উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : সব খেলার সেরা বাঙালির ফুটবল। আর এই খেলাকে আর ও জনপ্রিয় করে তুলতে বুধবার জয়নগর থানার ধোষা চন্দনেশ্বর নবীন চাঁদ হাইস্কুলে হয়ে গেল চতুর্দলীয় প্রীতিমূলক ফুটবল খেলা। এদিনের এই খেলায় জয়নগর চক্র এবং জয়নগর উওর চক্রের প্রাথমিক শিক্ষক ও মাধ্যমিক শিক্ষকদের চারটি দল অংশ নেন।
জয়নগর উওর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষের উদ্যোগে এদিনের এই খেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য তপন কুমার মন্ডল, নবীনচাঁদ হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অতীন বরণ মহাপাত্র, প্রাক্তন প্রধান শিক্ষক মৃণাল কান্তি নস্কর, প্রাক্তন শিক্ষক পুষ্পেন্দু শেখর মান্না সহ শতাধিক শিক্ষক শিক্ষিকা গন।

ফাইনালে বিজয়ী হন জয়নগর উওর চক্রের প্রাথমিক শিক্ষকরা। এই খেলায় অংশ নেওয়া শিক্ষকদের সম্মাণ জানানো হয় এদিন। পড়াশোনার পাশাপাশি ফুটবলের প্রতি শিক্ষকদের ভালবাসা বাড়াতে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন এই খেলার উদ্যোক্তা অবর স্কুল পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষ। আর এদিনের এই খেলা দেখতে মাঠে প্রচুর দর্শক সমাগম হয়েছিল।



































