মধ্যপ্রদেশে বিরোধী দলনেতার মন্তব্য: ‘আদিবাসীরা হিন্দু নন’

- আপডেট : ৫ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার
- / 288
পুবের কলম ওয়েবডেস্ক : মধ্যপ্রদেশের বিরোধী দলনেতা (লোপ) উমঙ্গ সিংহার মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে ঝড় উঠেছে। তিনি দাবি করেছেন, আদিবাসীরা হিন্দু নন। তাঁর এই বক্তব্যে শাসক বিজেপি ও মুখ্যমন্ত্রী মোহন যাদব কড়া সমালোচনা করেন। গত ৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ছিন্দওয়ারায় এক আদিবাসী উন্নয়ন পরিষদের অনুষ্ঠানে সিংহার বলেন, “গর্বের সঙ্গে বলছি আমরা আদিবাসী, হিন্দু নই। আমি বহু বছর ধরে এই কথাই বলে আসছি।”
তবে তিনি স্পষ্ট করেন যে তাঁর বক্তব্য কোনো ধর্মকে আঘাত করার উদ্দেশ্যে নয়, বরং আদিবাসী সমাজের সংস্কৃতি ও ঐতিহ্যের স্বীকৃতি দাবি করতেই বলেছেন। চারবারের এই আদিবাসী কংগ্রেস বিধায়ক বলেন, “আমরা কোনো ধর্মকে অসম্মান করি না। কিন্তু আমাদের সমাজ, সংস্কৃতি ও ঐতিহ্যের স্বীকৃতি প্রয়োজন। যে দলই ক্ষমতায় থাকুক না কেন, আদিবাসীরা সম্মান পাওয়ার যোগ্য।” এই মন্তব্যের পর ওই রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, “কংগ্রেস সবসময় হিন্দু ও হিন্দুত্বের বিরুদ্ধে কাজ করে। তাদের লজ্জিত হওয়া উচিত। যারা হিন্দুত্ব নিয়ে প্রশ্ন তোলে, মানুষ তাদের ক্ষমা করবে না। কংগ্রেসকে ক্ষমা চাইতে হবে।”
তীব্র সমালোচনার মুখে সিংহার অভিযোগ করেন, বিজেপি ও আরএসএস আদিবাসী পরিচয়কে হিন্দুত্বের ছত্রছায়ায় ঢাকতে চাইছে। তিনি বলেন, “আদিবাসীরা এই দেশের মূল বাসিন্দা। তাহলে বিজেপি ও আরএসএস কেন আমাদের প্রকৃতিপূজা বন্ধ করতে চাইছে? আমি হিন্দুধর্মকে সম্মান করি, কিন্তু আদিবাসীদের ক্ষেত্রে তারা নিজেদের এজেন্ডা চাপিয়ে দিতে চায়।” তিনি আরও প্রশ্ন তোলেন, “আরএসএসের প্রধান কেন কখনো কোনো আদিবাসী হননি? বিজেপি আমাদের ভোট চায়, অথচ আমাদের ধর্ম, সংস্কৃতি ও পরিচয় মুছে দিতে চায়।”
ভিল সম্প্রদায়ের প্রভাবশালী নেতা সিংহার মধ্যপ্রদেশের রাজনীতিতে যথেষ্ট প্রভাবশালী। রাজ্যের মোট আদিবাসী জনসংখ্যার প্রায় ৩৯ শতাংশই ভিল। ২০১১ সালের জনগণনা অনুযায়ী মধ্যপ্রদেশে প্রায় ১.৫৩ কোটি আদিবাসী রয়েছে, যা রাজ্যের মোট জনসংখ্যার ২১ শতাংশেরও বেশি। দেশের মধ্যে সর্বাধিক আদিবাসী জনসংখ্যা রয়েছে এই রাজ্যেই। ২৩০টি বিধানসভা আসনের মধ্যে ৪৭টি সংরক্ষিত রয়েছে তফসিলি উপজাতিদের জন্য।