২১ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আহমেদাবাদে স্কুলে ছাত্র খুন, অভিভাবক ও স্থানীয়দের ভাঙচুর-অশান্তি

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ২০ অগাস্ট ২০২৫, বুধবার
  • / 42

 পুবের কলম ওয়েবডেস্ক: মঙ্গলবার স্কুলের গেটে ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু প্রাণে বাঁচানো যায়নি ১৫ বছরের ওই পড়ুয়াকে। বুধবার সকালে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও স্থানীয়রা। অভিযোগ, নিহত ছাত্রের বাড়ির লোকজন ও সিন্ধি সম্প্রদায়ের মানুষজন স্কুলে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান। বিক্ষোভে যোগ দেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীরাও। ঘটনায় উত্তেজনা বাড়ায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধার খবরও মিলেছে।

 

খোকরা এলাকার ‘সেভেনথ ডে অ্যাডভেনটিস্ট স্কুল’-এ নিহত ছাত্র পড়ত ক্লাস টেনে। পুলিশ সূত্রে খবর, প্রায় সপ্তাহখানেক আগে তাঁর সঙ্গে ক্লাস নাইনের এক ছাত্রের ঝগড়া হয়েছিল। সেই রাগেই মঙ্গলবার ক্লাস শেষে ফের স্কুল গেটের সামনে বচসা বাঁধে। অভিযোগ, সেখানেই ক্লাস নাইনের ছাত্র ছুরি বের করে ক্লাস টেনের ছাত্রকে আঘাত করে। গুরুতর জখম অবস্থায় স্কুলে ঢুকে পড়ে আহত ছাত্র। এক নিরাপত্তারক্ষী তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখে শিক্ষকদের খবর দেন। এরপর শিক্ষক ও কর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও রাতেই মৃত্যু হয় ওই ছাত্রের।

আরও পড়ুন: গাড়ি থামিয়ে গরু ব্যবসায়ীদের মারধরের ঘটনা: ধৃত ২ বিজেপি কর্মী

 

আরও পড়ুন: ‘আই লাভ ইউ’ বলা মানেই যৌন নিপীড়ন নয়: মন্তব্য ছত্তিশগড় হাই কোর্টের

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ইতিমধ্যেই খোকরা থানায় অন্তত নয়জনের বয়ান নথিভুক্ত করা হয়েছে। একটি সূত্রের দাবি, যে ছাত্রের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে, সে আগেও বিশৃঙ্খল আচরণের জন্য অভিযুক্ত হয়েছিল।

আরও পড়ুন: মহেশতলায় এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে

 

আহমেদাবাদের শিক্ষা দফতরের কর্তা জানান, স্কুল কর্তৃপক্ষ তাঁদের কাছে ঘটনার কোনও তথ্য দেয়নি। কেন ঘটনা গোপন রাখা হলো, তার জবাব ২৪ ঘণ্টার মধ্যে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ছাত্র খুনের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আহমেদাবাদে স্কুলে ছাত্র খুন, অভিভাবক ও স্থানীয়দের ভাঙচুর-অশান্তি

আপডেট : ২০ অগাস্ট ২০২৫, বুধবার

 পুবের কলম ওয়েবডেস্ক: মঙ্গলবার স্কুলের গেটে ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু প্রাণে বাঁচানো যায়নি ১৫ বছরের ওই পড়ুয়াকে। বুধবার সকালে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও স্থানীয়রা। অভিযোগ, নিহত ছাত্রের বাড়ির লোকজন ও সিন্ধি সম্প্রদায়ের মানুষজন স্কুলে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান। বিক্ষোভে যোগ দেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীরাও। ঘটনায় উত্তেজনা বাড়ায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধার খবরও মিলেছে।

 

খোকরা এলাকার ‘সেভেনথ ডে অ্যাডভেনটিস্ট স্কুল’-এ নিহত ছাত্র পড়ত ক্লাস টেনে। পুলিশ সূত্রে খবর, প্রায় সপ্তাহখানেক আগে তাঁর সঙ্গে ক্লাস নাইনের এক ছাত্রের ঝগড়া হয়েছিল। সেই রাগেই মঙ্গলবার ক্লাস শেষে ফের স্কুল গেটের সামনে বচসা বাঁধে। অভিযোগ, সেখানেই ক্লাস নাইনের ছাত্র ছুরি বের করে ক্লাস টেনের ছাত্রকে আঘাত করে। গুরুতর জখম অবস্থায় স্কুলে ঢুকে পড়ে আহত ছাত্র। এক নিরাপত্তারক্ষী তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখে শিক্ষকদের খবর দেন। এরপর শিক্ষক ও কর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও রাতেই মৃত্যু হয় ওই ছাত্রের।

আরও পড়ুন: গাড়ি থামিয়ে গরু ব্যবসায়ীদের মারধরের ঘটনা: ধৃত ২ বিজেপি কর্মী

 

আরও পড়ুন: ‘আই লাভ ইউ’ বলা মানেই যৌন নিপীড়ন নয়: মন্তব্য ছত্তিশগড় হাই কোর্টের

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ইতিমধ্যেই খোকরা থানায় অন্তত নয়জনের বয়ান নথিভুক্ত করা হয়েছে। একটি সূত্রের দাবি, যে ছাত্রের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে, সে আগেও বিশৃঙ্খল আচরণের জন্য অভিযুক্ত হয়েছিল।

আরও পড়ুন: মহেশতলায় এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে

 

আহমেদাবাদের শিক্ষা দফতরের কর্তা জানান, স্কুল কর্তৃপক্ষ তাঁদের কাছে ঘটনার কোনও তথ্য দেয়নি। কেন ঘটনা গোপন রাখা হলো, তার জবাব ২৪ ঘণ্টার মধ্যে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ছাত্র খুনের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে।