গরু পাচারকারী সন্দেহে
বুজুর্গকে মারধর-হেনস্থা, গ্রেফতার বিজেপি নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়

- আপডেট : ১১ অগাস্ট ২০২৫, সোমবার
- / 57
পুবের কলম,ওয়েবডেস্ক: গ্রেফতার পারিজাত গঙ্গোপাধ্যায়। গরু পাচারকারী সন্দেহে বুজুর্গকে মারধর-হেনস্থার অভিযোগে ঝাড়খণ্ডের ধানবাদ থেকে যুব বিজেপি নেতাকে গ্রেফতার করে পুলিশ।
Update: Parijat Ganguly has been arrested from Dhanbad, Jharkhand by West Bengal police. https://t.co/8Q4dF15HPE
— Sourav || সৌরভ (@Sourav_3294) August 11, 2025
উল্লেখ্য, গরু পাচারের অভিযোগ তুলে সম্প্রতি এক বুজুর্গকে মারধর এবং কান ধরিয়ে রাস্তায় হাঁটানোর অভিযোগ উঠেছিল বিজেপির দুর্গাপুরের যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই ভিডিয়ো সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় বয়ে যায় সর্বত্রে। ওই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছিল কোক-ওভেন থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই রবিবার রাতে ঝাড়খণ্ডের ধানবাদ থেকে পারিজাতকে গ্রেফতার করে পুলিশ এবং তাঁকে নিয়ে আসা হয় দুর্গাপুরে। এই প্রসঙ্গে দুর্গাপুরের এসিপি সুবীর রায় বলেন, ‘পারিজাত গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। তাঁকে জেরা করা হবে।’ আপাতত ৫ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে থাকে।
প্রসঙ্গত, গত ৩১ জুলাই কোক-ওভেন থানার ডুমুরতলা এলাকায় পারিজাত ও তাঁর অনুগামীরা বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের হাট আশুড়িয়া থেকে আসা গরু বোঝাই একটি ছোট ট্রাক আটক করেন। ট্রাকটিতে মোট ১৪টি গরু ছিল। সেই সময় পারিজাত ও তাঁর অনুগামীরা গরু পাচারের মিথ্যা হাইপ তোলে। জনে জনে ছড়িয়ে দেয় সেই কথা। আটককারীদের বিরুদ্ধে উপস্থতি জনতাদের লেলিয়ে দেয়।
তারপরেই অভিযোগ অনুযায়ী, ট্রাকে থাকা কয়েকজনের হাত ও গলা দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয়। এমনকি বৃদ্ধদেরও কান ধরে রাস্তায় হাঁটানো হয়। যদিও ব্যবসায়ীরা দাবি করেছিলেন তাঁদের কাছে গরু কেনার নথি ছিল তার পরেও তাঁদের নির্যাতন করা হয় বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে কোক-ওভেন থানায় মামলা দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে রবিবার রাতেই ঝাড়খণ্ডের ধানবাদ থেকে পারিজাতকে আটক করে দুর্গাপুরে আনা হয়েছে।