Richest and Poorest CM: দেশের সবথেকে গরিব মুখ্যমন্ত্রীর তকমা পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ধনী কে?

- আপডেট : ২৪ অগাস্ট ২০২৫, রবিবার
- / 265
পুবের কলম,ওয়েবডেস্ক: দেশের সবথেকে গরিব (Poorest CM) মুখ্যমন্ত্রীর তকমা পেলেন মুখ্যমন্ত্রী mamata banerjee। বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ ১৫.৩৮ লক্ষ টাকা। যার পুরোটাই নগদ, জমার মতো অস্থাবর সম্পত্তি। জমি, বাড়ির মতো স্থাবর সম্পত্তি তাঁর নেই। যা দেশের অন্য সকল মুখ্যমন্ত্রীর (Poorest CM) থেকে সবচাইতে কম। সম্প্রতি এমনটাই রিপোর্ট পেশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম (ADR)।
Richest and Poorest CM: দেশের সবথেকে গরিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলছে রিপোর্ট, কত সম্পত্তি রয়েছে তাঁর?
ADR -এর রিপোর্ট অনুযায়ী, ২০১৬ সাল থেকে মমতার সম্পত্তির পরিমাণ কমেছে। ওই সময় তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ৩০.৪ লক্ষ টাকা। তাঁর বর্তমান ঘোষিত সম্পদের পরিমাণ ১৫ লক্ষ টাকার কিছু বেশি। দেশের বর্তমান ৩০ জন মুখ্যমন্ত্রীদের মধ্যে মমতা (mamata banerjee) ও জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ছাড়া বাকি সবাই কোটিপতি। ওমরের মোট সম্পত্তির পরিমাণ ৫৫.২০ লক্ষ টাকা। তারপর রয়েছে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তাঁর সম্পত্তির পরিমাণ ১.১৮ কোটি টাকা। তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩১.৮ লক্ষ টাকা। স্থাবর সম্পত্তির পরিমাণ ৮৬.৯৫ লক্ষ টাকা। বলা বাহুল্য, বরাবরই সাদামাটা জীবনযাপন বাংলার অগ্নিকন্যার। বেতনও নেন না উনি। সাংসদ পদের জন্য প্রাপ্ত পেনশনও নেন না। নিজের বই বিক্রি এবং গানের রয়্যালটি বিক্রিই তাঁর রোজগারের উৎস।
🚨Mamata Banerjee ranked the poorest CM in the country, with assets worth Rs 15.38 lakh. (ADR & NEW Report ) pic.twitter.com/P6GndSAmil
— Indian Infra Report (@Indianinfoguide) August 24, 2025
রিপোর্ট থেকে আরও জানা গেছে, দেশের ৩০ জন মুখ্যমন্ত্রীর মিলিত সম্পত্তির পরিমাণ ১৬৩২ কোটি টাকা। সেই হিসাবে গড়ে মুখ্যমন্ত্রী পিছু সম্পত্তির পরিমাণ ৫৪.৪২ কোটি টাকা। তবে এর মধ্যে মাত্র দুইজন মুখ্যমন্ত্রীর সম্পত্তি ১০০ কোটিরও বেশি।
নির্বাচনী হলফনামা মোতাবিক, বর্তমানে দেশের সবথেকে ধনী (Richest and Poorest CM) মুখ্যমন্ত্রী অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তাঁর সম্পত্তির পরিমাণ ৯৩১ কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ডু। তাঁর সম্পত্তির পরিমাণ ৩৩২ কোটি টাকা। এর মধ্যে অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৬৫ কোটি টাকা এবং স্থাবর সম্পত্তি ১৬৭ কোটি টাকা। ধনী (Richest and Poorest CM )মুখ্যমন্ত্রীদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তাঁর মোট সম্পত্তি ৫১ কোটি টাকা।