খোলা হল কন্ট্রোল রুম
পুজোর পর অতিরিক্ত বিল আসবে না আশ্বাস দিলেন অরূপ বিশ্বাস
- আপডেট : ২৭ অগাস্ট ২০২৫, বুধবার
- / 143
পুবের কলম ওয়েবডেস্ক : দুর্গাপুজোয় পুজো উদ্যোক্তাদের বিদ্যুৎতে বিশেষ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার দরুন পুজোর পর অতিরিক্ত বিল আসবে না রাজ্যবাসীকে আশ্বাস দিলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। আসন্ন দুর্গা পুজো উপলক্ষ্যে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী।
তিনি জানান, গণেশ চতুর্থী থেকে চালু হয়ে গেল বিদ্যুৎ দফতরের পুজোর কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুম চালু থাকবে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন পর্যন্ত। বুধবার এ কথা জানান বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। এ বছরের পুজোর মরশুমে মোট ১২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে হবে। তার জন্যে আমরা প্রস্তুত বলে জানান বিদ্যুৎ মন্ত্রী।
তিনি ঘোষণা করেন বুধবার গণেশ পুজোর দিন থেকে পুজোর কন্ট্রোল রুম চালু হল। জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের পর এই কন্ট্রোল রুম বন্ধ হবে। পুজোর সময় দফতরের সমস্ত কর্মীদের ছুটি বাতিল। ১৬১৬ জন সিনিয়র অফিসার অফিসে থাকবেন। বিদ্যুৎ দফতরের ৭৩৪১৪ জন কর্মী কাজ করবেন উৎসবের মরশুমে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দেওয়াই লক্ষ্য বিদ্যুৎ দফতরের।
পুজোর সময় মণ্ডপগুলিতে প্রয়োজনে এবং নজরদারি চালাতে মোট মোবাইল ভ্যান ৩৪৫০টা থাকবে। পুজোর পর অতিরিক্ত বিদ্যুতের বিল আসবে না, রাজ্যবাসীকে আশ্বাস বিদ্যুৎ মন্ত্রীর। জানা গেছে গত পাঁচ মাসে রাজ্য বিদ্যুৎ দফতর বাইরের রাজ্য থেকে কোনও কয়লা কেনেনি।
এ বছর দুর্গাপুজোর সময় সিইএসসি এবং রাজ্য বিদ্যুৎ দফতরকে বলে দেওয়া হয়েছে যে মণ্ডপগুলোতে অতিরিক্ত বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বিদ্যুতের তার সঠিকভাবে যেন ওয়্যারিং করে দেওয়া হয়। বিদ্যুৎ মন্ত্রী দাবি করেন গত এক মাস ধরে বিদ্যুৎ দফতরের অভিজ্ঞ অফিসাররা না ঘুমিয়ে কাজ করে যাচ্ছেন আসন্ন দুর্গাপুজো উপলক্ষ্যে। আগামী দিনে এই একইভাবে তাদের কাজ করে যেতে হবে উৎসবের মরশুমে বিদ্যুৎ পরিষেবা নিরবচ্ছিন্ন রাখতে।






























