23 Years of Modi: মোদির ২৩-বর্ষপূর্তিতে বিজ্ঞাপনবাবদ খরচ কত? জানাল বিবিসি গুজরাত

- আপডেট : ২৩ অগাস্ট ২০২৫, শনিবার
- / 161
পুবের কলম,ওয়েবডেস্ক: ২০২৪, ৭ অক্টোবর! দেশজুড়ে ধুমধাম করে পালন হচ্ছে মোদির ২৩-এর বর্ষপুর্তি (23 Years of Modi)। অর্থাৎ মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী কুর্সি পাওয়ার ২৩ বছরের যাত্রাপথ। বাদ যায়নি মোদির রাজ্য গুজরাতও। রাজ্যজুড়ে বড় বড় ব্যানার, বিজ্ঞাপন (Ads), হোর্ডং-এর ছয়লাপ। সবেতে মোদির (23 Years of Modi) জয়জয়কার। তবে আপনি কি জানেন, পুরো অনুষ্ঠানে বিজ্ঞাপনবাবদ কত-টাকা খরচ হয়েছে? হয়ত না।
সম্প্রতি আরটিআই আইনের অধীনে গুজরাত সরকারের তথ্য বিভাগের কাছে সংশ্লিষ্ট বিজ্ঞাপনগুলিতে (Ads) মোট কত খরচ হয়েছে তার বিস্তারিত হিসাব চেয়েছিল বিবিসি গুজরাত। যার উত্তরে উক্ত বিভাগ জানিয়েছে, প্রিন্ট, ইলেকট্রনিক, ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়ায় এই দুটি (বিকাশ সপ্তাহ’ – ২৩ বছরের সফল ও যোগ্য নেতৃত্ব, ২৩ বছরের সফল ও যোগ্য নেতৃত্ব) বিজ্ঞাপনের জন্য মোট ৮কোটি ৮১ লক্ষ ১ হাজার ৯৪১ টাকা খরচ হয়েছে। সেই সময় গুজরাতের একটি শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকাতেও হালফ পেজ বিজ্ঞাপন দেওয়া হয়েছিল।
যেই বিজ্ঞাপনে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল মোদিকে ২৩ বছর পূর্তিতে শুভেচ্ছা জানানো হয়। যাতে লেখা ছিল, উন্নত ভারতের স্বপ্নদ্রষ্টা, গুজরাতের গর্ব, বিকাশ পুরুষ এবং সফল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদিকে ২৩-এর শুভেচ্ছা। আর টাকার পরিমাণ শুনেই চক্ষু-চড়কগাছ বিশেষজ্ঞ মহলের। মোদির ২৩-এর পূর্তিতে এহেন খরচকে মোটেই ভালো চোখে দেখছেন না তারা। শুধু তাই নয়, রাজনৈতিক ও আইন বিশেষজ্ঞরা এই ব্যয়কে “সম্পূর্ণ অনুপযুক্ত এবং জনসাধারণের অর্থের অপচয়” বলে বর্ণনা করেছেন। এই প্রসঙ্গে রাজ্য বিজেপি মুখপাত্র বলছেন, সংশ্লিষ্ট অনুষ্ঠানে যে খরচ হয়েছে সেই সংখ্যাটি তাদের নজরে নেই। তবে নিয়ম অনুসারে সমস্ত সরকারি ব্যয় নিরীক্ষা করা হয়। অনান্য বিজেপি কর্মীরা জানিয়েছেন, তারা এই বিষয়ে কিছু জানেন না।
৭ অক্টোবর, ২০০১ সালে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেলের পদত্যাগের পর গুজরাতের মুখ্যমন্ত্রী হন নরেন্দ্র মোদি (23 Years of Modi)। অটলবিহারী বাজপেয়ি-লালকৃষ্ণ আদবানির হাতে ভারতে যে কমল ফুটে উঠেছিল, সেই গুজরাতের বুকে কমল ফুটিয়ে তুলেছিলেন সেই সময়ের ৫১ বছরের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের এই কার্যকর্তা। বলা বাহুল্য, ২০১৮-১৯ সালে বিজ্ঞাপন বাবদ মোদি সরকারের সামগ্রিক ব্যয় ছিল ১১৭৯.১৬ কোটি টাকা।
তবে ২০২২-২৩ সালে খরচের এই পরিমাণ সামান্য কমেছে। অন্যদিকে ২০২৪ সালে শুধু গুজরাতেই একদিনে বিজ্ঞাপন বাবাদ ৮কোটি ৮১ লক্ষ ১ হাজার ৯৪১ টাকা খরচ হয়েছে। দেশবাসীর করের টাকায় এই বিপুল অঙ্কের বিজ্ঞাপন নিয়ে মোদি সরকারের (23 Years of Modi) বিরুদ্ধে বারবার সরব হয়েছে বিরোধীরা। প্রধানমন্ত্রী সরকারি কাজে দেশের যে সমস্ত শহরে গেছেন সেখানেই দেখা গিয়েছে বিজ্ঞাপনের বহর।