জম্মু ও কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টিতে নামল ধস, মৃত ৪ এবং আহত ৬

- আপডেট : ১৭ অগাস্ট ২০২৫, রবিবার
- / 34
পুবের কলম ওয়েবডেস্ক : জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় মেঘভাঙা বৃষ্টির জেরে নেমে এসেছে বড়সড় বিপর্যয়। শনিবার গভীর রাতে জেলার রাজবাঁধ এলাকার জরঘাঁটি গ্রামে ভূমিধস নেমে কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৬ জন।
পুলিশ সূত্রে খবর, হঠাৎ করে ধস নামায় মুহূর্তের মধ্যে পুরো গ্রাম লণ্ডভণ্ড হয়ে যায়। একাধিক বাড়িঘর ভেঙে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় ফসলের জমি। এমনকি কাঠুয়া থানার ভেতরেও জল ঢুকে গিয়েছে বলে খবর। চাঙ্গদা ও বাগার্দ গ্রামেও ক্ষয়ক্ষতির হয়েছে। তবে লাখানপুর থানার অন্তর্গত দিলওয়ান-হুতলি গ্রামে ক্ষয়ক্ষতি হলেও সেই তুলনায় অনেকটাই কম। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ
। উদ্ধারকার্য চালিয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে, আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। অবিরাম বৃষ্টির কারণে এই অঞ্চলের বিভিন্ন জায়গায় নদীর জলস্তর বিপদসীমার কাছাকাছি চলে এসেছে। তাই প্রশাসনের পক্ষ থেকে আগাম সতর্কতাও জারি করা হয়েছে। আপাতত পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।
এর আগে কিশতোয়ার জেলায় মেঘভাঙা বৃষ্টির প্রভাবে ভয়াবহ বিপর্যয় ঘটেছিল। সেই ঘটনায় প্রাণ হারিয়েছিল কমপক্ষে ৬০ জন এবং আহত হয়েছিল শতাধিক। সেই রেশ শুকোতে না শুকোতেই ফের কাঠুয়ায় নেমে এল বিপর্যয়।