১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নাগরিকরা আইনি অধিকার সচেতন না হলে অধিকার মূল্যহীন : CJI Gavai

ইমামা খাতুন
  • আপডেট : ২৩ অগাস্ট ২০২৫, শনিবার
  • / 101

নাগরিকরা আইনি অধিকার সচেতন না হলে অধিকার মূল্যহীন : CJI Gavai

পুবের কলম,ওয়েবডেস্ক : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই (CJI Gavai) দেশের প্রত্যন্ত গ্রাম-গ্রামান্তরে আইনি সাহায্যকে পৌঁছে দিয়ে মানুষকে তাঁর অধিকার সম্পর্কে সচেতন করার আহ্বান জানালেন । শনিবার গোয়ায় ভি এম সালগাঁওকার আইন কলেজের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষণে বলেন, মফস্বলে আইনি শিক্ষার পরিকাঠামো আরও বেশি করে ছড়িয়ে দিতে হবে। তাঁর কথায়, যতদিন না নাগরিকরা বুঝবেন যে তাঁদের আইনি সাহায্য নেওয়ার অধিকার রয়েছে ততদিন এই অধিকার মূল্যহীন হয়ে থাকবে।

গাভাই (CJI Gavai) স্মৃতিচারণ করে বলেন, একটা সময়ে উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলিতে এবং রাজস্থানের পাকিস্তান সীমান্ত অঞ্চলে অনেক আইনি সহায়তা শিবিরে অংশগ্রহণ করেছি। তরুণ ছাত্রছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরাই জাতির ভবিষ্যৎ। আগামী ভারতের ভবিষ্যৎ তোমাদের হাতে। পরীক্ষায় ভালোভাবে পাশ করাটাই সাফল্যের মূল কথা নয়, তোমাদের প্রতিজ্ঞা, কঠোর পরিশ্রম এবং দায়বদ্ধতা খুব গুরুত্বপূর্ণ ‘।

আরও পড়ুন: বিহারের এসআইআর মামলা: আজ চূড়ান্ত শুনানি হবে সর্বোচ্চ আদালতে

এই কলেজে তরুণ স্নাতক, যারা আইনজীবী হিসেবে কাজ শুরু করেছেন তাঁদের জন্য পৃথক ঘরের ব্যবস্থা করায় তিনি আনন্দ প্রকাশ করে বলেন, হয়তো অন্য কলেজ আরও বেশি ঘর বরাদ্দ করতে পারে এখানে যা করা হয়েছে সেটাই অভিনন্দনযোগ্য। এখন ন্যাশনাল ল ইউনিভার্সিটিকে খুব বড় করে দেখা হয়। কিন্তু আমি মনে করি এইসব মফস্বলি কলেজও কম যায় না।

আরও পড়ুন: ভোটার তালিকার বিশেষ সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্টে আজ শুনানি

আমি তরুণ আইনজীবীদের বলব, দেশের জন্য কিছু অবদান রাখতে। দেশে এখন বকেয়া মামলার সংখ্যা বেড়েই চলেছে। ভারতের আদালতগুলিতে ৫ কোটি ২৯ লক্ষের মতো বকেয়া মামলা পড়ে রয়েছে। এর মধ্যে জেলা এবং মফস্বলি আদালতে বকেয়া ৪ কোটি ৬৫ লক্ষ। হাইকোর্টগুলিতে ৬৩ লক্ষ ৩০ হাজার মামলা জমে রয়েছে। সুপ্রিম কোর্টে ৮৬ হাজার ৭৪২ টি মামলা বকেয়া পড়ে রয়েছে। জেলা এবং মফস্বলি কোর্টে পর্যাপ্ত বিচারক নেই।

আরও পড়ুন: ওয়াকফ কবজা করতে চায় সরকার, আইন বাতিলের দাবিতে জোরালো সওয়াল সুপ্রিম কোর্টে

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নাগরিকরা আইনি অধিকার সচেতন না হলে অধিকার মূল্যহীন : CJI Gavai

আপডেট : ২৩ অগাস্ট ২০২৫, শনিবার

পুবের কলম,ওয়েবডেস্ক : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই (CJI Gavai) দেশের প্রত্যন্ত গ্রাম-গ্রামান্তরে আইনি সাহায্যকে পৌঁছে দিয়ে মানুষকে তাঁর অধিকার সম্পর্কে সচেতন করার আহ্বান জানালেন । শনিবার গোয়ায় ভি এম সালগাঁওকার আইন কলেজের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষণে বলেন, মফস্বলে আইনি শিক্ষার পরিকাঠামো আরও বেশি করে ছড়িয়ে দিতে হবে। তাঁর কথায়, যতদিন না নাগরিকরা বুঝবেন যে তাঁদের আইনি সাহায্য নেওয়ার অধিকার রয়েছে ততদিন এই অধিকার মূল্যহীন হয়ে থাকবে।

গাভাই (CJI Gavai) স্মৃতিচারণ করে বলেন, একটা সময়ে উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলিতে এবং রাজস্থানের পাকিস্তান সীমান্ত অঞ্চলে অনেক আইনি সহায়তা শিবিরে অংশগ্রহণ করেছি। তরুণ ছাত্রছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরাই জাতির ভবিষ্যৎ। আগামী ভারতের ভবিষ্যৎ তোমাদের হাতে। পরীক্ষায় ভালোভাবে পাশ করাটাই সাফল্যের মূল কথা নয়, তোমাদের প্রতিজ্ঞা, কঠোর পরিশ্রম এবং দায়বদ্ধতা খুব গুরুত্বপূর্ণ ‘।

আরও পড়ুন: বিহারের এসআইআর মামলা: আজ চূড়ান্ত শুনানি হবে সর্বোচ্চ আদালতে

এই কলেজে তরুণ স্নাতক, যারা আইনজীবী হিসেবে কাজ শুরু করেছেন তাঁদের জন্য পৃথক ঘরের ব্যবস্থা করায় তিনি আনন্দ প্রকাশ করে বলেন, হয়তো অন্য কলেজ আরও বেশি ঘর বরাদ্দ করতে পারে এখানে যা করা হয়েছে সেটাই অভিনন্দনযোগ্য। এখন ন্যাশনাল ল ইউনিভার্সিটিকে খুব বড় করে দেখা হয়। কিন্তু আমি মনে করি এইসব মফস্বলি কলেজও কম যায় না।

আরও পড়ুন: ভোটার তালিকার বিশেষ সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্টে আজ শুনানি

আমি তরুণ আইনজীবীদের বলব, দেশের জন্য কিছু অবদান রাখতে। দেশে এখন বকেয়া মামলার সংখ্যা বেড়েই চলেছে। ভারতের আদালতগুলিতে ৫ কোটি ২৯ লক্ষের মতো বকেয়া মামলা পড়ে রয়েছে। এর মধ্যে জেলা এবং মফস্বলি আদালতে বকেয়া ৪ কোটি ৬৫ লক্ষ। হাইকোর্টগুলিতে ৬৩ লক্ষ ৩০ হাজার মামলা জমে রয়েছে। সুপ্রিম কোর্টে ৮৬ হাজার ৭৪২ টি মামলা বকেয়া পড়ে রয়েছে। জেলা এবং মফস্বলি কোর্টে পর্যাপ্ত বিচারক নেই।

আরও পড়ুন: ওয়াকফ কবজা করতে চায় সরকার, আইন বাতিলের দাবিতে জোরালো সওয়াল সুপ্রিম কোর্টে