১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল

মারুফা খাতুন
  • আপডেট : ২৬ অগাস্ট ২০২৫, মঙ্গলবার
  • / 170

পুবের কলম ওয়েবডেস্ক : আবারও পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। কবে হবে পরবর্তী শুনানি, তা নিয়ে কিছু জানায়নি সুপ্রিম কোর্ট। রাজ্যের সরকারী কর্মীদের ২৫ শতাংশ ডিএ বকেয়া থাকায়, সেই বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত।

কেন্দ্রীয় সরকারের কর্মীদের সাথে তাল মিলিয়ে রাজ্য সরকারের কর্মীদেরও সমান হারে ডিএ দিতে হবে। আই দাবি নিয়েই শুরু হয়েছিল মামলা। মামলাকারীদের দাবি ছিল, নির্দিষ্ট সময় মেনেই যেন কর্মীদের ডিএ দেওয়া হয়। এটা সরকারের নীতির মধ্যে পড়ে। সুপ্রিম কোর্টে এই নিয়ে একাধিকবার শুনানি হলেও, তার কোন আশানুরুপ ফল হয়নি রাজ্য সরকারের কর্মীদের জন্য।

আরও পড়ুন: কবে ফিরবে পূর্ণরাজ্যের মর্যাদা? চার সপ্তাহের মধ্যে কেন্দ্রকে সিদ্ধান্ত জানাতে ডেডলাইন শীর্ষ আদালতের

এবারও তার অন্যথা হল না। গত ১২ই আগস্ট শুনানির কথা থাকলেও তা পিছিয়ে যায়। কারণবশত জানা যায়, রাজ্যের আইনজীবী কপিল সিব্বল অন্য মামলায় ব্যস্ত ছিলেন। এর আগে ২০২২ সালে, হাইকোর্ট রাজ্য সরকারের কর্মীদের পক্ষে রায় দিয়ে জানিয়েছিল, রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার যোগ্য।

আরও পড়ুন: ফেরানো হোক জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা! আর্জি সুপ্রিম কোর্টে, শুনানি আগামীকাল

কিন্তু এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। রাজ্য জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে ডিএ সংক্রান্ত অর্থ বরাদ্দ না থাকায়, এই আর্থিক সংকটে ২৫ শতাংশ ডিএ দেওয়া সম্ভব নয়। কিছুদিন অতিরিক্ত সময় দরকার। রাজ্য আরও জানায়, কেন্দ্রের সঙ্গে রাজ্যের তুলনা চলে না।

আরও পড়ুন: নভেম্বরের ফল প্রকাশ নিয়ে সুপ্রিম কোর্টের অনুমতি চাইল এসএসসি

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল

আপডেট : ২৬ অগাস্ট ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক : আবারও পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। কবে হবে পরবর্তী শুনানি, তা নিয়ে কিছু জানায়নি সুপ্রিম কোর্ট। রাজ্যের সরকারী কর্মীদের ২৫ শতাংশ ডিএ বকেয়া থাকায়, সেই বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত।

কেন্দ্রীয় সরকারের কর্মীদের সাথে তাল মিলিয়ে রাজ্য সরকারের কর্মীদেরও সমান হারে ডিএ দিতে হবে। আই দাবি নিয়েই শুরু হয়েছিল মামলা। মামলাকারীদের দাবি ছিল, নির্দিষ্ট সময় মেনেই যেন কর্মীদের ডিএ দেওয়া হয়। এটা সরকারের নীতির মধ্যে পড়ে। সুপ্রিম কোর্টে এই নিয়ে একাধিকবার শুনানি হলেও, তার কোন আশানুরুপ ফল হয়নি রাজ্য সরকারের কর্মীদের জন্য।

আরও পড়ুন: কবে ফিরবে পূর্ণরাজ্যের মর্যাদা? চার সপ্তাহের মধ্যে কেন্দ্রকে সিদ্ধান্ত জানাতে ডেডলাইন শীর্ষ আদালতের

এবারও তার অন্যথা হল না। গত ১২ই আগস্ট শুনানির কথা থাকলেও তা পিছিয়ে যায়। কারণবশত জানা যায়, রাজ্যের আইনজীবী কপিল সিব্বল অন্য মামলায় ব্যস্ত ছিলেন। এর আগে ২০২২ সালে, হাইকোর্ট রাজ্য সরকারের কর্মীদের পক্ষে রায় দিয়ে জানিয়েছিল, রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার যোগ্য।

আরও পড়ুন: ফেরানো হোক জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা! আর্জি সুপ্রিম কোর্টে, শুনানি আগামীকাল

কিন্তু এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। রাজ্য জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে ডিএ সংক্রান্ত অর্থ বরাদ্দ না থাকায়, এই আর্থিক সংকটে ২৫ শতাংশ ডিএ দেওয়া সম্ভব নয়। কিছুদিন অতিরিক্ত সময় দরকার। রাজ্য আরও জানায়, কেন্দ্রের সঙ্গে রাজ্যের তুলনা চলে না।

আরও পড়ুন: নভেম্বরের ফল প্রকাশ নিয়ে সুপ্রিম কোর্টের অনুমতি চাইল এসএসসি