এসএসসি-র অ্যাডমিট কার্ড দেওয়া শুরু

- আপডেট : ১৭ অগাস্ট ২০২৫, রবিবার
- / 35
পুবের কলম প্রতিবেদক : স্কুল সার্ভিস কমিশনের ২য় এসএলএসটি ২০২৫ পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হল। যারা এবার স্কুল সার্ভিস কমিশনের নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির নিক্ষক নিয়োগের পরীক্ষা দেবেন তারা তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন কমিশনের সাইট westbengalssc.com থেকে ।
কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে এসএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড আপলোড করা হয়েছে। পরীক্ষার্থীরা তা ডাউনলোড করতে পারবেন কমিশনের সাইট থেকে। স্কুল সার্ভিস কমিশন এবার একাদশ ও দ্বাদশ শ্রেণিতে নিয়োগ করবে ১২,৫১৪ জন শিক্ষককে। নবম ও দশম শ্রেণিতে নিয়োগ করা হবে ২৩,২১২ জনকে। সব মিলিয়ে নিয়োগ করা হবে ৩৫,৭২৬ জনকে।
নবম ও দশম শ্রেণির জন্য যারা পরীক্ষা দেবেন তাদের পরীক্ষা নেওয়া হবে ৭ সেপ্টেম্বর। অন্যদিকে, যারা একাদশ ও দ্বাদশ শ্রেণিতে শিক্ষকতার জন্য পরীক্ষা দেবেন তাদের পরীক্ষা নেওয়া হবে ১৪ সেপ্টেম্বর। অফলাইনে মোডে পরীক্ষা নেওয়া হবে বেলা ১২টা থেকে দুপুর ১.৩০ পর্যন্ত।