১১ অগাস্ট ২০২৫, সোমবার, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দুই কর বিল পাশ, সওদি পি আই এফ ভারতে আয়কর ছাড়ের আওতায়

ইমামা খাতুন
  • আপডেট : ১১ অগাস্ট ২০২৫, সোমবার
  • / 26

পুবের কলম,ওয়েবডেস্ক : লোকসভায় সোমবার নিবিড় ভোটার তালিকা সংশোধন ঘিরে বিরোধী দলগুলির তীব্র প্রতিবাদের মধ্যেই সরকার কর সংক্রান্ত দুটি বিল পাশ করিয়ে নিল। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলদুটি পেশ করেন। একটি আয়কর বিল ২০২৫ এবং অপরটি কর সংক্রান্ত আইনের সংশোধন বিল ২০২৫।

১৯৬১ সালের আয়কর আইনে অনেক বদল এনে নতুন বিল তৈরি করা হয়েছে। বিজেপি সাংসদ বৈজয়েন্ত পাণ্ডার নেতৃত্বাধীন সিলেক্ট কমিটির ২৮৫টি সুপারিশ অন্তর্ভুক্ত করে নতুন আয়কর আইন হয়েছে। নির্মলার দাবি, এই আইনে করের সংজ্ঞা সহজ করা হয়েছে। এছাড়া গৃহসম্পত্তি থেকে আয়,স্ট্যান্ডার্ড ডিডাকশন, নির্মানাধীন বাড়ির গৃহ ঋণের ব্যাপারে জটিলতা ছিল তা কাটানো হয়েছে।

কোনও বাড়ি তৈরি শেষ না হওয়ার আগে কেউ গৃহ ঋণ নিলে এতদিন কোনও ছাড় পাওয়া যেত না। তাছাড়া মূলধনী সম্পদ, ক্ষুদ্র এবং অতিক্ষুদ্র সংস্থা, সুবিধাভোগী মালিক এসবের সংজ্ঞা সহজ এবং স্পষ্ট করা হয়েছে। একইসঙ্গে পেনশনভোগীদের কতটা কর দিতে হবে, বৈজ্ঞানিক গবেষণামূলক খরচে করছাড় স্পষ্ট করা হয়েছে।

ট্যাক্সেসন আইনের সংশোধন করে সরকারের ইউনিফায়েড পেনশন প্রকল্প এবং নিউ পেনশন স্কিমকেও করছাড়ের আওতায় আনা হয়েছে। কারণ এই দুটি প্রকল্পই করায় অনাগ্রহই বেশি ছিল। আয়কর তল্লাশির সময় করনির্ধারণ বন্ধ করে দেওয়ার যে নিয়ম ছিল তা আর থাকছে না।

এছাড়া সওদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফাণ্ড এবং তার সহযোগী সংস্থা ভারতে যে বিনিয়োগ করবে, তা আয়কর আইনের ১০(২৩এফ ই) ধারায় করছাড়ের আওতায় আসবে। এটা আগে ছিল না।বলা প্রয়োজন, সওদি আরবের এই পাবলিক ইনভেস্টমেন্ট ফাণ্ড বিশ্বের প্রথম শ্রেণির বিনিয়োগ সংস্থাগুলির অন্যতম। এর লগ্নি এখন মার্কিন ডলারে ৯৪১০০ কোটির বেশি। বিশ্বের অনেক নামকরা কোম্পানির মালিক সওদি পাবলিক ইনভেস্টমেন্ট ফাণ্ড।

অবশ্য বিরোধী দলগুলি এইসব খুটিনাটি ব্যাপারে প্রশ্ন করায় বিন্দুমাত্র উৎসাহী ছিল না। তাদের প্রধান লক্ষ্য ছিল, নিবিড় ভোটার তালিকা সংশোধন নিয়ে সরকারকে কোণঠাসা করা। বিরোধী সাংসদেরা অবিরাম স্লোগান দিয়ে যান, ‘ ভোট কি চুরি বন্ধ করো’, এস আই আর ওয়াপস লো’। এর জেরে সভা কয়েকবার মুলতবি হয়ে ফের বসে। এর মাঝে সরকার পক্ষ ধ্বনি ভোটে বিলদুটি পাশ করিয়ে নেয়।

এদিন রাজ্যসভাও মুলতবি হয়ে যায়। তবে কয়েকজন সাংসদ যুব সম্প্রদায়ের মধ্যে মোবাইল আসক্তি, ইন্টারনেটের মাধ্যমে শিশুরাও আপত্তিকর দৃশ্য দেখছে। এসব কীভাবে বন্ধ করা যায়, সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দুই কর বিল পাশ, সওদি পি আই এফ ভারতে আয়কর ছাড়ের আওতায়

আপডেট : ১১ অগাস্ট ২০২৫, সোমবার

পুবের কলম,ওয়েবডেস্ক : লোকসভায় সোমবার নিবিড় ভোটার তালিকা সংশোধন ঘিরে বিরোধী দলগুলির তীব্র প্রতিবাদের মধ্যেই সরকার কর সংক্রান্ত দুটি বিল পাশ করিয়ে নিল। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলদুটি পেশ করেন। একটি আয়কর বিল ২০২৫ এবং অপরটি কর সংক্রান্ত আইনের সংশোধন বিল ২০২৫।

১৯৬১ সালের আয়কর আইনে অনেক বদল এনে নতুন বিল তৈরি করা হয়েছে। বিজেপি সাংসদ বৈজয়েন্ত পাণ্ডার নেতৃত্বাধীন সিলেক্ট কমিটির ২৮৫টি সুপারিশ অন্তর্ভুক্ত করে নতুন আয়কর আইন হয়েছে। নির্মলার দাবি, এই আইনে করের সংজ্ঞা সহজ করা হয়েছে। এছাড়া গৃহসম্পত্তি থেকে আয়,স্ট্যান্ডার্ড ডিডাকশন, নির্মানাধীন বাড়ির গৃহ ঋণের ব্যাপারে জটিলতা ছিল তা কাটানো হয়েছে।

কোনও বাড়ি তৈরি শেষ না হওয়ার আগে কেউ গৃহ ঋণ নিলে এতদিন কোনও ছাড় পাওয়া যেত না। তাছাড়া মূলধনী সম্পদ, ক্ষুদ্র এবং অতিক্ষুদ্র সংস্থা, সুবিধাভোগী মালিক এসবের সংজ্ঞা সহজ এবং স্পষ্ট করা হয়েছে। একইসঙ্গে পেনশনভোগীদের কতটা কর দিতে হবে, বৈজ্ঞানিক গবেষণামূলক খরচে করছাড় স্পষ্ট করা হয়েছে।

ট্যাক্সেসন আইনের সংশোধন করে সরকারের ইউনিফায়েড পেনশন প্রকল্প এবং নিউ পেনশন স্কিমকেও করছাড়ের আওতায় আনা হয়েছে। কারণ এই দুটি প্রকল্পই করায় অনাগ্রহই বেশি ছিল। আয়কর তল্লাশির সময় করনির্ধারণ বন্ধ করে দেওয়ার যে নিয়ম ছিল তা আর থাকছে না।

এছাড়া সওদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফাণ্ড এবং তার সহযোগী সংস্থা ভারতে যে বিনিয়োগ করবে, তা আয়কর আইনের ১০(২৩এফ ই) ধারায় করছাড়ের আওতায় আসবে। এটা আগে ছিল না।বলা প্রয়োজন, সওদি আরবের এই পাবলিক ইনভেস্টমেন্ট ফাণ্ড বিশ্বের প্রথম শ্রেণির বিনিয়োগ সংস্থাগুলির অন্যতম। এর লগ্নি এখন মার্কিন ডলারে ৯৪১০০ কোটির বেশি। বিশ্বের অনেক নামকরা কোম্পানির মালিক সওদি পাবলিক ইনভেস্টমেন্ট ফাণ্ড।

অবশ্য বিরোধী দলগুলি এইসব খুটিনাটি ব্যাপারে প্রশ্ন করায় বিন্দুমাত্র উৎসাহী ছিল না। তাদের প্রধান লক্ষ্য ছিল, নিবিড় ভোটার তালিকা সংশোধন নিয়ে সরকারকে কোণঠাসা করা। বিরোধী সাংসদেরা অবিরাম স্লোগান দিয়ে যান, ‘ ভোট কি চুরি বন্ধ করো’, এস আই আর ওয়াপস লো’। এর জেরে সভা কয়েকবার মুলতবি হয়ে ফের বসে। এর মাঝে সরকার পক্ষ ধ্বনি ভোটে বিলদুটি পাশ করিয়ে নেয়।

এদিন রাজ্যসভাও মুলতবি হয়ে যায়। তবে কয়েকজন সাংসদ যুব সম্প্রদায়ের মধ্যে মোবাইল আসক্তি, ইন্টারনেটের মাধ্যমে শিশুরাও আপত্তিকর দৃশ্য দেখছে। এসব কীভাবে বন্ধ করা যায়, সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়।