০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নতুন মেট্রো রুটের উদ্বোধনে কলকাতায় মোদি, আমন্ত্রিত মমতা

মারুফা খাতুন
  • আপডেট : ১৭ অগাস্ট ২০২৫, রবিবার
  • / 151

পুবের কলম ওয়েবডেস্কআগামী সপ্তাহে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২২শে আগস্ট দমদমে প্রশাসনিক কর্মসূচিতে যোগ দিতে চলেছেন তিনি। এখান থেকেই একসঙ্গে তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

রেল মন্ত্রক সূত্রে খবর, অতীত ঘটনার জেরে কোনরকম বিতর্ক এড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগেভাগেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পক্ষ থেকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। রেলমন্ত্রীর মুখ্যমন্ত্রীর উদ্দেশে পাঠানো আমন্ত্রণপত্রে চমকও রয়েছে বলে খবর। আরও জানা গেছে পশ্চিমবঙ্গে কি কি রেল প্রকল্প হচ্ছে সেই তালিকা ও সেই প্রকল্পে কত টাকা বরাদ্দ করা হয়েছে, তার বিস্তারিত হিসাব আমন্ত্রণপত্রের সঙ্গেই পাঠানো হয়েছে।

আরও পড়ুন: Interim PM Sushila Karki-কে ফোন প্রধানমন্ত্রী মোদির

এর আগে ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি বলে তীব্র বিতর্ক শুরু হয়েছিল। পরে অবশ্য মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছিল, আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তা একদমই শেষ মুহূর্তে। ফলে পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে সেই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি মমতা। কার্যত এই কারণেই পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে এইবার হাতে সময় রেখেই আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে।

আরও পড়ুন: মোদির বারাণসী সফরের আগে ২০০ বিরোধী নেতাকর্মী গৃহবন্দি

উল্লেখ্য, এনডিএ এবং ইউপিএ, দুই জমানাতেই রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেট্রো প্রকল্পগুলির অর্থ বরাদ্দ ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। এমনকি কাঠখড়ও পোড়াতে হয়েছিল। ইতিমধ্যেই রেল মন্ত্রকের পক্ষ থেকে আমন্ত্রণ পত্র পাঠানো শুরু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সামাজিক মাধ্যমে পোস্ট করে বিষয়টি নিশ্চিতও করে দিয়েছেন। তবে ২২ আগস্টের ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন কি না, তা এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

আরও পড়ুন: মোদির বিরুদ্ধে অপশব্দ ব্যবহারে বিতর্ক কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নতুন মেট্রো রুটের উদ্বোধনে কলকাতায় মোদি, আমন্ত্রিত মমতা

আপডেট : ১৭ অগাস্ট ২০২৫, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কআগামী সপ্তাহে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২২শে আগস্ট দমদমে প্রশাসনিক কর্মসূচিতে যোগ দিতে চলেছেন তিনি। এখান থেকেই একসঙ্গে তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

রেল মন্ত্রক সূত্রে খবর, অতীত ঘটনার জেরে কোনরকম বিতর্ক এড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগেভাগেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পক্ষ থেকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। রেলমন্ত্রীর মুখ্যমন্ত্রীর উদ্দেশে পাঠানো আমন্ত্রণপত্রে চমকও রয়েছে বলে খবর। আরও জানা গেছে পশ্চিমবঙ্গে কি কি রেল প্রকল্প হচ্ছে সেই তালিকা ও সেই প্রকল্পে কত টাকা বরাদ্দ করা হয়েছে, তার বিস্তারিত হিসাব আমন্ত্রণপত্রের সঙ্গেই পাঠানো হয়েছে।

আরও পড়ুন: Interim PM Sushila Karki-কে ফোন প্রধানমন্ত্রী মোদির

এর আগে ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি বলে তীব্র বিতর্ক শুরু হয়েছিল। পরে অবশ্য মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছিল, আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তা একদমই শেষ মুহূর্তে। ফলে পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে সেই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি মমতা। কার্যত এই কারণেই পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে এইবার হাতে সময় রেখেই আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে।

আরও পড়ুন: মোদির বারাণসী সফরের আগে ২০০ বিরোধী নেতাকর্মী গৃহবন্দি

উল্লেখ্য, এনডিএ এবং ইউপিএ, দুই জমানাতেই রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেট্রো প্রকল্পগুলির অর্থ বরাদ্দ ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। এমনকি কাঠখড়ও পোড়াতে হয়েছিল। ইতিমধ্যেই রেল মন্ত্রকের পক্ষ থেকে আমন্ত্রণ পত্র পাঠানো শুরু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সামাজিক মাধ্যমে পোস্ট করে বিষয়টি নিশ্চিতও করে দিয়েছেন। তবে ২২ আগস্টের ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন কি না, তা এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

আরও পড়ুন: মোদির বিরুদ্ধে অপশব্দ ব্যবহারে বিতর্ক কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে