৩০ অগাস্ট ২০২৫, শনিবার, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বাঙালি ও বাংলা ভাষার মর্যাদা রক্ষার সাংস্কৃতিক উপস্থাপনা ‘এ আমার দেশ’

ইমামা খাতুন
  • আপডেট : ২৯ অগাস্ট ২০২৫, শুক্রবার
  • / 184

ইনামুল হক: বাংলা ভাষাভাষী মানুষ তথা বাঙালিদের মধ্যে সুদৃঢ় ঐক্য বজায় রাখার আহ্বান ও ভিন রাজ্যে পরিযায়ী বাঙ্গালীদের উপর অত্যাচার রুখতে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে বারাসাতের সেন্টার স্টেজ। দেশাত্মবোধ ও সুস্থ মানসিকতার বিকাশ ঘটাতে সেন্টার স্টেজের অভিনব উদ্যোগকে স্বাগত জানালো বারাসাতের নাগরিকরা।বিশিষ্ট শিক্ষক ও বাচিক শিল্পী সাদেকুল করিমের অভিনব উদ্যোগে শামিল হল ৮ থেকে ৮০ বয়সী সংস্কৃতিপ্রেমী মানুষ।

বাঙালি ও বাংলা ভাষার মর্যাদা রক্ষার সাংস্কৃতিক উপস্থাপনা 'এ আমার দেশ'

 

এক ঝাঁক কচিকাচাদের পাশাপাশি কবিতা, আবৃত্তি, গান এর অনুষ্ঠানে মেতে উঠলেন তাদের অভিভাবকেরাও। আমন্ত্রিত বিশিষ্টজনদের সংবর্ধনা ও তাদের সাংস্কৃতিক উপস্থাপনায় পূর্ণতা পায় “সেন্টার স্টেজ” এই অনুষ্ঠান। প্রতিষ্ঠাতা সম্পাদক সাদেকুল করিম জানান, কথায় কবিতায় , গানে বিশুদ্ধ বাংলাসংস্কৃতিকে উপহার দিতে বদ্ধপরিকর ‘সেন্টার স্টেজ’।

বাঙালি ও বাংলা ভাষার মর্যাদা রক্ষার সাংস্কৃতিক উপস্থাপনা 'এ আমার দেশ'

ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা পড়াশুনার ফাঁকে সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে মানসিক বিকাশের বিশুদ্ধ অক্সিজেন পাক।‌ উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবুল হোসেন, আব্দুল ওদুদ মন্ডল, শেখ মোর্জেন মন্ডল, বারাসাত ১ নম্বর ওয়ার্ডের পৌর মাতা মারিয়াম কাজী,, বাচিক শিল্পী শাহনাজ খান, সঙ্গীতা সাহা, পলাশ দাশ, দীপময় দাস, অনুপ কুশল, অরুনিমা সাহা রায় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আব্দুল মাবুদ, সুরশ্রী ও সাহানা। দেশাত্মবোধক নৃত্য পরিবেশন করে নিত্যম কলাকেন্দ্র, ক্রিয়েটিভ ডান্স সেন্টার ও সানডিস্ক ডান্স একাডেমীর শিক্ষার্থীরা।

Tag :

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাঙালি ও বাংলা ভাষার মর্যাদা রক্ষার সাংস্কৃতিক উপস্থাপনা ‘এ আমার দেশ’

আপডেট : ২৯ অগাস্ট ২০২৫, শুক্রবার

ইনামুল হক: বাংলা ভাষাভাষী মানুষ তথা বাঙালিদের মধ্যে সুদৃঢ় ঐক্য বজায় রাখার আহ্বান ও ভিন রাজ্যে পরিযায়ী বাঙ্গালীদের উপর অত্যাচার রুখতে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে বারাসাতের সেন্টার স্টেজ। দেশাত্মবোধ ও সুস্থ মানসিকতার বিকাশ ঘটাতে সেন্টার স্টেজের অভিনব উদ্যোগকে স্বাগত জানালো বারাসাতের নাগরিকরা।বিশিষ্ট শিক্ষক ও বাচিক শিল্পী সাদেকুল করিমের অভিনব উদ্যোগে শামিল হল ৮ থেকে ৮০ বয়সী সংস্কৃতিপ্রেমী মানুষ।

বাঙালি ও বাংলা ভাষার মর্যাদা রক্ষার সাংস্কৃতিক উপস্থাপনা 'এ আমার দেশ'

 

এক ঝাঁক কচিকাচাদের পাশাপাশি কবিতা, আবৃত্তি, গান এর অনুষ্ঠানে মেতে উঠলেন তাদের অভিভাবকেরাও। আমন্ত্রিত বিশিষ্টজনদের সংবর্ধনা ও তাদের সাংস্কৃতিক উপস্থাপনায় পূর্ণতা পায় “সেন্টার স্টেজ” এই অনুষ্ঠান। প্রতিষ্ঠাতা সম্পাদক সাদেকুল করিম জানান, কথায় কবিতায় , গানে বিশুদ্ধ বাংলাসংস্কৃতিকে উপহার দিতে বদ্ধপরিকর ‘সেন্টার স্টেজ’।

বাঙালি ও বাংলা ভাষার মর্যাদা রক্ষার সাংস্কৃতিক উপস্থাপনা 'এ আমার দেশ'

ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা পড়াশুনার ফাঁকে সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে মানসিক বিকাশের বিশুদ্ধ অক্সিজেন পাক।‌ উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবুল হোসেন, আব্দুল ওদুদ মন্ডল, শেখ মোর্জেন মন্ডল, বারাসাত ১ নম্বর ওয়ার্ডের পৌর মাতা মারিয়াম কাজী,, বাচিক শিল্পী শাহনাজ খান, সঙ্গীতা সাহা, পলাশ দাশ, দীপময় দাস, অনুপ কুশল, অরুনিমা সাহা রায় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আব্দুল মাবুদ, সুরশ্রী ও সাহানা। দেশাত্মবোধক নৃত্য পরিবেশন করে নিত্যম কলাকেন্দ্র, ক্রিয়েটিভ ডান্স সেন্টার ও সানডিস্ক ডান্স একাডেমীর শিক্ষার্থীরা।