০৯ অগাস্ট ২০২৫, শনিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আইএসএল জট কাটাতে ফেডারেশনকে চিঠি ক্লাবগুলির

মারুফা খাতুন
  • আপডেট : ৯ অগাস্ট ২০২৫, শনিবার
  • / 29

পুবের কলম ওয়েবডেস্ক : দিন দু’য়েক আগে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে ‘আইএসএল হবেই’ বললেও, কবে হবে, কিভাবে হবে তা নিয়ে কোনও মন্তব্য করেননি। সব মিলিয়ে আইএসএল নিয়ে জট এখনও অব্যহত। এই অবস্থায় দেশের ১১টি ক্লাব ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়ে জট কাটানোর জন্য উদ্যোগি হওয়ার আবেদন করল। তবে সেই চিঠিতে সই করেনি মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং বেঙ্গালুরু এফসি।

ফেডারেশন সভপতি কল্যাণ চৌবেকে উদ্দেশ্য করে চিঠিতে ক্লাবগুলি লিখেছে, ‘আইএসএল নিয়ে বর্তমানে যে অনিশ্চিত অবস্থা তৈরি হয়েছে, সেই বিষয়টা সুপ্রিম কোর্টের নজরে আনার ব্যবস্থা করা হোক। আইএসএল এবং দেশের অন্য টুর্নামেন্টগুলির কথা বিবেচনা করে সেই মামলাকে ‘জরুরি’ তালিকাভুক্ত করা হোক। এবং আদালত যাতে এই ব্যাপারে অন্তত রায় দেন, তার জন্য আবেদন করা হোক।’

আরও পড়ুন: FIFA Ranking-এ বড় লাফ ভারতীয় মহিলা ফুটবল দলের

এখন প্রশ্ন, দেশের ১১টি ক্লাব যে চিঠি লিখেছে তাতে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং বেঙ্গালুরু এফসি কেন সই করল না? জানা গিয়েছে, এই তিন ক্লাব নিজেদের কোনও আইনি লড়াইয়ে জড়াতে চায় না। উল্লেখ্য, কয়েকদিন আগে ক্লাবগুলির সঙ্গে বৈঠকে ফেডারেশন প্রেসিডেন্ট জানিয়েছিলেন সেপ্টেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে হবে সুপার কাপ। কিন্তু আইএসএল নিয়ে তিনি কোনও দিশা দেখাতে পারেননি।

আরও পড়ুন: ভারতীয় ফুটবলে শুরু খালিদ যুগ

আরও পড়ুন: আইএসএল স্থগিত! সোশ্যাল সাইটে আবেগঘন পোস্ট ছেত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আইএসএল জট কাটাতে ফেডারেশনকে চিঠি ক্লাবগুলির

আপডেট : ৯ অগাস্ট ২০২৫, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক : দিন দু’য়েক আগে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে ‘আইএসএল হবেই’ বললেও, কবে হবে, কিভাবে হবে তা নিয়ে কোনও মন্তব্য করেননি। সব মিলিয়ে আইএসএল নিয়ে জট এখনও অব্যহত। এই অবস্থায় দেশের ১১টি ক্লাব ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়ে জট কাটানোর জন্য উদ্যোগি হওয়ার আবেদন করল। তবে সেই চিঠিতে সই করেনি মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং বেঙ্গালুরু এফসি।

ফেডারেশন সভপতি কল্যাণ চৌবেকে উদ্দেশ্য করে চিঠিতে ক্লাবগুলি লিখেছে, ‘আইএসএল নিয়ে বর্তমানে যে অনিশ্চিত অবস্থা তৈরি হয়েছে, সেই বিষয়টা সুপ্রিম কোর্টের নজরে আনার ব্যবস্থা করা হোক। আইএসএল এবং দেশের অন্য টুর্নামেন্টগুলির কথা বিবেচনা করে সেই মামলাকে ‘জরুরি’ তালিকাভুক্ত করা হোক। এবং আদালত যাতে এই ব্যাপারে অন্তত রায় দেন, তার জন্য আবেদন করা হোক।’

আরও পড়ুন: FIFA Ranking-এ বড় লাফ ভারতীয় মহিলা ফুটবল দলের

এখন প্রশ্ন, দেশের ১১টি ক্লাব যে চিঠি লিখেছে তাতে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং বেঙ্গালুরু এফসি কেন সই করল না? জানা গিয়েছে, এই তিন ক্লাব নিজেদের কোনও আইনি লড়াইয়ে জড়াতে চায় না। উল্লেখ্য, কয়েকদিন আগে ক্লাবগুলির সঙ্গে বৈঠকে ফেডারেশন প্রেসিডেন্ট জানিয়েছিলেন সেপ্টেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে হবে সুপার কাপ। কিন্তু আইএসএল নিয়ে তিনি কোনও দিশা দেখাতে পারেননি।

আরও পড়ুন: ভারতীয় ফুটবলে শুরু খালিদ যুগ

আরও পড়ুন: আইএসএল স্থগিত! সোশ্যাল সাইটে আবেগঘন পোস্ট ছেত্রীর