১৩ অগাস্ট ২০২৫, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ডিএ মামলার শুনানি আপাতত পিছিয়ে গেল

মারুফা খাতুন
  • আপডেট : ১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার
  • / 47

পুবের কলম ওয়েবডেস্ক : পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ সংক্রান্ত মামলার শুনানি আবারও পিছিয়ে গেল। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও, রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল অন্য এক মামলার শুনানিতে ব্যস্ত থাকার কারণে তা স্থগিত হয়ে যায়।

আগামী ২৬ আগস্ট, পরবর্তী শুনানির তারিখ ঠিক হয়েছে। গত সপ্তাহে পরপর তিন দিন মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই মামলাটির শুনানি হয়েছিল। বৃহস্পতিবার আদালত জানিয়েছিল যে, এই মঙ্গলবার আবারও শুনানি দেওয়া হবে।কিন্তু শেষপর্যন্ত তা আর হয়ে ওঠেনি।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীর কবে পূর্ণ রাজ্য? শীর্ষ কোর্টে শুনানি ৮ই

এর আগে ২০২২ সালের ২৮ নভেম্বর সুপ্রিম কোর্টে এই ডিএ সংক্রান্ত মামলার প্রথম শুনানি হয়েছিল। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছে। এমনকি একাধিকবার শুনানিও পর্যন্ত হয়েছে। কিন্তু রাজ্য এখনও সেই টাকা পরিশোধ করেনি। তাছাড়া রাজ্য আদালতে অতিরিক্ত সময়ের জন্য আবেদনও জানিয়েছিল। আপাতত শেষপর্যন্ত মামলার নিষ্পত্তি কি হয় সেই দিকে সরকারি কর্মচারীদের নজর রয়েছে।

আরও পড়ুন: ওবিসি স্থগিতাদেশ চ্যালেঞ্জ করে রাজ্য শীর্ষ কোর্টে, শুনানি সোমে

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ডিএ মামলার শুনানি আপাতত পিছিয়ে গেল

আপডেট : ১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক : পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ সংক্রান্ত মামলার শুনানি আবারও পিছিয়ে গেল। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও, রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল অন্য এক মামলার শুনানিতে ব্যস্ত থাকার কারণে তা স্থগিত হয়ে যায়।

আগামী ২৬ আগস্ট, পরবর্তী শুনানির তারিখ ঠিক হয়েছে। গত সপ্তাহে পরপর তিন দিন মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই মামলাটির শুনানি হয়েছিল। বৃহস্পতিবার আদালত জানিয়েছিল যে, এই মঙ্গলবার আবারও শুনানি দেওয়া হবে।কিন্তু শেষপর্যন্ত তা আর হয়ে ওঠেনি।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীর কবে পূর্ণ রাজ্য? শীর্ষ কোর্টে শুনানি ৮ই

এর আগে ২০২২ সালের ২৮ নভেম্বর সুপ্রিম কোর্টে এই ডিএ সংক্রান্ত মামলার প্রথম শুনানি হয়েছিল। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছে। এমনকি একাধিকবার শুনানিও পর্যন্ত হয়েছে। কিন্তু রাজ্য এখনও সেই টাকা পরিশোধ করেনি। তাছাড়া রাজ্য আদালতে অতিরিক্ত সময়ের জন্য আবেদনও জানিয়েছিল। আপাতত শেষপর্যন্ত মামলার নিষ্পত্তি কি হয় সেই দিকে সরকারি কর্মচারীদের নজর রয়েছে।

আরও পড়ুন: ওবিসি স্থগিতাদেশ চ্যালেঞ্জ করে রাজ্য শীর্ষ কোর্টে, শুনানি সোমে