১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
এবার পুরাণ বদলাবেন নাকি? খোঁচা কংগ্রেসের

makhan chor: কৃষ্ণ ‘মাখনচোর’ নন, দাবি BJP মুখ্যমন্ত্রীর

ইমামা খাতুন
  • আপডেট : ২৩ অগাস্ট ২০২৫, শনিবার
  • / 88

পুবের কলম,ওয়েবডেস্ক: কৃষ্ণ (Lord Krishna) ‘মাখনচোর’ নন, দাবি BJP মুখ্যমন্ত্রীর। এবার কি পুরাণ বদলাবেন? খোঁচা কংগ্রেসের (Congress)।  কৃষ্ণের বাল্যলীলার মধ্যে  ‘মাখন চুরি’-র ঘটনা অন্যতম এবং জনপ্রিয়। আর সে কারণেই বাল গোপাল ‘মাখনচোর’ (makhan chor) নামেও পরিচিত। তবে এই নিয়ে এবার ঘোর আপত্তি জানালেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। মুখ্যমন্ত্রীর দাবি, কৃষ্ণ ভগবানকে এই নামধরে ডাকা যাবে না।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, জন্মাষ্টমীর এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি শ্রীকৃষ্ণকে ‘মাখনচোর’  বলে সম্বোধনের প্রথার বিরোধিতা করেন। বলেন,  কৃষ্ণ কখনোই মাখন চুরি করেননি। বরং তাঁর শৈশবের ‘মটকি ফোড়’ কাণ্ড আসলে ছিল অত্যাচারী মামা কংসের বিরুদ্ধে এক বিদ্রোহের প্রতীক।

আরও পড়ুন: The Wire: নিষেধাজ্ঞা প্রত্যাহার, অ্যাকাউন্ট ফিরে পেল ‘দ্য ওয়্যার’

বলা বাহুল্য, ঘরের মধ্যে ঝুলছে মাখনের হাঁড়ি। বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়ে সেই মাখন ‘চুরি’ (makhan chor) করে খাচ্ছেন বালক কৃষ্ণ। ছবিতে, গানে, কবিতা, টিভিতে এমন চিত্র ঘুরে ফিরে এসেছে বারবার। তবে এবার নতুন কথা শোনা যাচ্ছে বিজেপি মুখ্যমন্ত্রীর মুখে। এরপরই তাঁকে পালটা দিয়েছে কংগ্রেস।

আরও পড়ুন: Closed Pak airspace বন্ধ পাক আকাশসীমা, বিপুল ক্ষতির মুখে এয়ার ইন্ডিয়া।

হাত শিবিরের দাবি, মোহন যাদব নিজের খেয়ালে ইতিহাস লিখতে চান।  শতাব্দীর পর শতাব্দী ধরে, কৃষ্ণের (Lord Krishna) লীলাগুলি লিপিবদ্ধ এবং উদযাপিত হয়ে আসছে। একে বদলানোর চেষ্টা করছে বিজেপি।  উনি কি সনাতন ধর্মের এই আদি কাহিনিগুলি বদলে দিতে চান?”

আরও পড়ুন: সোনারপুরে বুথ ভিওিক জনসংযোগ বাড়াতে এগিয়ে এলেন বিধায়ক ও সাংসদ 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার পুরাণ বদলাবেন নাকি? খোঁচা কংগ্রেসের

makhan chor: কৃষ্ণ ‘মাখনচোর’ নন, দাবি BJP মুখ্যমন্ত্রীর

আপডেট : ২৩ অগাস্ট ২০২৫, শনিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: কৃষ্ণ (Lord Krishna) ‘মাখনচোর’ নন, দাবি BJP মুখ্যমন্ত্রীর। এবার কি পুরাণ বদলাবেন? খোঁচা কংগ্রেসের (Congress)।  কৃষ্ণের বাল্যলীলার মধ্যে  ‘মাখন চুরি’-র ঘটনা অন্যতম এবং জনপ্রিয়। আর সে কারণেই বাল গোপাল ‘মাখনচোর’ (makhan chor) নামেও পরিচিত। তবে এই নিয়ে এবার ঘোর আপত্তি জানালেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। মুখ্যমন্ত্রীর দাবি, কৃষ্ণ ভগবানকে এই নামধরে ডাকা যাবে না।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, জন্মাষ্টমীর এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি শ্রীকৃষ্ণকে ‘মাখনচোর’  বলে সম্বোধনের প্রথার বিরোধিতা করেন। বলেন,  কৃষ্ণ কখনোই মাখন চুরি করেননি। বরং তাঁর শৈশবের ‘মটকি ফোড়’ কাণ্ড আসলে ছিল অত্যাচারী মামা কংসের বিরুদ্ধে এক বিদ্রোহের প্রতীক।

আরও পড়ুন: The Wire: নিষেধাজ্ঞা প্রত্যাহার, অ্যাকাউন্ট ফিরে পেল ‘দ্য ওয়্যার’

বলা বাহুল্য, ঘরের মধ্যে ঝুলছে মাখনের হাঁড়ি। বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়ে সেই মাখন ‘চুরি’ (makhan chor) করে খাচ্ছেন বালক কৃষ্ণ। ছবিতে, গানে, কবিতা, টিভিতে এমন চিত্র ঘুরে ফিরে এসেছে বারবার। তবে এবার নতুন কথা শোনা যাচ্ছে বিজেপি মুখ্যমন্ত্রীর মুখে। এরপরই তাঁকে পালটা দিয়েছে কংগ্রেস।

আরও পড়ুন: Closed Pak airspace বন্ধ পাক আকাশসীমা, বিপুল ক্ষতির মুখে এয়ার ইন্ডিয়া।

হাত শিবিরের দাবি, মোহন যাদব নিজের খেয়ালে ইতিহাস লিখতে চান।  শতাব্দীর পর শতাব্দী ধরে, কৃষ্ণের (Lord Krishna) লীলাগুলি লিপিবদ্ধ এবং উদযাপিত হয়ে আসছে। একে বদলানোর চেষ্টা করছে বিজেপি।  উনি কি সনাতন ধর্মের এই আদি কাহিনিগুলি বদলে দিতে চান?”

আরও পড়ুন: সোনারপুরে বুথ ভিওিক জনসংযোগ বাড়াতে এগিয়ে এলেন বিধায়ক ও সাংসদ