০৯ অগাস্ট ২০২৫, শনিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কুলগামে গুলির লড়াইয়ে দুই নিরাপত্তাকর্মী শহীদ, ১০ জন আহত

ইমামা খাতুন
  • আপডেট : ৯ অগাস্ট ২০২৫, শনিবার
  • / 26

পুবের কলম,ওয়েবডেস্ক: শনিবার জম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষে দুজন নিরাপত্তাকর্মী শহীদ হয়েছেন এবং এক জঙ্গি নিহত হয়েছে। এছাড়াও সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় ১০ জন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে বলে জানা যায়।

 

আরও পড়ুন: পাকিস্তানি গোলাবর্ষণে বাবা-মা হারানো ২২ শিশুর পড়াশোনার দায়িত্ব নিলেন রাহুল গান্ধী

উল্লেখ্য যে, গত কয়েকদিন ধরেই কুলগামে সেনা ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ চলছে। সেনা সূত্রের দাবি, সম্প্রতি ‘অপারেশন মহাদেব’-এ পহেলগামের দোষীদের খতম করার পর থেকেই জঙ্গিরা ক্রমাগত হামলার পরিকল্পনা করছে। এরই ধারাবাহিকতায় গত নয় দিন ধরে সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ যৌথভাবে ‘অপারেশন আখল’ পরিচালনা করছে। এই অভিযানে ইতিমধ্যেই কয়েকজন জঙ্গিকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: দাচিগামে ‘অপারেশন মহাদেব’: নিহত ৩ জঙ্গির সঙ্গে পহেলগাঁও হামলার প্রমাণ

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের ফলে কুলগামের কয়েকটি গ্রাম কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছে। সেনা সদস্যরা ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে এবং গ্রামবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে। সংঘর্ষ থামাতে বা জঙ্গিদের আত্মসমর্পণ করতে একাধিকবার আহ্বান জানানো হলেও তারা এখনো প্রতিরোধ চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: দিল্লির স্কুলে ফের বোমা হামলার হুমকি, ভোটগণনার আগে চাঞ্চল্য – সতর্ক নিরাপত্তা বাহিনী

কুলগামে সেনা, পুলিশ ও সিআরপিএফের যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে। আকাশ থেকে ড্রোন ও আক্রমণাত্মক হেলিকপ্টার ব্যবহার করে টার্গেট করা হচ্ছে জঙ্গি ঘাঁটিগুলো। ধারণা করা হচ্ছে, লুকিয়ে থাকা জঙ্গিরা অত্যাধুনিক জঙ্গলযুদ্ধ কৌশলে প্রশিক্ষিত, ফলে অভিযান আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। বিস্ফোরণ ও গুলির শব্দে বারবার কেঁপে উঠছে এলাকা।

 

সন্দেহভাজন অবস্থানগুলোতে ড্রোনের মাধ্যমে বোমা নিক্ষেপ অব্যাহত রয়েছে। অভিযানের নেতৃত্বে আছেন জম্মু-কাশ্মীরের পুলিশ মহাপরিদর্শক নলিন প্রভাত ও শীর্ষ সেনা কর্মকর্তারা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কুলগামে গুলির লড়াইয়ে দুই নিরাপত্তাকর্মী শহীদ, ১০ জন আহত

আপডেট : ৯ অগাস্ট ২০২৫, শনিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: শনিবার জম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষে দুজন নিরাপত্তাকর্মী শহীদ হয়েছেন এবং এক জঙ্গি নিহত হয়েছে। এছাড়াও সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় ১০ জন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে বলে জানা যায়।

 

আরও পড়ুন: পাকিস্তানি গোলাবর্ষণে বাবা-মা হারানো ২২ শিশুর পড়াশোনার দায়িত্ব নিলেন রাহুল গান্ধী

উল্লেখ্য যে, গত কয়েকদিন ধরেই কুলগামে সেনা ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ চলছে। সেনা সূত্রের দাবি, সম্প্রতি ‘অপারেশন মহাদেব’-এ পহেলগামের দোষীদের খতম করার পর থেকেই জঙ্গিরা ক্রমাগত হামলার পরিকল্পনা করছে। এরই ধারাবাহিকতায় গত নয় দিন ধরে সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ যৌথভাবে ‘অপারেশন আখল’ পরিচালনা করছে। এই অভিযানে ইতিমধ্যেই কয়েকজন জঙ্গিকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: দাচিগামে ‘অপারেশন মহাদেব’: নিহত ৩ জঙ্গির সঙ্গে পহেলগাঁও হামলার প্রমাণ

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের ফলে কুলগামের কয়েকটি গ্রাম কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছে। সেনা সদস্যরা ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে এবং গ্রামবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে। সংঘর্ষ থামাতে বা জঙ্গিদের আত্মসমর্পণ করতে একাধিকবার আহ্বান জানানো হলেও তারা এখনো প্রতিরোধ চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: দিল্লির স্কুলে ফের বোমা হামলার হুমকি, ভোটগণনার আগে চাঞ্চল্য – সতর্ক নিরাপত্তা বাহিনী

কুলগামে সেনা, পুলিশ ও সিআরপিএফের যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে। আকাশ থেকে ড্রোন ও আক্রমণাত্মক হেলিকপ্টার ব্যবহার করে টার্গেট করা হচ্ছে জঙ্গি ঘাঁটিগুলো। ধারণা করা হচ্ছে, লুকিয়ে থাকা জঙ্গিরা অত্যাধুনিক জঙ্গলযুদ্ধ কৌশলে প্রশিক্ষিত, ফলে অভিযান আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। বিস্ফোরণ ও গুলির শব্দে বারবার কেঁপে উঠছে এলাকা।

 

সন্দেহভাজন অবস্থানগুলোতে ড্রোনের মাধ্যমে বোমা নিক্ষেপ অব্যাহত রয়েছে। অভিযানের নেতৃত্বে আছেন জম্মু-কাশ্মীরের পুলিশ মহাপরিদর্শক নলিন প্রভাত ও শীর্ষ সেনা কর্মকর্তারা।