১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আম্বানি পুত্রের চিড়িয়াখানায় তদন্তে যাবে শীর্ষ কোর্টের তদন্ত দল

মারুফা খাতুন
  • আপডেট : ২৬ অগাস্ট ২০২৫, মঙ্গলবার
  • / 328

পুবের কলম ওয়েবডেস্ক : গুজরাটের জামনগরের বানতারায় মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির গ্রিন জুলজিকাল রেসকিউ অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার আইনের তোয়াক্কা না করে পশু কেনা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে বিশেষ তদন্ত দল গঠন করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি জে চেলামেশ্বরের নেতৃত্ব এই তদন্ত দল অনুসন্ধান করবে।

এই দল দেখবে অনন্তের বিরুদ্ধে আইন অমান্য করার যে অভিযোগ উঠেছে তা ঠিক কিনা। বিচারপতি পঙ্কজ মিত্তল এবং বিচারপতি প্রসন্ন বি বারালে এই নির্দেশ দিয়েছেন। তাঁরা বলে দিয়েছেন, এই তদন্ত দল তথ্যানুসন্ধান করবে মাত্র। আইনজীবী সি আর জয়া সুকিন এবং অন্যদের করা জনস্বার্থ মামলার শুনানিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। ওই তদন্ত দলকে বলা হয়েছে কোনও রকম প্রভাবমুক্ত হয়ে ১২ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট দিতে হবে।

আরও পড়ুন: একশো দিনের প্রকল্প মামলা, সুপ্রিম কোর্টে ফের শুনানি ২৭ অক্টোবর

তদন্ত দলে থাকছেন উত্তরাখণ্ড হাইকোর্ট এর প্রাক্তন প্রধান বিচারপতি রাঘবেন্দ্র চৌহান, মুম্বাইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার হেমন্ত নাগরালে, কাস্টমস এর অতিরিক্ত কমিশনার অনীশ গুপ্ত। অনন্তের বিরুদ্ধে অভিযোগ, তিনি দেশ বিদেশ থেকে বে আইনি ভাবে পশু কিনেছেন। তাদের সঙ্গে যথাযথ ব্যবহার করা হচ্ছে না। বিচারপতিরা বলেছেন, অভিযোগকারীরা তাঁদের বক্তব্যের পক্ষে কোনও নথি বা কিছু দেখাতে পারেননি।

আরও পড়ুন: এসএসসির গ্রুপ সি ও ডি মামলায় হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট

এই ধরনের অভিযোগ গুরুত্ব দেওয়ার কারণ ছিল না। যেহেতু স্থানীয় আদালত পর্যন্ত এই ব্যাপারে কোনও গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে তাই একটা তদন্ত দল গড়া হল। কী কী তথ্য সংগ্রহ করতে হবে তা তদন্ত দলকে বলে দিয়েছেন বিচারপতিরা।

আরও পড়ুন: সারদা মামলায় রাজীবের জামিন প্রশ্নে সিবিআইয়ের ভূমিকায় বিস্মিত সুপ্রিম কোর্ট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আম্বানি পুত্রের চিড়িয়াখানায় তদন্তে যাবে শীর্ষ কোর্টের তদন্ত দল

আপডেট : ২৬ অগাস্ট ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক : গুজরাটের জামনগরের বানতারায় মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির গ্রিন জুলজিকাল রেসকিউ অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার আইনের তোয়াক্কা না করে পশু কেনা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে বিশেষ তদন্ত দল গঠন করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি জে চেলামেশ্বরের নেতৃত্ব এই তদন্ত দল অনুসন্ধান করবে।

এই দল দেখবে অনন্তের বিরুদ্ধে আইন অমান্য করার যে অভিযোগ উঠেছে তা ঠিক কিনা। বিচারপতি পঙ্কজ মিত্তল এবং বিচারপতি প্রসন্ন বি বারালে এই নির্দেশ দিয়েছেন। তাঁরা বলে দিয়েছেন, এই তদন্ত দল তথ্যানুসন্ধান করবে মাত্র। আইনজীবী সি আর জয়া সুকিন এবং অন্যদের করা জনস্বার্থ মামলার শুনানিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। ওই তদন্ত দলকে বলা হয়েছে কোনও রকম প্রভাবমুক্ত হয়ে ১২ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট দিতে হবে।

আরও পড়ুন: একশো দিনের প্রকল্প মামলা, সুপ্রিম কোর্টে ফের শুনানি ২৭ অক্টোবর

তদন্ত দলে থাকছেন উত্তরাখণ্ড হাইকোর্ট এর প্রাক্তন প্রধান বিচারপতি রাঘবেন্দ্র চৌহান, মুম্বাইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার হেমন্ত নাগরালে, কাস্টমস এর অতিরিক্ত কমিশনার অনীশ গুপ্ত। অনন্তের বিরুদ্ধে অভিযোগ, তিনি দেশ বিদেশ থেকে বে আইনি ভাবে পশু কিনেছেন। তাদের সঙ্গে যথাযথ ব্যবহার করা হচ্ছে না। বিচারপতিরা বলেছেন, অভিযোগকারীরা তাঁদের বক্তব্যের পক্ষে কোনও নথি বা কিছু দেখাতে পারেননি।

আরও পড়ুন: এসএসসির গ্রুপ সি ও ডি মামলায় হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট

এই ধরনের অভিযোগ গুরুত্ব দেওয়ার কারণ ছিল না। যেহেতু স্থানীয় আদালত পর্যন্ত এই ব্যাপারে কোনও গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে তাই একটা তদন্ত দল গড়া হল। কী কী তথ্য সংগ্রহ করতে হবে তা তদন্ত দলকে বলে দিয়েছেন বিচারপতিরা।

আরও পড়ুন: সারদা মামলায় রাজীবের জামিন প্রশ্নে সিবিআইয়ের ভূমিকায় বিস্মিত সুপ্রিম কোর্ট