০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পুজোর পরেই পথে নামবে সিএনজি চালিত ২০০ বাস

মারুফা খাতুন
  • আপডেট : ২৭ অগাস্ট ২০২৫, বুধবার
  • / 115

ইন্তেখাব আলম : আর একমাস পরেই শারদ উৎসব। আসন্ন দুর্গাপুজোকে কেন্দ্র করে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলাজুড়েই শুরু হয়েছে প্রস্তুতি। পুজো উপলক্ষ্যে কেনাকাটার জন্য সেজে উঠছে শহরের বিভিন্ন শপিংমল এবং বহুজাতিক বাণিজ্যিক আউটলেটগুলি। শপিংমলগুলির পাশাপাশি পোশাক-জুতো-ব্যাগ-প্রসাধন সহ বিভিন্ন পণ্যসামগ্রীর কেনাকাটা শুরু হয়েছে নিউ মার্কেট, গড়িয়াহাট, হাতিবাগান এলাকায়।

শারদ উৎসবের প্রাক্কালে কেনাকাটার জন্য শহরের বাসিন্দাদের যেন রাস্তায় কোনওভাবেই হয়রানি না হয় তার জন্য বিশেষ পদক্ষেপ নিল রাজ্য পরিবহন দফতর। যাত্রীদের কথা ভেবেই দুর্গাপুজোর ১৫ দিন আগে থেকেই কলকাতার বিভিন্ন রুটে ‘শপিং স্পেশাল বাস’ চালানো হবে বলে জানান রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

আরও পড়ুন: পুজোর আগে কেনা হচ্ছে ২০০ সিএনজি বাস, বরাদ্দ ১২৫ কোটি

বুধবার এক বৈঠকে রাজ্যের পরিবহন মন্ত্রী বলেন, সামনের মাস অর্থাৎ সেপ্টেম্বর থেকেই ধীরে-ধীরে পুজোর কেনাকাটা শুরু হয়ে যাবে। কলকাতা সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক মানুষ আসেন কলকাতায় শুধুমাত্র পুজো শপিংয়ের জন্য। যাত্রীদের সুবিধার্থেই মূলত হাওড়া এবং শিয়ালদহ থেকে আপাতত ২৫ টি করে বাস চলাচল করবে। যাত্রীদের চাহিদার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: চিনে ফের করোনার রক্তচক্ষু, জারি করা হল লকডাউন, বন্ধ বিমান ও গণপরিবহন

শপিং স্পেশাল বাসের চাহিদার কথা ভেবেই পুজোর ১৫ দিন আগে থেকেই হাওড়া এবং শিয়ালদহ স্টেশন থেকে গড়িয়াহাট, শ্যামবাজার এবং নিউ মার্কেট এলাকার জন্য পঁচিশটি বাস চালানো হবে। যাত্রী চাহিদার উপর নির্ভর করে বাসের সংখ্যা বাড়ানো হতে পারে বলেও জানান পরিবহন মন্ত্রী। এ ছাড়াও পুজোর দিনগুলিতে হাওড়া এবং শিয়ালদহ স্টেশন থেকে বারাসত পর্যন্ত রাত্রিকালীন বাস চালানোর কথাও জানান পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

পুজোর দিনগুলিতে যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখার জন্য সড়কপথে কলকাতার বিভিন্ন রুটে অতিরিক্ত বাস চালানো ছাড়াও জলপথ পরিবহনের ক্ষেত্রেও বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য পরিবহন দফতর। পুজোর দিনগুলিতে সড়কপথের পাশাপাশি জলপথেও অতিরিক্ত লঞ্চ চালানো হবে বলে জানান রাজ্য পরিবহন দফতরের কর্তারা। এ দিনের বৈঠকে ‘পূজা পরিক্রমা ২০২৫’-এর ঘোষণা করা হয়।

এবারের পুজো পরিক্রমায় সপ্তমী, অষ্টমী এবং নবমী মোট তিন দিন বারাসত কলোনি মোড় এবং এসপ্ল্যানেড ট্রাম টার্মিনাস থেকে উত্তর থেকে দক্ষিণ কলকাতার পাশাপাশি শহরতলির সাবেকি বনেদি বাড়ির পুজো পরিক্রমার জন্য অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি ভলভো বাস পরিষেবার ঘোষণা করা হয়। সড়কপথের মতো জলপথেও সপ্তমী থেকে নবমী বেলা ১১টায় মিলেনিয়াম পার্ক থেকে লঞ্চে করে হাওড়া জেটি হয়ে আহিরীটোলা ঘাট হয়ে উত্তর কলকাতার পুজো পরিক্রমা করতে পারবেন যাত্রীরা।

শহরের গণপরিবহন ব্যবস্থার সার্বিক উন্নয়নের জন্য পুজোর পর আরও ২০০টি নতুন বাস পথে নামতে চলেছে। এ দিন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, বায়ু দূষণের হাত থেকে কলকাতা শহরকে রক্ষা করতেই পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের অধীনে সিএনজি পরিচালিত ২০০ বাস বিভিন্ন রুটে চালানো হবে। পুজোর পরেই ধাপে ধাপে বাসগুলি বিভিন্ন রুটে যাত্রী পরিষেবা দেবে বলেও এ দিন জানান মন্ত্রী স্নেহাসিশ চক্রবর্তী।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুজোর পরেই পথে নামবে সিএনজি চালিত ২০০ বাস

আপডেট : ২৭ অগাস্ট ২০২৫, বুধবার

ইন্তেখাব আলম : আর একমাস পরেই শারদ উৎসব। আসন্ন দুর্গাপুজোকে কেন্দ্র করে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলাজুড়েই শুরু হয়েছে প্রস্তুতি। পুজো উপলক্ষ্যে কেনাকাটার জন্য সেজে উঠছে শহরের বিভিন্ন শপিংমল এবং বহুজাতিক বাণিজ্যিক আউটলেটগুলি। শপিংমলগুলির পাশাপাশি পোশাক-জুতো-ব্যাগ-প্রসাধন সহ বিভিন্ন পণ্যসামগ্রীর কেনাকাটা শুরু হয়েছে নিউ মার্কেট, গড়িয়াহাট, হাতিবাগান এলাকায়।

শারদ উৎসবের প্রাক্কালে কেনাকাটার জন্য শহরের বাসিন্দাদের যেন রাস্তায় কোনওভাবেই হয়রানি না হয় তার জন্য বিশেষ পদক্ষেপ নিল রাজ্য পরিবহন দফতর। যাত্রীদের কথা ভেবেই দুর্গাপুজোর ১৫ দিন আগে থেকেই কলকাতার বিভিন্ন রুটে ‘শপিং স্পেশাল বাস’ চালানো হবে বলে জানান রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

আরও পড়ুন: পুজোর আগে কেনা হচ্ছে ২০০ সিএনজি বাস, বরাদ্দ ১২৫ কোটি

বুধবার এক বৈঠকে রাজ্যের পরিবহন মন্ত্রী বলেন, সামনের মাস অর্থাৎ সেপ্টেম্বর থেকেই ধীরে-ধীরে পুজোর কেনাকাটা শুরু হয়ে যাবে। কলকাতা সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক মানুষ আসেন কলকাতায় শুধুমাত্র পুজো শপিংয়ের জন্য। যাত্রীদের সুবিধার্থেই মূলত হাওড়া এবং শিয়ালদহ থেকে আপাতত ২৫ টি করে বাস চলাচল করবে। যাত্রীদের চাহিদার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: চিনে ফের করোনার রক্তচক্ষু, জারি করা হল লকডাউন, বন্ধ বিমান ও গণপরিবহন

শপিং স্পেশাল বাসের চাহিদার কথা ভেবেই পুজোর ১৫ দিন আগে থেকেই হাওড়া এবং শিয়ালদহ স্টেশন থেকে গড়িয়াহাট, শ্যামবাজার এবং নিউ মার্কেট এলাকার জন্য পঁচিশটি বাস চালানো হবে। যাত্রী চাহিদার উপর নির্ভর করে বাসের সংখ্যা বাড়ানো হতে পারে বলেও জানান পরিবহন মন্ত্রী। এ ছাড়াও পুজোর দিনগুলিতে হাওড়া এবং শিয়ালদহ স্টেশন থেকে বারাসত পর্যন্ত রাত্রিকালীন বাস চালানোর কথাও জানান পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

পুজোর দিনগুলিতে যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখার জন্য সড়কপথে কলকাতার বিভিন্ন রুটে অতিরিক্ত বাস চালানো ছাড়াও জলপথ পরিবহনের ক্ষেত্রেও বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য পরিবহন দফতর। পুজোর দিনগুলিতে সড়কপথের পাশাপাশি জলপথেও অতিরিক্ত লঞ্চ চালানো হবে বলে জানান রাজ্য পরিবহন দফতরের কর্তারা। এ দিনের বৈঠকে ‘পূজা পরিক্রমা ২০২৫’-এর ঘোষণা করা হয়।

এবারের পুজো পরিক্রমায় সপ্তমী, অষ্টমী এবং নবমী মোট তিন দিন বারাসত কলোনি মোড় এবং এসপ্ল্যানেড ট্রাম টার্মিনাস থেকে উত্তর থেকে দক্ষিণ কলকাতার পাশাপাশি শহরতলির সাবেকি বনেদি বাড়ির পুজো পরিক্রমার জন্য অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি ভলভো বাস পরিষেবার ঘোষণা করা হয়। সড়কপথের মতো জলপথেও সপ্তমী থেকে নবমী বেলা ১১টায় মিলেনিয়াম পার্ক থেকে লঞ্চে করে হাওড়া জেটি হয়ে আহিরীটোলা ঘাট হয়ে উত্তর কলকাতার পুজো পরিক্রমা করতে পারবেন যাত্রীরা।

শহরের গণপরিবহন ব্যবস্থার সার্বিক উন্নয়নের জন্য পুজোর পর আরও ২০০টি নতুন বাস পথে নামতে চলেছে। এ দিন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, বায়ু দূষণের হাত থেকে কলকাতা শহরকে রক্ষা করতেই পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের অধীনে সিএনজি পরিচালিত ২০০ বাস বিভিন্ন রুটে চালানো হবে। পুজোর পরেই ধাপে ধাপে বাসগুলি বিভিন্ন রুটে যাত্রী পরিষেবা দেবে বলেও এ দিন জানান মন্ত্রী স্নেহাসিশ চক্রবর্তী।