছেন না আসাদউদ্দিন ওয়াইসী, ভোটার তালিকা সংশোধনকে ‘গোপন এনআরসি’ বললেন; নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও ক্ষোভ

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, ‘অসম সরকার এটা করতে পারে না, এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। একজন গ্রাম পঞ্চায়েত প্রধানকে এই নোটিশ পাঠিয়ে সমস্ত সীমা লংঘন করেছে তারা। এটা একটা গভীর ষড়যন্ত্র চলছে। বাংলাকে কালিমালিপ্ত করা হচ্ছে। এই ঘটনায় আমরা হতবাক।’

আরও পড়ুন: পেট্রাপোলে এনআরসি বিরোধী পোস্টার, শুরু রাজনৈতিক তরজা

পঞ্চায়েত প্রধান বিনামা বর্মণ জানিয়েছেন, এখনও অফিসিয়াল নোটিশ পাননি, পেলে বিডিওর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। অন্যদিকে, এই ঘটনায় মাথাভাঙ্গার দক্ষিণ ভাঙামোড় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এনআরসি নোটশি এবার পঞ্চায়তে প্রধানকে

আপডেট : ৬ অগাস্ট ২০২৫, বুধবার

রুবায়েত মোস্তফা, কোচবিহার: এনআরসি নোটিশ এবার নির্বাচিত জন প্রতিনিধিকে। অসমের নলবাড়ি ফরেনার্স ট্রাইবুনাল থেকে একটি সমন এসেছে কোচবিহারের মাথাভাঙা-১ ব্লকের হাজরাহাট ২ গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে। ২০২৫ সালের ২৭ আগস্ট সকাল ১১টায় নলবাড়ির ট্রাইবুনালে প্রধানকে সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে, মিনতি ওরফে মিনালি রায় সংক্রান্ত এক মামলায় রেজিস্টার্ড নথিপত্র-সহ সাক্ষ্য দেওয়ার জন্য।

এক্ষেত্রে প্রধানের নিজের নাগরিকত্বের প্রমাণের জন্য তার কাছে নোটিশ আসেনি। এলাকার ভোটার মিনতির নামের বানানের ভুল থাকার কারনে পঞ্চায়েতের তরফে দেওয়া প্রয়োজনীয় শংসাপত্রের ভেরিফিকেশনের লক্ষ্যেই এই নোটিশ এসেছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: এবার এনআরসি নোটিশ কোচবিহারের মোমিনা বিবিকে

জানা যায়, দক্ষিণ ভাঙামোড়ের বাসিন্দা মিনতির প্রায় ৪০ বছর আগে বিয়ে হয় অসমের নলবাড়ির অধীর রায়ের সঙ্গে। কিন্তু এনআরসি-র সময় নামের বানান বিভ্রাট নিয়ে বিতর্ক ওঠে। মিনতি রায়ের ছেলের দাবি সব নথি জমা দিলেও, বারবার হয়রানি করা হচ্ছে। আতঙ্কে ভুগছেন তারা।

আরও পড়ুন: ইন্ডিয়া জোটে যোগ দিচ্ছেন না আসাদউদ্দিন ওয়াইসী, ভোটার তালিকা সংশোধনকে ‘গোপন এনআরসি’ বললেন; নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও ক্ষোভ

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, ‘অসম সরকার এটা করতে পারে না, এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। একজন গ্রাম পঞ্চায়েত প্রধানকে এই নোটিশ পাঠিয়ে সমস্ত সীমা লংঘন করেছে তারা। এটা একটা গভীর ষড়যন্ত্র চলছে। বাংলাকে কালিমালিপ্ত করা হচ্ছে। এই ঘটনায় আমরা হতবাক।’

আরও পড়ুন: পেট্রাপোলে এনআরসি বিরোধী পোস্টার, শুরু রাজনৈতিক তরজা

পঞ্চায়েত প্রধান বিনামা বর্মণ জানিয়েছেন, এখনও অফিসিয়াল নোটিশ পাননি, পেলে বিডিওর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। অন্যদিকে, এই ঘটনায় মাথাভাঙ্গার দক্ষিণ ভাঙামোড় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।