১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

T-20-তে ইতিহাস, সর্বোচ্চ উইকেটের মালিক রশিদ

মারুফা খাতুন
  • আপডেট : ২ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার
  • / 240

পুবের কলম ওয়েবডেস্ক : ভয়াবহ ভূমিকম্পে রবিবার গভীর রাতে আফগানিস্তানে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে। সেই আবহে চোখে জল নিয়ে মৃতদের পরিবারকে শোকবার্তা পাঠানোর পাশাপাশি এই কঠিন পরিস্থিতির মধ্যে তাদের পাশে থেকে আর্থিক সাহায্যের কথা জানিয়েছিলেন আফগান ক্রিকেট তারকা রশিদ খান। এরইমধ্যেই ২২ গজে ঝড় তুলে টি-২০ (T-20) ক্রিকেটে ইতিহাস গড়ে ফেললেন তিনি।

টি-২০ ক্রিকেটের সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারি এখন রশিদই। শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীর বিপক্ষে তিন উইকেট নিয়ে কুড়ি-বিশের ক্রিকেটে সর্বোচ্চ ১৬৫ উইকেট নিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট নিজের মাথায় চাপিয়ে নিলেন রশিদ। এ ম্যাচে আমিরশাহীকে ৩৮ রানে হারায় আফগানিস্তান। উল্লেখ্য, শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, স্বীকৃত টি-২০ (T-20) ক্রিকেটেও সর্বোচ্চ ৬৬৪ উইকেটও রয়েছে রশিদ খানের দখলে। দ্বিতীয় স্থানে থাকা ডোয়েন ব্রাভোর ঝুলিতে রয়েছে ৬৩১টি উইকেট।

আরও পড়ুন: তিন দশকের ভয়াবহ খরায় আফগানিস্তান

একটা সময় রশিদ সরাসরি লড়াই করেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার শাকিব আল হাসানের সঙ্গে। এরপর তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেন টিম সাউদি। টি-২০তে ১২৩ ইনিংসে ১৬৪ উইকেট নিয়ে এতদিন শীর্ষ আসনে বসেছিলেন নিউজিল্যান্ড তারকা সাউদি। সেখানে ৯৮টি ইনিংসে অবিশ্বাস্য ১৩.৭৫ গড় ও ৬.০৭ ইকোনমিতে ১৬৫ উইকেট নিয়ে রশিদ এখন আন্তর্জাতিক টি-২০(T-20)  ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারি বনে গেছেন।

আরও পড়ুন: আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল

এই দু’জন ছাড়া টি-২০তে দেড়’শো উইকেট রয়েছে নিউজিল্যান্ডের ইশ সোধির (১৫০ উইকেট) দখলে। ১৪৯টি উইকেট নিয়ে চতুর্থ স্থানে বাংলাদেশের শাকিব আল হাসান। ১৪২টি উইকেট নিয়ে পঞ্চমস্থানে বাংলাদেশের আর এক পেসার মুস্তাফিজুর রহমান।

আরও পড়ুন: টি-২০তে কোহলিকে টপকে শীর্ষ পাঁচে ওয়ার্নার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

T-20-তে ইতিহাস, সর্বোচ্চ উইকেটের মালিক রশিদ

আপডেট : ২ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক : ভয়াবহ ভূমিকম্পে রবিবার গভীর রাতে আফগানিস্তানে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে। সেই আবহে চোখে জল নিয়ে মৃতদের পরিবারকে শোকবার্তা পাঠানোর পাশাপাশি এই কঠিন পরিস্থিতির মধ্যে তাদের পাশে থেকে আর্থিক সাহায্যের কথা জানিয়েছিলেন আফগান ক্রিকেট তারকা রশিদ খান। এরইমধ্যেই ২২ গজে ঝড় তুলে টি-২০ (T-20) ক্রিকেটে ইতিহাস গড়ে ফেললেন তিনি।

টি-২০ ক্রিকেটের সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারি এখন রশিদই। শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীর বিপক্ষে তিন উইকেট নিয়ে কুড়ি-বিশের ক্রিকেটে সর্বোচ্চ ১৬৫ উইকেট নিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট নিজের মাথায় চাপিয়ে নিলেন রশিদ। এ ম্যাচে আমিরশাহীকে ৩৮ রানে হারায় আফগানিস্তান। উল্লেখ্য, শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, স্বীকৃত টি-২০ (T-20) ক্রিকেটেও সর্বোচ্চ ৬৬৪ উইকেটও রয়েছে রশিদ খানের দখলে। দ্বিতীয় স্থানে থাকা ডোয়েন ব্রাভোর ঝুলিতে রয়েছে ৬৩১টি উইকেট।

আরও পড়ুন: তিন দশকের ভয়াবহ খরায় আফগানিস্তান

একটা সময় রশিদ সরাসরি লড়াই করেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার শাকিব আল হাসানের সঙ্গে। এরপর তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেন টিম সাউদি। টি-২০তে ১২৩ ইনিংসে ১৬৪ উইকেট নিয়ে এতদিন শীর্ষ আসনে বসেছিলেন নিউজিল্যান্ড তারকা সাউদি। সেখানে ৯৮টি ইনিংসে অবিশ্বাস্য ১৩.৭৫ গড় ও ৬.০৭ ইকোনমিতে ১৬৫ উইকেট নিয়ে রশিদ এখন আন্তর্জাতিক টি-২০(T-20)  ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারি বনে গেছেন।

আরও পড়ুন: আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল

এই দু’জন ছাড়া টি-২০তে দেড়’শো উইকেট রয়েছে নিউজিল্যান্ডের ইশ সোধির (১৫০ উইকেট) দখলে। ১৪৯টি উইকেট নিয়ে চতুর্থ স্থানে বাংলাদেশের শাকিব আল হাসান। ১৪২টি উইকেট নিয়ে পঞ্চমস্থানে বাংলাদেশের আর এক পেসার মুস্তাফিজুর রহমান।

আরও পড়ুন: টি-২০তে কোহলিকে টপকে শীর্ষ পাঁচে ওয়ার্নার