মৃত্যু মিছিল আফগানিস্তানে, চারিদিকে হাহাকার, বুকফাটা কান্না
Afghanistan earthquake: মৃত বেড়ে ৬০০, আহত গণনাতীত

- আপডেট : ১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার
- / 564
পুবের কলম, ওয়েব ডেস্ক: আফগানিস্তান ভূমিকম্পে (Afghanistan earthquake) মৃত বেড়ে ৬০০। রবিবার রাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। প্রথম ধাক্কা অনুভূত হয় রাত ১২টা ৪৭ মিনিটে। এরপর টানা একাধিকবার আফটারশক আঘাত হানে।
Afghanistan earthquake: আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬২২
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.০। জালালাবাদের পূর্ব-উত্তরপূর্বে ২৭ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের ৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়।
ইউএসজিএস আরও জানিয়েছে, প্রধান কম্পনের (Afghanistan earthquake) পর একই এলাকায় আরও দুটি আফটারশক আঘাত হানে, যার মাত্রা ছিল ৫.২। নানগারহার জনস্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, আহতদের স্থানীয় আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়েছে।
আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘দুঃখজনকভাবে আজকের রাতের ভূমিকম্পে আমাদের কয়েকটি পূর্বাঞ্চলীয় প্রদেশে প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে।’ ভূমিকম্পের পর উদ্ধার অভিযান চলছে। তবে ভূমিকম্পের পর দুর্গম পার্বত্য এলাকায় অনেক জায়গায় ভূমিধসে সড়ক বন্ধ হয়ে গেছে। এতে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। আকাশপথে উদ্ধার অভিযান চালাতে সহায়তা দিতে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সহায়তা সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তালেবান সরকারের কর্মকর্তারা।