নেতানিয়াহুর বাসভবনের কাছে বিক্ষোভ, গাড়িতে আগুন, বন্দী বিনিময়ের তীব্র দাবি
- আপডেট : ৪ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার
- / 244
পুবের কলম ওয়েবডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনের কাছে বুধবার উত্তাল বিক্ষোভ হয়েছে। বন্দী বিনিময়ের দাবিতে বিক্ষোভকারীরা রাস্তায় সমবেত হয়ে গাড়ি, টায়ার ও পাত্রে আগুন ধরিয়ে দেন এবং সড়ক অবরোধ করেন। খবর পার্সটুডের।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজায় আটক ইসরায়েলি বন্দীদের জীবনের জন্য নেতানিয়াহুর অব্যাহত যুদ্ধ পরিকল্পনা বড় হুমকি। এদিন তারা দখলকৃত আল-কুদসের সংসদ-নেসেট ও জাতীয় গ্রন্থাগার ভবনও ঘেরাও করে অবস্থান কর্মসূচি চালান।
ইসরায়েলের চ্যানেল ১২ জানায়, পুলিশ গ্রন্থাগারের ছাদ থেকে অন্তত ১৩ জনকে গ্রেপ্তার করেছে। এর আগে জানুয়ারিতে অস্থায়ী যুদ্ধবিরতিতে আংশিক বন্দী বিনিময় হলেও, চুক্তি ভেঙে গাজায় নতুন করে হামলা শুরু করে নেতানিয়াহুর সরকার।



















































