ISL নিয়ে টালবাহানার মধ্যেই সুখবর
FIFA Ranking-এ বড় লাফ ভারতীয় মহিলা ফুটবল দলের

- আপডেট : ৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
- / 19
পুবের কলম প্রতিবেদক: FIFA Ranking-এ ৭ ধাপ উঠল ভারতীয় মহিলা ফুটবল দল। এএফসি এশিয়ান কাপে নামার আগে ভারতীয় মহিলা ফুটবলের FIFA Ranking ছিল ৭০। বৃহস্পতিবার ফিফা যে র্যাঙ্কিং তালিকা প্রকাশ করেছে তাতে ভারতীয় মহিলা ফুটবল উঠে এসেছে ৬৩ নম্বরে। এবার এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ শীর্ষে থেকে শেষ করেছে ভারতের মেয়েরা।
আর তারই পুরস্কারস্বরূপ FIFA Ranking-এ সাত ধাপ উন্নতি হয়েছে তাদের। বলা বাহুল্য, সুনীল ছেত্রীরা ফিফা Ranking -এ অনেকটা পিছিয়ে গিয়েছেন। আইএসএল কবে শুরু হবে, কিংবা আদৌ আর এবছর আইএসএল হবে কিনা তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। ভারতীয় ফুটবলের এই ডামাডোলের বাজারেই নতুন সুখবর এল।
এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে সব কটি ম্যাচেই জয় পেয়েচিলেন ভারতের মেয়েরা। কয়েকটি দলকে বিরাট ব্যবাধানেও হারিয়েছেন তারা। তারই ফল হিসেবে ফিফা র্যাঙ্কিংয়ে তাদের এই উন্নতি।