নতুন স্কিমের মাধ্যমে ভারতীয় ক্রিকেট বোর্ডের আর্থিক সাহায্য
- আপডেট : ২৬ অগাস্ট ২০২৫, মঙ্গলবার
- / 179
পুবের কলম ওয়েবডেস্ক : দেশের প্রয়াত ক্রিকেটারদের পরিবারকে আর্থিক সাহায্য করবে আইসিএ। ভারতীয় ক্রিকেট বোর্ডের এটি একটি নয়া উদ্দোগ। সংস্থার কোন সদস্য প্রয়াত হলে, তাঁর পরিবারকে আর্থিক সাহায্য করার জন্যই এই নতুন স্কিমের ব্যবস্থা।
ক্রিকেটারদের কেরিয়ার শেষের পরে জীবনধারণের কোন সমস্যা যাতে না হয় অথবা আর্থিক সমস্যা যাতে না হয় সেই কারণেই বোর্ডের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত। বোর্ডের তরফ ১ লক্ষ টাকা তুলে দেওয়া হবে পরিবারের হাতে। আপাতভাবে এই সিদ্ধান্তে সিলমোহর না পড়লেও বিষয়টি নিশ্চিত হয়েছে। এর আগে অবশ্য সংস্থা অনেক প্রয়াত ক্রিকেটারদের পরিবারকে সাহায্য করছে।
তাঁদের পরিবার কিন্তু আর এই নতুন স্কিমের আওতায় পড়বেন না। এছাড়াও ভবিষ্যতে যদি পেনশন পরিকল্পনা করা হয় তাহলে এই সুবিধা আর বর্তমান থাকবে না। ২০১৯ সালে তৈরী হওয়া ভারতীয় ক্রিকেট বোর্ডে বর্তমানে মোট সদস্য সংখ্যা ১৭৫০-এরও বেশি। এর মধ্যে ১৭০ জন রয়েছেন, যারা ৬০ বছরেরও ঊর্ধে। তাঁরাও যাতে এই নতুন স্কিমের আওতায় পড়েন তা দেখবে সংস্থা।
এছাড়াও সংস্থার তরফে স্বাস্থ্য বিমার ব্যবস্থাও করা আছে। যার ফলে ক্রিকেটাররা আড়াই লক্ষ পর্যন্ত পাবেন। এমনকি এই সুবিধার জন্য ক্রিকেটারদের পরিবারও স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।





























