০৭ নভেম্বর ২০২৫, শুক্রবার, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বার্সেলোনার কোচ হলেন জাভি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৬ নভেম্বর ২০২১, শনিবার
  • / 18

পুবের কলম ওয়েব ডেস্কঃ  যেমনটা আশা করা হচ্ছিল সেটাই হল। বার্সেলোনার নতুন  কোচ হলেন জাভি হার্নান্ডেজ। ফুটবলার হিসেবে বার্সাকে প্রচুর সাফল্য এনে দেওয়ার পরে–  কোচ  হিসেবেও দলকে সাফল্য এনে দিতে চান বলে জানিয়েছেন জাভি। তাঁর সঙ্গে ক্লাবের ২০২৪ সাল পর্যন্ত চুক্তি হয়েছে।

জাভিকে বার্সার কোচ করে আনার চেষ্টা  আগেও করা হয়েছিল। কিন্তু তূন আর্থিক কারনে তা সম্ভব হয়নি। রোনাল্ড  কোম্যানকে যখন বার্সেলোনা কোচ করে– তখনই জাভিকে কোচ হওয়ার প্রস্তাব  দেওয়া হবে বলে ঠিক করা হয়েছিল– কিন্তু তখন  জাভির সঙ্গে চুক্তি ভাঙতে চায়নি কাতারের ক্লাব আল সাদ। অবশেষে অক্টোবরের শেষের দিকে কোম্যানকে ছাঁটাই করার পরে জাভিকে কোচ করা এক প্রকার চুড়ান্ত হয়ে যায়। ওদিকে আল সাদ কতৃপক্ষও জানিয়ে দিয়েছে– তারা চুক্তি থাকলেও  জাভিকে ছেড়ে দিচ্ছে । দায়িত্ব নেওয়ার পরে  জাভি জানিয়ে দিয়েছেন– বার্সার সেরা সময়টা ফিরিয়ে আনতে চান।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বার্সেলোনার কোচ হলেন জাভি

আপডেট : ৬ নভেম্বর ২০২১, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ  যেমনটা আশা করা হচ্ছিল সেটাই হল। বার্সেলোনার নতুন  কোচ হলেন জাভি হার্নান্ডেজ। ফুটবলার হিসেবে বার্সাকে প্রচুর সাফল্য এনে দেওয়ার পরে–  কোচ  হিসেবেও দলকে সাফল্য এনে দিতে চান বলে জানিয়েছেন জাভি। তাঁর সঙ্গে ক্লাবের ২০২৪ সাল পর্যন্ত চুক্তি হয়েছে।

জাভিকে বার্সার কোচ করে আনার চেষ্টা  আগেও করা হয়েছিল। কিন্তু তূন আর্থিক কারনে তা সম্ভব হয়নি। রোনাল্ড  কোম্যানকে যখন বার্সেলোনা কোচ করে– তখনই জাভিকে কোচ হওয়ার প্রস্তাব  দেওয়া হবে বলে ঠিক করা হয়েছিল– কিন্তু তখন  জাভির সঙ্গে চুক্তি ভাঙতে চায়নি কাতারের ক্লাব আল সাদ। অবশেষে অক্টোবরের শেষের দিকে কোম্যানকে ছাঁটাই করার পরে জাভিকে কোচ করা এক প্রকার চুড়ান্ত হয়ে যায়। ওদিকে আল সাদ কতৃপক্ষও জানিয়ে দিয়েছে– তারা চুক্তি থাকলেও  জাভিকে ছেড়ে দিচ্ছে । দায়িত্ব নেওয়ার পরে  জাভি জানিয়ে দিয়েছেন– বার্সার সেরা সময়টা ফিরিয়ে আনতে চান।