তাজমহলের অন্দরমহলের ভিডিয়ো ভাইরাল, উঠল নানা প্রশ্ন

- আপডেট : ২০ অগাস্ট ২০২৫, বুধবার
- / 23
পুবের কলম ওয়েবডেস্ক : পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম আগ্রার তাজমহল, যা প্রিয় বিবি মমতাজের স্মৃতিতে স্থাপন করেছিলেন সম্রাট শাহজাহান। তাজমহল এর ভিতরে যেখানে মমতাজের কবরস্থান, দামি আইভরি পাথরে মোড়া সেই ভূগর্ভে সকলকে যেতে দেওয়া হয় না।
ক্যামেরা বা মোবাইল নিয়ে তো ঢুকতেই দেওয়া হয় না। দেহ তল্লাশি করে তবে তাজমহল এর ভিতরে ঢুকতে দেওয়া হয়। সেই নিচ্ছিদ্র নিরাপত্তা ভেদ করে তাজমহল এর ভিতরে ঢুকে সিঁড়ি দিয়ে নেমে ভূগর্ভে মমতাজের কবরস্থান এবং সংলগ্ন অঞ্চলের ভিডিয়ো করে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পর্যন্ত করে দেওয়া হল। এই ঘটনায় দেশসুদ্ধ মানুষ বিস্মিত এবং অনেকেই ক্ষুব্ধও।
ভিডিয়োতে দেখানো হচ্ছে পাশাপাশি শাহজাহান এবং মমতাজের কবরস্থান। কোন পথে কীভাবে ওখানে যেতে হবে তাও বর্ণনা করেছেন ভিডিয়োগ্রাহক। ইন্টারনেটে এক ব্যবহারকারী ওই ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, ২০২৫ এর বড় খবর হল, ভারতের গর্ব তাজমহল বিশ্বের সবচেয়ে সুন্দর প্রাসাদের শিরোপা পেয়েছে। আলহামদুলিল্লাহ।
আর একজন লিখেছেন, ভূর্গভে যখন যাওয়ার অনুমতি ছিল তখন ১৯৯৪-৯৫ সালে তিনি ওই অংশ দেখে এসেছিলেন। অনেকে আবার ধর্মীয় রং দাগিয়ে এই ভিডিয়ো ক্লিপিংয়ের সম্পর্কে কটূ মন্তব্যও করেছেন। অন্যরা তাঁদের বোধবুদ্ধির অভাবকে চিহ্নিত করে স্থাপত্যের অত্যাশ্চর্য এই নিদর্শনকে ধর্মীয় রং লাগিয়ে দেখার বিরোধিতা করেছেন।
টিকিট কাটিয়ে প্রতি বছর অন্তত ৩৩ লক্ষ লোক তাজমহল দেখতে যান। অন্তত ৭০-৮০ লক্ষ বিদেশি পর্যটক প্রতি বছর তাজমহল দেখতে আসেন। সেই তাজমহলে নিরাপত্তার এত বড় গলদ কী করে হল তা নিয়ে প্রশ্ন উঠল। অবশ্য যখন ভূগর্ভে সকলের প্রবেশাধিকার ছিল ভিডিয়োটি তখনকার তোলা কিনা স্পষ্ট নয়।