২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজ, রাহুলদের দলীপ ট্রফিতে চায় BCCI

পুবের কলম ওয়েবডেস্কজাতীয় দলের ক্রিকেটারদেরও ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে, কয়েকমাস আগেই বোর্ডের তরফ থেকে এই বার্তা দিয়ে দেওয়া হয়েছিল। আর আসন্ন দলীপ ট্রফিতে কে এল রাহুল, মুহাম্মদ সিরাজদের খেলাতে তৎপর হল বিসিসিআই। এশিয়া কাপের দলে নেই যে সব ক্রিকেটাররা, তাদের দলীপে চাইছে বিসিসিআই (BCCI)।

কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামুলক করা হয়েছে গত মরশুম থেকেই। বোর্ডের (BCCI) তরফ থেকে ডিরেক্টর অফ জেনারেল অপারেশনস আবে কুরুভিল্লা রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে চিঠি লিখে জানিয়েছেন, দলীপ ট্রফির ঐতিহ্য ও সম্মানের কথা মাথায় রেখে সম্ভাব্য সেরা দল খেলানো উচিৎ।

আরও পড়ুন: সোনার পদক পাচ্ছেন Mohsin Naqvi

আঞ্চলিক নির্বাচকদের অনুরোধ, আপনারা দলীপ ট্রফির দলে জাতীয় দলের ক্রিকেটারদেরও রাখুন।’ বোর্ড (BCCI) কর্তারা চাইছেন, ইংল্যান্ড থেকে ফেরা কে এল রাহুল, মুহাম্মদ সিরাজ, সাই সুদর্শনরা দলীপ ট্রফিতে খেলুন। এশিয়া কাপের দলে স্ট্যান্ড-বাই হিসেবে থাকা যশস্বী জয়সওয়াল, ওয়াশিংটন সুন্দর, প্রসিধ কৃষ্ণরা যদি দলীপে খেলতে চান, তা হলে তাঁরাও খেলতে পারেন বলে জানিয়েছেন এক বোর্ড কর্তা।

আরও পড়ুন: বিসিসিআই ও কেন্দ্রীয় সরকারের নির্দেশেই করমর্দনে না করেছিলেন পাইক্রফট 

এ দিকে বোর্ডের তরফ থেকে চিঠি এলেও একাধিক রাজ্য সংস্থার বক্তব্য, দলীপ ট্রফিতে জাতীয় দলের তারকারা খেললে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো খেলা ক্রিকেটারদের ওপর অন্যায় করা হবে।

আরও পড়ুন: আইসিসির আগস্ট সেরার স্বীকৃতি পেলেন Mohammed Siraj

 

সর্বধিক পাঠিত

বিজেপির রাজ্যে ‘বেটি বাঁচাও’-এর এটাই বাস্তব চিত্র: সেঙ্গারের জামিন নিয়ে তোপ অভিষেকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সিরাজ, রাহুলদের দলীপ ট্রফিতে চায় BCCI

আপডেট : ২২ অগাস্ট ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্কজাতীয় দলের ক্রিকেটারদেরও ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে, কয়েকমাস আগেই বোর্ডের তরফ থেকে এই বার্তা দিয়ে দেওয়া হয়েছিল। আর আসন্ন দলীপ ট্রফিতে কে এল রাহুল, মুহাম্মদ সিরাজদের খেলাতে তৎপর হল বিসিসিআই। এশিয়া কাপের দলে নেই যে সব ক্রিকেটাররা, তাদের দলীপে চাইছে বিসিসিআই (BCCI)।

কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামুলক করা হয়েছে গত মরশুম থেকেই। বোর্ডের (BCCI) তরফ থেকে ডিরেক্টর অফ জেনারেল অপারেশনস আবে কুরুভিল্লা রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে চিঠি লিখে জানিয়েছেন, দলীপ ট্রফির ঐতিহ্য ও সম্মানের কথা মাথায় রেখে সম্ভাব্য সেরা দল খেলানো উচিৎ।

আরও পড়ুন: সোনার পদক পাচ্ছেন Mohsin Naqvi

আঞ্চলিক নির্বাচকদের অনুরোধ, আপনারা দলীপ ট্রফির দলে জাতীয় দলের ক্রিকেটারদেরও রাখুন।’ বোর্ড (BCCI) কর্তারা চাইছেন, ইংল্যান্ড থেকে ফেরা কে এল রাহুল, মুহাম্মদ সিরাজ, সাই সুদর্শনরা দলীপ ট্রফিতে খেলুন। এশিয়া কাপের দলে স্ট্যান্ড-বাই হিসেবে থাকা যশস্বী জয়সওয়াল, ওয়াশিংটন সুন্দর, প্রসিধ কৃষ্ণরা যদি দলীপে খেলতে চান, তা হলে তাঁরাও খেলতে পারেন বলে জানিয়েছেন এক বোর্ড কর্তা।

আরও পড়ুন: বিসিসিআই ও কেন্দ্রীয় সরকারের নির্দেশেই করমর্দনে না করেছিলেন পাইক্রফট 

এ দিকে বোর্ডের তরফ থেকে চিঠি এলেও একাধিক রাজ্য সংস্থার বক্তব্য, দলীপ ট্রফিতে জাতীয় দলের তারকারা খেললে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো খেলা ক্রিকেটারদের ওপর অন্যায় করা হবে।

আরও পড়ুন: আইসিসির আগস্ট সেরার স্বীকৃতি পেলেন Mohammed Siraj