১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

Maharashtra Violence: গোষ্ঠী সংঘর্ষে তপ্ত মহারাষ্ট্রের কোলাপুর, আহত ১০

ইমামা খাতুন
  • আপডেট : ২৩ অগাস্ট ২০২৫, শনিবার
  • / 160

Maharashtra Violence: গোষ্ঠী সংঘর্ষে তপ্ত মহারাষ্ট্রের কোলাপুর, আহত ১০

পুবের কলম,ওয়েবডেস্ক: গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মহারাষ্ট্রের কোলাপুর (Maharashtra Violence)। গুরুতর আহত ১০ জন। জানা গেছে, একটি প্রোগ্রামকে কেন্দ্র করে এই ঝামেলা সূত্রপাত ঘটে। শুক্রবার গভীর রাতে পাথরবৃষ্টি শুরু হয় কোলাপুরের (Kolhapur) সিদ্ধার্থনগরে। একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। শুরু হয় ভাঙচুর।

সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, একটি ফুটবল ক্লাবের বার্ষিকী অনুষ্ঠানে সাউন্ড সিস্টেম ব্যবহারকে কেন্দ্র করে দুইগোষ্ঠীর মধ্যে মতবিরোধ হয়। অনুষ্ঠানের জন্য লাগানো ফ্লেক্স ব্যানার, পোস্টার এবং সাউন্ড সিস্টেমে তাড়নায় অতিষ্ঠ হয়ে ওঠে স্থানীয়রা। কিছু গোষ্ঠীর সদস্যসহ এলাকার লোকজন যখন এই আয়োজনের বিরোধিতা করে,তখন উত্তেজনা আরও বেড়ে যায়। উত্তপ্ত তর্ক শীঘ্রই পূর্ণ মাত্রার সংঘর্ষে পরিণত হয়। অসুবিধার কথা ভেবে পুলিশ এসে বন্ধ করে দেয় বক্স। যাতে ক্ষেপে ওঠে একদল লোক। ব্যস তারপর শুরু হয় কোন্দল। সংঘর্ষ দ্রুত তীব্র পাথর ছোঁড়া, অগ্নিসংযোগ এবং ভাঙচুরে রূপ নেয়। যার ফলে প্রায় ১০ জন আহত হয়। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। ভর্তি হাসপাতালে।

আরও পড়ুন: নির্বাচন আসলেই এজেন্সির দাপাদাপি বাড়ে: Mamata Banerjee

রাত ১০টা নাগাদ উভয় পক্ষের মধ্যেই পাথর ছোঁড়া-ছুরি শুরু হয়। কমপক্ষে দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, এবং অটো এবং পার্ক করা গাড়ি সহ প্রায় আট থেকে নয়টি গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাথরের আঘাতে গাড়ির জানালা ভেঙে গেছে, ভেতরে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিশৃঙ্খলার সময় রাস্তার পাশের পার্কিং এলাকার কিছু অংশ সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনাপ্রসঙ্গে কোলহাপুরের এসপি যোগেশ কুমার গুপ্ত বলেন, “সিপিআর হাসপাতালের কাছে দুটি গোষ্ঠীর মধ্যে ভুল বোঝাবুঝির কারণে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেয়। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। উভয় গোষ্ঠীর জ্যেষ্ঠ নেতারাও শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন। জনসাধারণকে গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। 

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Maharashtra Violence: গোষ্ঠী সংঘর্ষে তপ্ত মহারাষ্ট্রের কোলাপুর, আহত ১০

আপডেট : ২৩ অগাস্ট ২০২৫, শনিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মহারাষ্ট্রের কোলাপুর (Maharashtra Violence)। গুরুতর আহত ১০ জন। জানা গেছে, একটি প্রোগ্রামকে কেন্দ্র করে এই ঝামেলা সূত্রপাত ঘটে। শুক্রবার গভীর রাতে পাথরবৃষ্টি শুরু হয় কোলাপুরের (Kolhapur) সিদ্ধার্থনগরে। একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। শুরু হয় ভাঙচুর।

সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, একটি ফুটবল ক্লাবের বার্ষিকী অনুষ্ঠানে সাউন্ড সিস্টেম ব্যবহারকে কেন্দ্র করে দুইগোষ্ঠীর মধ্যে মতবিরোধ হয়। অনুষ্ঠানের জন্য লাগানো ফ্লেক্স ব্যানার, পোস্টার এবং সাউন্ড সিস্টেমে তাড়নায় অতিষ্ঠ হয়ে ওঠে স্থানীয়রা। কিছু গোষ্ঠীর সদস্যসহ এলাকার লোকজন যখন এই আয়োজনের বিরোধিতা করে,তখন উত্তেজনা আরও বেড়ে যায়। উত্তপ্ত তর্ক শীঘ্রই পূর্ণ মাত্রার সংঘর্ষে পরিণত হয়। অসুবিধার কথা ভেবে পুলিশ এসে বন্ধ করে দেয় বক্স। যাতে ক্ষেপে ওঠে একদল লোক। ব্যস তারপর শুরু হয় কোন্দল। সংঘর্ষ দ্রুত তীব্র পাথর ছোঁড়া, অগ্নিসংযোগ এবং ভাঙচুরে রূপ নেয়। যার ফলে প্রায় ১০ জন আহত হয়। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। ভর্তি হাসপাতালে।

আরও পড়ুন: নির্বাচন আসলেই এজেন্সির দাপাদাপি বাড়ে: Mamata Banerjee

রাত ১০টা নাগাদ উভয় পক্ষের মধ্যেই পাথর ছোঁড়া-ছুরি শুরু হয়। কমপক্ষে দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, এবং অটো এবং পার্ক করা গাড়ি সহ প্রায় আট থেকে নয়টি গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাথরের আঘাতে গাড়ির জানালা ভেঙে গেছে, ভেতরে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিশৃঙ্খলার সময় রাস্তার পাশের পার্কিং এলাকার কিছু অংশ সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনাপ্রসঙ্গে কোলহাপুরের এসপি যোগেশ কুমার গুপ্ত বলেন, “সিপিআর হাসপাতালের কাছে দুটি গোষ্ঠীর মধ্যে ভুল বোঝাবুঝির কারণে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেয়। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। উভয় গোষ্ঠীর জ্যেষ্ঠ নেতারাও শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন। জনসাধারণকে গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।