ক্যাপ্টেন হিসেবে রোহিতের যোগ্য উত্তরসূরী শ্রেয়স: মনোজ

- আপডেট : ২৬ অগাস্ট ২০২৫, মঙ্গলবার
- / 290
পুবের কলম প্রতিবেদক : শুভমান গিল গৌতম গম্ভীরের খুব প্রিয় পাত্র। তাই শ্রেয়স আইয়ারকে টি-টোয়েন্টি দলে জায়গা দিলেন না ভারতের কোচ। এমনটাই জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। রোহিত শর্মার পরবর্তী ক্যাপ্টেন হিসেবে যোগ্য ব্যক্তি যে শ্রেয়স, তাও জানালেন মনোজ।
এক সাক্ষাৎকারে মনোজ জানিয়েছেন, ‘ রোহিত শর্মার পর অবধারিত ভাবে যদি ভারতীয় ক্যাপ্টেন হিসেবে কারো নাম আসতে পারে তার নাম শ্রেয়স আইয়ার। কারণ গত কয়েক বছর ধরে ও যেভাবে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নেতৃত্ব দিয়ে আসছে, তাতে পরবর্তী ভারতীয় ক্যাপ্টেন হিসেবে ওকে বেছে নেওয়াটা খুব একটা ভুল হবে না। আমি ওর প্রথম শ্রেণীর ক্রিকেট খেলা দেখিনি। কিন্তু মুম্বইয়ের হয়ে ট্রফি জিতেছে। এটাই ওর সব থেকে বড় সুবিধা।’
মনোজ জানিয়েছেন, ‘ আমি যখন ধারাভাষ্য দিচ্ছিলাম, ক্যাপ্টেন হিসেবে শ্রেয়শের উপস্থিতি সামনে থেকে দেখেছি। একজন ক্যাপ্টেন ব্যাট হাতে রান করছে, মাঠের মধ্যে দুর্দান্ত সব সিদ্ধান্ত নিচ্ছে, এটাই তো একজন সফল ক্যাপ্টেন এর নমুনা।’
শ্রেয়সের নেতৃত্বে কলকাতা চ্যাম্পিয়ন হওয়ায় মনোজ আরো বেশি করে তাকে ক্যাপ্টেন্সিতে চাইছেন। মনোজের কথায়, ‘ দীর্ঘ সময় ধরে ভারতের অধিনায়কত্ব করার জন্য তৈরিই আছে শ্রেয়স।’
কিন্তু তার ক্যাপ্টেন হওয়ার সব থেকে বড় বাধা যে গৌতম গম্ভীর, সেটা উল্লেখ করলেন মনোজ। বললেন, ‘ গিল এখন গম্ভীরের সবচেয়ে বড় পছন্দ। তাই শ্রেয়স হয়তো এক্ষুনি ভারতীয় দলের অধিনায়কত্ব পাচ্ছেন না। ওঁকে একটা বড় সময় লড়াই করতে হবে ভারতের ক্যাপ্টেন্সি পাওয়ার জন্য।’