১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আসামে জামিয়ত উলেমা-ই-হিন্দের সফর, নজরদারিতে পুলিশ, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

মারুফা খাতুন
  • আপডেট : ২ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার
  • / 249

পুবের কলম ওয়েবডেস্ক : আসামের গোলপাড়া জেলায় জমিয়তে উলেমায়ে হিন্দের সাত সদস্যের একটি প্রতিনিধি দল সফরে এসেছে। এ সফর ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি এক্স-এ পোস্ট করে জানান, গত মাসে উচ্ছেদ অভিযান চালানো এলাকায় সংবেদনশীল পরিস্থিতি বিবেচনায় পুলিশ ও প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে। আসন্ন বডোল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ন (বিটিআর) নির্বাচন সামনে রেখে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন জমিয়তে উলেমা-ই-হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানি। দলের অন্যান্য সদস্যদের মধ্যে আছেন মাওলানা হাকিমউদ্দিন কাসেমি, মুফতি জাওয়েদ ইকবাল কাসেমি, মাওলানা খালিদ আনোয়ার, কারি নওশাদ আদিল, মাওলানা নওয়েদ আলম কাসেমি ও মাওলানা সালমান।

আরও পড়ুন: ‘Zubeen Garg’-এর মৃত্যু ঘিরে অশান্তি বরদাস্ত হবে না: হিমন্ত বিশ্ব শর্মা

এদিকে মাওলানা মাহমুদ মাদানি এক বিবৃতিতে বলেছেন, “আমরা জেলে যেতে প্রস্তুত, কিন্তু ন্যায়ের লড়াই কখনো ছাড়ব না। আমাদের সংগ্রাম আদালতের নির্দেশ উপেক্ষা করা, মানুষকে গৃহহীন করা এবং আইনের বদলে ভয় ও শক্তির ব্যবহার করার বিরুদ্ধে।”

আরও পড়ুন: অসমে উপজাতি জেলায় ৩০০০ বিঘা জমি সিমেন্ট সংস্থাকে, ক্ষুব্ধ কোর্ট

আরও পড়ুন: কাছাড় জেলায় সরকারি দফতরে বাংলা বাধ্যতামূলক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আসামে জামিয়ত উলেমা-ই-হিন্দের সফর, নজরদারিতে পুলিশ, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

আপডেট : ২ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক : আসামের গোলপাড়া জেলায় জমিয়তে উলেমায়ে হিন্দের সাত সদস্যের একটি প্রতিনিধি দল সফরে এসেছে। এ সফর ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি এক্স-এ পোস্ট করে জানান, গত মাসে উচ্ছেদ অভিযান চালানো এলাকায় সংবেদনশীল পরিস্থিতি বিবেচনায় পুলিশ ও প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে। আসন্ন বডোল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ন (বিটিআর) নির্বাচন সামনে রেখে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন জমিয়তে উলেমা-ই-হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানি। দলের অন্যান্য সদস্যদের মধ্যে আছেন মাওলানা হাকিমউদ্দিন কাসেমি, মুফতি জাওয়েদ ইকবাল কাসেমি, মাওলানা খালিদ আনোয়ার, কারি নওশাদ আদিল, মাওলানা নওয়েদ আলম কাসেমি ও মাওলানা সালমান।

আরও পড়ুন: ‘Zubeen Garg’-এর মৃত্যু ঘিরে অশান্তি বরদাস্ত হবে না: হিমন্ত বিশ্ব শর্মা

এদিকে মাওলানা মাহমুদ মাদানি এক বিবৃতিতে বলেছেন, “আমরা জেলে যেতে প্রস্তুত, কিন্তু ন্যায়ের লড়াই কখনো ছাড়ব না। আমাদের সংগ্রাম আদালতের নির্দেশ উপেক্ষা করা, মানুষকে গৃহহীন করা এবং আইনের বদলে ভয় ও শক্তির ব্যবহার করার বিরুদ্ধে।”

আরও পড়ুন: অসমে উপজাতি জেলায় ৩০০০ বিঘা জমি সিমেন্ট সংস্থাকে, ক্ষুব্ধ কোর্ট

আরও পড়ুন: কাছাড় জেলায় সরকারি দফতরে বাংলা বাধ্যতামূলক