Vice President Polls: দক্ষিণ বনাম দক্ষিণের লড়াই
Vice President Polls: উপরাষ্ট্রপতি নির্বাচন থেকে সরে দাঁড়াল বিজেডি ও বিআরএস

- আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার
- / 156
পুবের কলম,ওয়েবডেস্ক: উপরাষ্ট্রপতি নির্বাচন (Vice President Polls ) থেকে বিরত থাকবে বিআরএস এবং নবীন পট্টনায়েকের দল বিজেডি । বলা বাহুল্য, রাত পোহালেই উপরাষ্ট্রপতি নির্বাচন। অর্থাৎ আজ-বাদ কাল (৯ সেপ্টেম্বর) সেই মাহেন্দ্রক্ষণ। চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।
READ MORE: Nepal Gen Z Protest: জেন-জি রেভলিউশন’ -এ উত্তাল নেপাল
এই আবহে উপরাষ্ট্রপতি নির্বাচন (Vice President Polls ) থেকে বিজেডি ও বিআরএস প্রার্থীদের সরে দাঁড়ানোকে কেন্দ্র করে শুরু জল্পনা। এর মধ্যেই এনডিএ জোটের প্রার্থী সি পি রাধাকৃষ্ণন, ইন্ডিয়া জোটের বি সুদর্শন রেড্ডির মধ্যে হতে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। অপেক্ষা শুধু সময়ের।
সংবাদ সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর সংসদের বসুধা ভবনের রুম নং ১০১ এ ভোট দেওয়ার ব্যাবস্থা করা হয়েছে। সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দিতে পারবেন সদস্যরা । দিনের দিনই ফল জানা যাবে।
রাজ্যসভা সচিবালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সংসদ ভবনে ভোটগ্রহণের ব্যবস্থা করছেন ২০২৫ সালের উপ-রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসার এবং রাজ্যসভার মহাসচিব পি সি মোদি।
প্রসঙ্গত, বাদল অধিবেশনের প্রথম দিনের সবাইকে অবাক করে দিয়ে উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন জগদীপ ধনখড়। তার কারণেই এই অকাল নির্বাচন। এই উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন সিপি রাধাকৃষ্ণণ। অন্যদিকে ইন্ডিয়া জোটের প্রার্থী সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি। আর উল্লেখযোগ্যভাবে উভয়েই দক্ষিণ ভারতের প্রতিনিধি। দক্ষিণ বনাম দক্ষিণের লড়াইের সাক্ষী থাকতে চলেছে দেশ। কে পাবে কুর্সি, কার হাত হবে খালি? অপেক্ষা শুধু ১ টি রাত্রের।