ভারতীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হল ওড়িশার উপকূল অঞ্চলে
- আপডেট : ২৪ অগাস্ট ২০২৫, রবিবার
 - / 99
 
পুবের কলম ওয়েবডেস্ক : ওড়িশার উপকূলে সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল ভারত। শনিবার ওড়িশার উপকূলবর্তী আবদুল কালাম দ্বীপ থেকে ১২টা ৩০ মিনিট ধরে এই পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সংস্থার সদস্যদের, ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার জন্য অভিনন্দন জানিয়েছেন। অপারেশন সিন্দুরের সাড়ে তিন মাস পরে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার এই পরীক্ষা করা হল।
প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, অত্যাধুনিক ব্যবস্থা ও সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই বিমান নিরাপত্তা পরিস্থিতিতে ভারতের প্রতিরক্ষা সক্ষমতায় মাইলস্টোন গড়বে। IADWS মূলত বহু-স্তরযুক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। যা খুব দ্রুত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, স্বল্প পরিসরের বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন লেজার-ভিত্তিক নির্দেশিত শক্তি অস্ত্র দ্বারা অন্তর্ভুক্ত রয়েছে। প
রীক্ষার সময় তিনটি আলাদা লক্ষ্যবস্তু দুটি হাই স্পিড ফিক্সড-উইং আনম্যানড এরিয়াল ভেহিকল এবং একটি মাল্টি-কপ্টার ড্রোন—বিভিন্ন উচ্চতা ও দূরত্বে সাফল্যের সঙ্গে QRSAM, VSHORADS এবং লেজার-ভিত্তিক অস্ত্রের মাধ্যমে ধ্বংস করা হয়। পুরো প্রক্রিয়া চলাকালীন কমান্ড ও কন্ট্রোল সেন্টার, রাডার, যোগাযোগ ব্যবস্থা ও ড্রোন প্রতিরোধ প্রযুক্তি নিখুঁতভাবে কাজ করেছে, যাতে প্রক্রিয়াটি সফল হয়।
এছাড়াও DRDO-র চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ এই কর্মক্ষমতা যাচাই করে দেখেছে। এমনকি DRDO-র সিনিয়র বিজ্ঞানীরা এবং সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারাও এই ট্রায়ালটি পরীক্ষার সময় উপস্থিত থেকে যাচাই করে দেখেছেন।
																			
																		






























