বিজেপি আসলে E² নীতি চালায়, বিস্ফোরক Abhishek Banerjee

- আপডেট : ২৫ অগাস্ট ২০২৫, সোমবার
- / 266
পুবের কলম,ওয়েবডেস্ক: বিজেপি আসলে E² নীতি চালায়! বিস্ফোরক Abhishek Banerjee। প্রথম “E” হল ইলেকশন কমিশন। প্রথম E-এর কাজ হল নির্বাচন কমিশনের কাঁধে বন্দুক রেখে ভোটারদের অধিকার হরণ করা। আর দ্বিতীয় “E” হল Enforcement Directorate অর্থাৎ ইডি। যদি প্রথম “E” ব্যর্থ হয়, তখন দ্বিতীয় “E” অর্থাৎ ইডি-কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা।
অধ্যাপক মাহমুদাবাদের বিরুদ্ধে চার্জ গঠন করা যাবে না : সুপ্রিম কোর্ট
১৩০তম সংবিধান সংশোধনী বিল প্রসঙ্গে বলতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি আরও বলেন, ১৩০তম সংবিধান সংশোধনী বিল আসলে দুর্নীতি দূর করার জন্য নয়, বিরোধীদের নির্মূল করার চেষ্টা। এটা আর যাই হোক, গণতন্ত্র নয়!