দক্ষিণের ছয় জেলায় ভারী বৃষ্টি, দুর্যোগ উত্তরবঙ্গেও

- আপডেট : ৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
- / 67
পুবের কলম ওয়েবডেস্ক : টানা বৃষ্টির ফলে একেবারে জেরবার বাংলা। প্রতিদিনই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি ভাবে কোথাও না কোথাও বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমানে মধ্য বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করায় ঝড় এবং বজ্রপাত সহ বৃষ্টির দেখা মিলছে। ফলে আগামী সপ্তাহেও বৃষ্টির আশঙ্কা রয়ছে বঙ্গে। সুতরাং এখনই রেহাই মিলছে না।
হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট ১১টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আগাম পূর্বাভাস দেওয়া হয়েছে। এমনকি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে খবর। হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়়া, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির আশঙ্কায় আগামভাবে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
এছাড়া দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় শুক্রবারে চলবে ভারী বৃষ্টি। আশা করা যাচ্ছে এরপরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আপাতত কমতে পারে। কিন্তু এখনও উত্তরবঙ্গে বিপদ সীমা রয়েছে। এখনই উত্তরবঙ্গে দুর্যোগ কমার কোন প্রকার সম্ভাবনা নেই।
আগামী বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তাই এই চার জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছেড়া কোচবিহারেও ভারী বৃষ্টি হতে পারে বলে খবর। তার ফলে হলুদ সতর্কতা জারি হয়েছে। উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলতে পারে বলে এখনও পর্যন্ত খবর রয়েছে।