১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জামিন পেলেন ইমরান

সুস্মিতা
  • আপডেট : ২১ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
  • / 193

জামিন পেলেন ইমরান

পুবের কলম ওয়েবডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকে ইনসাফ পার্টির নেতা ইমরান খানের (Imran Khan) ৯ই মে’র ৮ মামলায় জামিন দিয়েছে দেশটির আদালত। বৃহস্পতিবার এক রায়ে ইমরানের জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court of Pakistan)। এর আগে জামিন দিতে অস্বীকৃতি জানায় লাহোরের হাইকোর্ট। এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ লাহোর হাইকোর্টের ২৪শে জুনের রায় বাতিল করে ইমরানের আবেদন মঞ্জুর করেন। ইমরানের আইনজীবী ধারাবাহিকতার নীতির কথা উল্লেখ করে যুক্তি দেন যে, একই ধরনের অভিযোগে অভিযুক্ত অন্য তিনজন- এজাজ আহমদ চৌধুরী, ইমতিয়াজ মাহমুদ এবং হাফিজ ফরহাত আব্বাস জামিন পেয়েছেন।

আরও পড়ুন: Epicentre of global terror: একটা দেশ সন্ত্রাসবাদের কেন্দ্রে পরিণত হয়েছে: জয়শঙ্কর

আদালত এই যুক্তি মেনে নিয়ে বলেন, ধারাবাহিকতার নীতির আলোকে আবেদনকারীর মামলার ইতিবাচক বিবেচনা করতে হবে, কারণ একই অবস্থানে থাকা অন্যদের এই আদালত জামিন দিয়েছে। আদালত বলেন, উপরোক্ত বিবেচনায় এই আবেদনগুলোকে আপিলে রূপান্তরিত করা হলো এবং তা মঞ্জুর করা হলো। আবেদনকারীকে উল্লিখিত মামলাগুলোতে জামিন দেওয়া হলো। শর্ত হলো তিনি প্রতিটি মামলায় ট্রায়াল কোর্টের সন্তুষ্টি সাপেক্ষে ১ লাখ রুপি এবং সমপরিমাণ মূল্যের একজন জামিনদারের বন্ড জমা দেবেন।

আরও পড়ুন: Imran Khan: ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান

আরও পড়ুন: IND vs PAK ক্রিকেট উপভোগ করতে পরামর্শ আক্রমের 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জামিন পেলেন ইমরান

আপডেট : ২১ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকে ইনসাফ পার্টির নেতা ইমরান খানের (Imran Khan) ৯ই মে’র ৮ মামলায় জামিন দিয়েছে দেশটির আদালত। বৃহস্পতিবার এক রায়ে ইমরানের জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court of Pakistan)। এর আগে জামিন দিতে অস্বীকৃতি জানায় লাহোরের হাইকোর্ট। এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ লাহোর হাইকোর্টের ২৪শে জুনের রায় বাতিল করে ইমরানের আবেদন মঞ্জুর করেন। ইমরানের আইনজীবী ধারাবাহিকতার নীতির কথা উল্লেখ করে যুক্তি দেন যে, একই ধরনের অভিযোগে অভিযুক্ত অন্য তিনজন- এজাজ আহমদ চৌধুরী, ইমতিয়াজ মাহমুদ এবং হাফিজ ফরহাত আব্বাস জামিন পেয়েছেন।

আরও পড়ুন: Epicentre of global terror: একটা দেশ সন্ত্রাসবাদের কেন্দ্রে পরিণত হয়েছে: জয়শঙ্কর

আদালত এই যুক্তি মেনে নিয়ে বলেন, ধারাবাহিকতার নীতির আলোকে আবেদনকারীর মামলার ইতিবাচক বিবেচনা করতে হবে, কারণ একই অবস্থানে থাকা অন্যদের এই আদালত জামিন দিয়েছে। আদালত বলেন, উপরোক্ত বিবেচনায় এই আবেদনগুলোকে আপিলে রূপান্তরিত করা হলো এবং তা মঞ্জুর করা হলো। আবেদনকারীকে উল্লিখিত মামলাগুলোতে জামিন দেওয়া হলো। শর্ত হলো তিনি প্রতিটি মামলায় ট্রায়াল কোর্টের সন্তুষ্টি সাপেক্ষে ১ লাখ রুপি এবং সমপরিমাণ মূল্যের একজন জামিনদারের বন্ড জমা দেবেন।

আরও পড়ুন: Imran Khan: ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান

আরও পড়ুন: IND vs PAK ক্রিকেট উপভোগ করতে পরামর্শ আক্রমের