২১ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অ্যাপল ভারতে আইফোন উৎপাদন বাড়াচ্ছে, টাটা-ফক্সকন কারখানায় তৈরি হবে আইফোন ১৭ সিরিজ

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ২০ অগাস্ট ২০২৫, বুধবার
  • / 21

 পুবের কলম ওয়েবডেস্ক: আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিদেশের মাটিতে ক্রমাগত বিনিয়োগ ও চাকরির সুযোগ তৈরিকে তিনি ভালো চোখে দেখছেন না। এজন্যই আমেরিকান সংস্থাগুলিকে নিজস্ব দেশে উৎপাদন বাড়াতে চাপ দিয়েছেন তিনি। পাশাপাশি ভারতের উপর দুই ধাপে মোট ৫০% ট্যারিফ বসানো হয়েছে, যার ধাক্কা লেগেছে বস্ত্র ও সামুদ্রিক মাছ রপ্তানিতে। তবে এই আবহে পিছু হটেনি অ্যাপল (Apple Inc.)। বরং ভারতে আইফোন উৎপাদনে আরও গতি আনার সিদ্ধান্ত নিয়েছে তারা।

 

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, আইফোন ১৭-এর যাবতীয় অ্যাসেম্বলের কাজ ভারতের পাঁচটি ফ্যাক্টরিতে করা হবে। প্রিমিয়াম প্রো-সহ আইফোন ১৭ সিরিজের সব ভার্সন এখন থেকে তৈরি হবে ভারতে। এর আগে অ্যাপলের বড় অংশের উৎপাদন হতো চিনে, কিন্তু উৎপাদনে চিনের উপর নির্ভরতা কমিয়ে আনতে ভারতকে কেন্দ্র করছে কোম্পানিটি। ইতিমধ্যেই আমেরিকার বাজারের জন্য তৈরি আইফোনের অধিকাংশই ভারতের কারখানায় তৈরি হচ্ছে।

আরও পড়ুন: China’s foreign minister: সীমান্ত নিয়ে আলোচনায় ভারতে আসছেন চিনের বিদেশ মন্ত্রী

 

আরও পড়ুন: ট্রাম্প-পুতিনের বৈঠককে স্বাগত জানাল ভারত

ভারতে উৎপাদন বৃদ্ধির পেছনে রয়েছে দুটি নতুন কারখানা—তামিলনাডুর হোসুরে টাটা গ্রুপের ইউনিট এবং বেঙ্গালুরুতে ফক্সকনের হাব। আগামী দুই বছরের মধ্যে টাটা গ্রুপ ভারতে তৈরি আইফোনের অন্তত অর্ধেক উৎপাদন করবে বলে আশা করা হচ্ছে। এরই প্রতিফলন দেখা গিয়েছে রপ্তানির ক্ষেত্রেও। এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে ভারত থেকে ৭.৫ বিলিয়ন ডলারের আইফোন রপ্তানি হয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে ইসরাইলি অস্ত্রের সফল ব্যবহার করেছে ভারত: নেতানিয়াহু

 

যদিও আমেরিকার আরোপিত ট্যারিফ এখনই স্মার্টফোনের উপর সরাসরি প্রভাব ফেলছে না, ভবিষ্যৎ অনিশ্চিত। ট্রাম্প সম্প্রতি বলেছিলেন, “যদি আমেরিকানদের জন্য আইফোন বানাতে চায় অ্যাপল, তাহলে তা আমেরিকাতেই বানাতে হবে, চিনে বা ভারতে নয়।” এই কঠিন অবস্থার মধ্যেও ভারতেই উৎপাদন বাড়ানোর সিদ্ধান্তে অটল থেকেছে অ্যাপল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অ্যাপল ভারতে আইফোন উৎপাদন বাড়াচ্ছে, টাটা-ফক্সকন কারখানায় তৈরি হবে আইফোন ১৭ সিরিজ

আপডেট : ২০ অগাস্ট ২০২৫, বুধবার

 পুবের কলম ওয়েবডেস্ক: আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিদেশের মাটিতে ক্রমাগত বিনিয়োগ ও চাকরির সুযোগ তৈরিকে তিনি ভালো চোখে দেখছেন না। এজন্যই আমেরিকান সংস্থাগুলিকে নিজস্ব দেশে উৎপাদন বাড়াতে চাপ দিয়েছেন তিনি। পাশাপাশি ভারতের উপর দুই ধাপে মোট ৫০% ট্যারিফ বসানো হয়েছে, যার ধাক্কা লেগেছে বস্ত্র ও সামুদ্রিক মাছ রপ্তানিতে। তবে এই আবহে পিছু হটেনি অ্যাপল (Apple Inc.)। বরং ভারতে আইফোন উৎপাদনে আরও গতি আনার সিদ্ধান্ত নিয়েছে তারা।

 

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, আইফোন ১৭-এর যাবতীয় অ্যাসেম্বলের কাজ ভারতের পাঁচটি ফ্যাক্টরিতে করা হবে। প্রিমিয়াম প্রো-সহ আইফোন ১৭ সিরিজের সব ভার্সন এখন থেকে তৈরি হবে ভারতে। এর আগে অ্যাপলের বড় অংশের উৎপাদন হতো চিনে, কিন্তু উৎপাদনে চিনের উপর নির্ভরতা কমিয়ে আনতে ভারতকে কেন্দ্র করছে কোম্পানিটি। ইতিমধ্যেই আমেরিকার বাজারের জন্য তৈরি আইফোনের অধিকাংশই ভারতের কারখানায় তৈরি হচ্ছে।

আরও পড়ুন: China’s foreign minister: সীমান্ত নিয়ে আলোচনায় ভারতে আসছেন চিনের বিদেশ মন্ত্রী

 

আরও পড়ুন: ট্রাম্প-পুতিনের বৈঠককে স্বাগত জানাল ভারত

ভারতে উৎপাদন বৃদ্ধির পেছনে রয়েছে দুটি নতুন কারখানা—তামিলনাডুর হোসুরে টাটা গ্রুপের ইউনিট এবং বেঙ্গালুরুতে ফক্সকনের হাব। আগামী দুই বছরের মধ্যে টাটা গ্রুপ ভারতে তৈরি আইফোনের অন্তত অর্ধেক উৎপাদন করবে বলে আশা করা হচ্ছে। এরই প্রতিফলন দেখা গিয়েছে রপ্তানির ক্ষেত্রেও। এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে ভারত থেকে ৭.৫ বিলিয়ন ডলারের আইফোন রপ্তানি হয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে ইসরাইলি অস্ত্রের সফল ব্যবহার করেছে ভারত: নেতানিয়াহু

 

যদিও আমেরিকার আরোপিত ট্যারিফ এখনই স্মার্টফোনের উপর সরাসরি প্রভাব ফেলছে না, ভবিষ্যৎ অনিশ্চিত। ট্রাম্প সম্প্রতি বলেছিলেন, “যদি আমেরিকানদের জন্য আইফোন বানাতে চায় অ্যাপল, তাহলে তা আমেরিকাতেই বানাতে হবে, চিনে বা ভারতে নয়।” এই কঠিন অবস্থার মধ্যেও ভারতেই উৎপাদন বাড়ানোর সিদ্ধান্তে অটল থেকেছে অ্যাপল।