Kishtwar Cloudburst Rain: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত কিশতওয়ার, মৃত বেড়ে ৬৫

- আপডেট : ১৫ অগাস্ট ২০২৫, শুক্রবার
- / 102
পুবের কলম, ওয়েব ডেস্ক: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত কিশতওয়ার (Kishtwar Cloudburst Rain)। মৃত বেড়ে ৬৫। নিখোঁজ ও আহত বহু। ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকল প্রকার সহায়তার আশ্বাস দিয়েছেন। দুর্ঘটনাপ্রবণ এলাকা থেকে এখন পর্যন্ত ১৬০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে এবং তাদের মধ্যে ৩৮ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান।
কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন চোসিটি থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে পাদ্দারে একটি নিয়ন্ত্রণ কক্ষ-কাম-সহায়তা ডেস্ক স্থাপন করেছে, যা মানুষ এবং তীর্থযাত্রীদের সহায়তা করবে।
নিয়ন্ত্রণ কক্ষে পাঁচজন কর্মকর্তাকে দায়িত্বে নিযুক্ত করা হয়েছে। চালু হয়েছে হেল্প লাইন। প্রদত্ত নম্বরগুলি হল — 9858223125, 6006701934, 9797504078, 8492886895, 8493801381, এবং 7006463710।