নরেন্দ্র মোদি, শি জিনপিং, ভ্লাদিমির পুতিন ও কিম জং উন-এর নতুন রাজনৈতিক সমীকরণ
- আপডেট : ৪ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার
- / 296
পুবের কলম ওয়েবডেস্ক : সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন শীর্ষ সম্মেলন সদ্যই সমাপ্ত হয়েছে। আর এই সম্মেলনকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন-এর মধ্যে বৈঠকের মাধ্যমে এক নতুন রাজনৈতিক সমীকরণ দেখল গোটা বিশ্ব।
রাজনৈতিক এই ব্যক্তিবর্গের, হাসিমুখে করমর্দন থেকে শুরু করে শুভেচ্ছা বিনিময় সবকিছুই প্রকাশ্যে এসেছে। ওয়াকিবহলের মতে এই জোট কিন্তু আমেরিকার একক আধিপত্যকে একপ্রকার চ্যালেঞ্জ করতে চলেছে। মার্কিন বিশ্লেষক ভ্যান জোন্স এই প্রসঙ্গে বলেছেন, শি জিনপিং, পুতিন, মোদি ও কিমের একসঙ্গে দাঁড়ানো ট্রাম্পের কাছে একপ্রকার আতঙ্কই বটে। চিনের প্রেসিডেন্ট শি স্পষ্ট জানিয়েছেন জাতিসংঘ কেন্দ্রিক আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দিতে হবে।
এছাড়া একাধিক শক্তিকেন্দ্রভিত্তিক, ন্যায়সঙ্গত ও ভারসাম্যপূর্ণ বিশ্ব শাসনের ব্যবস্থা করারও আহ্বান জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প আবার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “শি জিনপিং, পুতিন ও কিম জং উন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।” এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের আত্মসমর্পণের ৮০ বছর পূর্তিতে বেজিংয়ে এক সামরিক কুচকাওয়াজের আয়োজন হয়েছিল।
এই সময় লাখো মানুষের সামনে উন্নত সামরিক প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি পুতিন ও শি-কে ব্যক্তিগত আলাপচারিতায় দেখা গিয়েছে। অর্থাৎ এশিয়ার শীর্ষ নেতাদের উপস্থিতি কেবল কূটনৈতিক সৌজন্য নয়, বরং বৈশ্বিক রাজনীতিতে শক্তির ভারসাম্য বদলে দেওয়ার এক সম্ভাব্য ইঙ্গিত।





















































